নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

চাঁদগাজী ভাই, হনুমানকে গালি দিবেন না, প্লিজ

২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:২০



হনুমান হিন্দু শাস্ত্রে একজন পূজনীয় ব্যক্তি। হিন্দুদের ভগবান রামের বানর সঙ্গী। অন্যায়কারী রাবণ যখন সীতাকে উঠিয়ে নিয়ে গিয়েছিলো, হনুমান রাবনের লংকায় আগুন ধরিয়ে দেন। তথাপি, হনুমান আমার প্রিয় একটি চরিত্র।

ঐতিহাসিক ফিলিপ লুজেনডোর্ফের মতে, হনুমান অর্থ 'যাঁর গর্ব হত হয়েছে'। হিন্দু পুরাণে আছে - শিশু হনুমান সূর্যকে ফল ভেবে তা খেতে চেয়েছিলেন। পরে, দেবতা ইন্দ্রের কারণে তিনি আঘাতপ্রাপ্ত হলে সূর্যকে আর খাওয়া হয়নি। হনুমান বীরত্বপূর্ণ ও শক্তিশালী কাজ, দৃঢ়তা এবং শ্রেষ্ঠত্বের প্রতীক।

হনুমান ছিলেন রামের একনিষ্ঠ ভক্ত। রাবণের বিরুদ্ধে যুদ্ধে রাম যখন জয়ী হোন, তখন তিনি আর সব সাহায্যকারীদের মতো হনুমানকেও একটি উপহার দিয়েছিলেন। কিন্তু, হনুমান সেই উপহার ফেলে দেন। এতে রামের সভাসদরা ক্ষুদ্ধ হলে, হনুমান জানান যে, রামকে স্মরণ করার জন্য উপহারের প্রয়োজন নেই, রাম সর্বদা তাঁর হৃদয়ে থাকবেন।

সভাসদরা হনুমানকে চ্যালেঞ্জ করলে, হনুমান তাঁর বুক চিড়ে ফেলেন। তখন সবাই দেখতে পান, হনুমানের বুকে রাম ও সীতার মুর্তি। পরবর্তীতে, হনুমানকে আবার জীবিত করে তুলেন রাম। রাম এবারে হনুমানকে অমরত্বের আশীর্বাদ করেন। এবারেও হনুমান তা প্রত্যাখ্যান করে রামের পায়ের কাছে থেকে তাঁকে পূজা করার অনুমতি চান।

এই যখন নির্লোভ হনুমাণের চরিত্র, তখন তাঁকে বিজেপির অনুসারীদের সাথে তুলনা করা উচিৎ হলো, চাঁদগাজী ভাই???!!!! আমি খুব ব্যথিত হলাম।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৫৮

ইফতেখার ভূইয়া বলেছেন: হনুমানের আরেক নাম "বজরঙ্গবলী"। ২০১১ সালের দিকে ভারতে একটা টিভি সিরিয়াল চলছিলো তার উপর ভিত্তি করে। আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার অংশ (সাউথ এশিয়ান রিলিজিওন) হিসেবে সিরিয়ালটির সবগুলো এপিসোড দেখেছিলাম একটা পেপার লিখার জন্য। খারাপ লাগে নি আমার কাছে। আর তার ব্যাপারে লিখা আপনার কথাগুলোও সত্য।

হনুমান তার মা অঞ্জনার বিরাট ভক্ত ছিলেন। অঞ্জনার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার পরেও তিনি প্রাণ পুনরায় যমলোক থেকে নিয়ে এসে মা'কে পুর্নজীবতি করেন যা প্রকৃতির নিয়মের বাইরে। হনুমান মূলত শিবের এক রূপ, খুব সম্ভবত এ কারনেই এটা সম্ভব ছিলো। ধন্যবাদ।

২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনাকেও অনেক ধন্যবাদ।

পঞ্চ পাণ্ডবদের অন্যতম ভীমকেও তিনি একটি শিক্ষা দিয়েছিলেন।

নিজের শক্তি সম্পর্কে ভীমের খুব গর্ব ছিলো। তখন, ঘটনাক্রমে হনুমানের সাথে দেখা হলে, হনুমান ভীমকে তাঁর লেজ মাথার উপরে তুলতে বলেন। কিন্তু, ভীম শত চেষ্টা করেও হনুমানের লেজকে মাথার উপর তুলতে পারেননি।

এ থেকে ভীম গর্ব করা উচিৎ নয়, এই শিক্ষা পান।

শুভেচ্ছা নিরন্তর।

২| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১২

আমি নই বলেছেন: লেখক বলেছেন:
আপনি ইহুদীদের মধ্যে যারা বাজে লোক, তাদের মতো কথা বলছেন।
আপনার কথা পছন্দ হলো না।


আচ্ছা, যখন কেউ নবী-রাসুলদের নিয়ে ঠাট্টা করবে, নবীকে জারয সন্তান বলবে, রাষ্ট্র হিসেবে ছোট করবে, বাংগালিদের অপমান করতেই থাকবে, বাংগালী জাতী হিসেবে ছোট করবে, তাকে বার বার সুন্দর করে বোঝানোর পরেও যদি একই কাজ করতেই থাকে তাহলে তাকে কি বললে আপনার পছন্দ হবে?

আপনার মত তাদের দেবতার প্রশংসায় পন্চমুখ হতে হবে?

৩| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:২২

বাউন্ডেলে বলেছেন: গেছো ভত আপাদমস্তক একজন বাজে মানুষ।

৪| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:২৭

ঢাবিয়ান বলেছেন: @ আমি নই , দেশিয় হনুমানদের বিষয়ে এবার একাট্টা হতে হবে। এদের ডাইরেক্ট আস্কারাতেই ব্লগে ওপারের মাংকির দল এখানে এসে নেত্য করে বেড়াচ্ছে।

২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



বাংলাদেশ লংকা নয়। বাংলাদেশকে লংকার সাথে তুলনা করবেন না।

৫| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৪১

রানার ব্লগ বলেছেন: মারভেলের ক্যারেক্টার হনুমান।

৬| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৪৪

সোনাগাজী বলেছেন:




যাক, হনুমান সম্পর্কে এতো কিছু জানা ছিলো না; তা'হলে গেছো দাদা কুলাংগার বাংগালী!

২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ।

আমি গেছো দাদাকে চিনি না।

শুভেচ্ছা নিরন্তর।

৭| ২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ১:০৫

রাজীব নুর বলেছেন: শ্যাইয়ান ভাই ঢাকা চিড়িয়াখানাতে কি হনুমান আছে?

৮| ২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ১:২১

সোনাগাজী বলেছেন:


সে বিজেপিতে গিয়ে বাংগালীত্ব ত্যাগ করেছে!

৯| ২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৩৭

গেছো দাদা বলেছেন: এই বিজেপি তৈরি করেছিল এক বাংগালি শ্যামাপরাসাদ মুখারজি। এই টা @সোনাগাজি র মতো ছাগু কেন জে ভুলে জায় ! ছি:।

১০| ২৫ শে অক্টোবর, ২০২৩ সকাল ৭:৩৬

সোনাগাজী বলেছেন:



গেছো দাদা বলেছেন: এই বিজেপি তৈরি করেছিল এক বাংগালি শ্যামাপরাসাদ মুখারজি। এই টা @সোনাগাজি র মতো ছাগু কেন জে ভুলে জায় ! ছি:।

-যারা বিজেপি'তে আছে, তাদের বড় অংশ অমানুষ।

১১| ২৫ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:১৬

নিক্সাসী বলেছেন: হনুমানের স্লোগান দিয়ে মুসলমানদের নির্যাতন করলে কি করতে হবে?

২৫ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মোহাম্মদী স্লোগান দিয়ে যখন চার্চ আর মন্দিরে ঢিল ছোড়া হয়, তখন অন্যরা যা করেন, তা-ই করতে হবে।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.