নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়! আর, আপনারা তা ফ্রিতে পাচ্ছেন।

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

যবে আমি এই পৃথিবী ছেড়ে বিদায় নিবো

১৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৪



যখন আমার কফিনটি ঘর থেকে বের করা হবে,
এমন ভাবনা তোমাদের মনে যেন কভু না আসে-
আমি আরো কিছু দিন থেকে যেতে চাই এ ভবে।

তোমরা তখন চোখের পানি ফেলো না,
বিলাপ করে দুঃখে কাতর হইয়ো না,
আমি তো কোন দৈত্যের থাবায় গিয়ে পড়ছি না!

যবে আমার মৃত এ দেহকে বহন করে নিয়ে যেতে দেখবে,
আমার এ প্রস্থানে কান্না করো না,
আমি তো চলে যাচ্ছি না!
বরং পৌঁছে গিয়েছি মহান ভালোবাসা'র এক জগতে।

কবরে আমায় যবে ছেড়ে যাবে,
'বিদায়' না বলে এটা রেখো মনে,
কবর তো হচ্ছে এমন একটি পর্দা
যা ভেদে যেতে হয় নন্দনকাননে।

আমি কবরে কিভাবে ঢুকে যাচ্ছি
তোমরা তো শুধু দেখতে পাবে না সেটাই,
এর সাথে সাথে এটাও তো দেখতে পাবে-
আমি কিভাবে মাথা উঁচু করে দাঁড়াই!

চলে যাওয়া মানে সব কিছু'র শেষ,
তা কি করে হতে পারে!
সূর্য আর চন্দ্র যখন অস্তাচলে যায় চলে,
তারা আর কখনোই উদয় হবে না, ওরে?

এই চলে যাওয়াকেই সব কিছু'র শেষ যদি মনে হয়,
এ যেন সূর্যাস্ত বলে ভ্রম হয়,
মনে রেখো, এটা আসলে ভোর, একটা পূর্ণ দিনের শুরু!
কবর যখন তোমায় কারারুদ্ধ করে,
প্রাণপ্রাখী তোমার মুক্ত হয়ে সে ঘরে
'বাগানে' যায় চলে, দু'পাখা দিয়ে উড়ু।

এমনকি এখানে কভু হয়েছে,
বীজ যেথায় নিক্ষেপিত রয়েছে
তা থেকে নব জীব্ন উত্থিত হয়নি কোন?
তাহলে কেন তুমি সন্দেহ করবে,
মানব নামের বীজ পুতিবে যবে,
তা আবার ফিরে আসবে না কখনো!

কভু দেখেছো কি, কুয়ায় বালতি ফেলা হয়েছে,
সেটা পানি না নিয়েই কি খালি উঠে এসেছে?
তাহলে কেন এতো বিলাপ করছো আত্মার তরে
ইউসুফের মতোই যা কুয়া থেকে উঠে আসতে পারে!

শেষবারের জন্য যবে, মুখ বন্ধ করে দিবে,
তোমার শব্দগুলো আত্মাকে সাথে নিয়ে
স্থান আর সময়হীন এক জগতের হয়ে যাবে।

=================================
=====শেখ রুমী'র একটি কবিতা'র ভাবানুবাদ=====
=================================
ছবিঃ Edeta

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৬

বিজন রয় বলেছেন: সুন্দর।

চির বিদায়ের কবিতা। মন কেমন করে।

১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ধন্যবাদ, বিজন রয় ভাই।

মন কেমন করার মতোই কবিতা। রুমীর কবিতা তো!!!

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.