নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আঁধার বেশি ঘনিয়ে বসার আগেই বেড়াতে বেরিয়ে গিয়ে -
এ সতেজ করা বাতাসে, হাসিতে ভেঙ্গে পড়ো।
দয়ালু কিছু একটা বলেই দেখোনা কি হয়,
কোন নিরাপদ-সুদর্শন অপরিচিত ব্যক্তির তরে, যদিবা সে পাশে এসে বসে রয়।
.
তোমার হৃদয়ে জানা বিষয়গুলো নিয়ে
সর্বদা বুদ্ধি'র ব্যায়ামে রত হয়ে
বাস্তব কিছু চেষ্টা করে দেখেছো কি
এই পথটি ধরে!:
.
তোমার স্ত্রী বা প্রণয়ীকে নিজ বাহুতে আলিঙ্গন করে নাও
যেভাবে তুমি প্রথম তাকে দেখেছিলে প্রেমালাপে।
তোমার চোখে কোমলতা ঢেলে দাও
সূর্য যেভাবে পৃথিবী পানে উষ্ণতা ঢেলে তাকিয়ে।
.
শিশুদের নিয়ে খেলা শুরু করো।
আর নিজেরে একজনা বন্ধুর দু'হাতে আলিঙ্গনে ধরা দাও।
আপনার পোষা প্রাণী এবং গাছপালার প্রতি কিছু অশ্লীল গান গেয়ে নিয়ে -
যদিবা তাদের মাতাল আর বন্য করে দিতে চাও!
.
এসো কাপে কাপ ঠুকি
আমরা তো প্রতিটি ধাপে বিবর্তনের সিঁড়িতে আরোহণ করি।
ফিসফিস করে বলি, "আমি তোমায় ভালোবাসি! আমি তোমায় ভালোবাসি!"
পুরো এ পাগল পৃথিবী তরি।
.
এসো খোদাকে নিয়ে পড়া বন্ধ করে দেই -
আমরা তো তাঁকে থোড়াই বুঝিতে পারি!
.
তোমার নিজ পায়ে ঝাঁপ দাও, বিদ্রোহের মুষ্ঠি নেড়ে,
যদি পুরো এ মহাবিশ্বকে হুমকি দিয়ে সতর্ক করে দিতে চাও
.
তোমার হৃদয় কি আর বেঁচে থাকতে পারে
সত্যিকারের ভালোবাসা ছাড়া এ আঁধারে!
২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মহাকবি হাফিজকে যত জানছি, তত অবাক হচ্ছি!!!
শামস তাবরীজী, রুমী, হাফিজ, ওমর খৈয়াম - কতই না রত্নগর্ভা সেই পারস্য!!!
আপনার প্রতিও অনেক অনেক শুভেচ্ছা।
ভালো থাকুন নিরন্তর।
২| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর একটি কবিতা।
কবিতার ভাষা সহজ ও প্রাঞ্জল। কবিতায় ভালোবাসা প্রকাশ পেয়েছে। পাওয়া না পাওয়া প্রকাশ পেয়েছে।
২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হাফিজের কবিতা তো! তাই, এরকম!
ধন্যবাদ নিরন্তর, প্রিয় রাজীব ভাই।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০২৩ ভোর ৪:১৯
ডঃ এম এ আলী বলেছেন:
হাফিজ থেকে শেখার অনেক কিছুই আছে ।
হাফিজ বলেছেন
প্রেমের শক্তি ও মর্যাদার প্রতি দৃষ্টি দাও, কেননা, এর গৌরব এতটাই যে,
তোমার ক্রন্দন ও ফরিয়াদে সাম্রাজ্যের কোনা ধসে পড়বে।
কপটতা ও প্রতারণার আগুন ধর্মের ভাণ্ডারকে অবশ্যই জ্বালিয়ে ফেলবে,
হে হাফিজ! এ দরবেশি পোশাক পরিত্যাগ করে সামনে অগ্রসর হও
হে হাফিজ! তোমার বক্ষে ধারণকৃত এই কুরআনের চেয়ে
সুন্দর ও সুমিষ্ট বাণী আর কিছুই দেখি নি ।
এমন অন্তরে অন্ধকার কোনদিন পারবেনা বসতে জেঁকে ।
অনেক অনেক শুভেচ্ছা রইল