নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আমরা যে গুগল মামা চালাই। সেই কোম্পানির নেতৃত্বে কে আছেন জানেন কি? সুন্দর পিচাই - একজন ভারতীয়। ২০১৫ সাল থেকে তিনি গুগলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সেই সাথে তিনি গুগলের পেরেন্ট কোম্পানি এলফাবেটের চীফ এক্সিকিউটিভ অফিসার। মাক্রোসফটের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা, সত্য নাদেলা, একজন ভারতীয়। এডোব সফটওয়্যার কোম্পানীর সি,ই,ও শান্তনু নারায়ণ একজন ভারতীয়। এসবই ফরচুন-৫০০ কোম্পানি।
আরো জানতে চান? ইন্দ্রা নুয়ী-এর নাম শুনেছেন? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ১০০ মহিলার মাঝে অন্যতম। ইন্দ্রা পেপসি'র বর্তমান চ্যারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। আরভিন্দ কৃষ্ণা তো কম্পিউটার জায়ান্ট আই,বি,এম-এর চেয়ারম্যান এবং সি,ই,ও হয়ে পুরো পৃথিবীকে চমকে দিয়েছেন। পারাগ আগারওয়াল একসময়ে টুইটারকে নেতৃত্ব দিয়েছেন। অজয় বাঙ্গা মাস্টারকার্ড কোম্পানীর এক্সিকিউটিভ চেয়ারম্যান।
ভারত এখন বিশ্ব পর্যায়ে নেতৃত্বে চলে গিয়েছে, এটা মানতেই হবে যে!!! এতো এতো সব মাস্টার-ব্লাস্টারের জন্ম ভারতে, আর আপনি আছেন কে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে বাংলাদেশকে 'ইয়ে' করলো, তা নিয়ে!!!
নিজেকে আগে যোগ্য হিসেবে তৈরি করো, হে বাংলাদেশী বাঙ্গালী!!! যোগ্য হয়ে গলা উঁচু করো!! আর, ফুল ফুটাতে আকাশের গর্জন আর বিজলীর চমকের চেয়ে সেখান থেকে পড়া পানির বেশি দরকার, এটা মনে রাখতেই হবে যে!!!
ছবিঃ Dimhou
২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
যোগ্যতা তৈরী করতে নিজের প্রতি প্রেমটাই জরুরী!!!
এই প্রেম না থাকলে স্বদেশ প্রেমও ঠিক ভাবে তৈরী হবে না।
শুভেচ্ছা।
২| ২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন: সঠিক ও সত্য কথা বলেছেন।
আমেরিকার কর্ম ক্ষেত্র গুলো ভারতীয়দের দখলে।
২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
যোগ্যদের মর্যাদা সারা পৃথিবীব্যাপী।
ধন্যবাদ নিরন্তর।
৩| ২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৭
নতুন বলেছেন: আমাদের দেশে নিজেকে তৌরির চেস্টার চেয়ে অন্যের সমালোচনা বেশি করি।
ইউটিউবে মনে হয় ক্রিয়েটিভ ভিডিওর চেয়ে বেশি রোস্টিং/সমালোচনার ভিডিও বেশি চলে...
নতুন প্রযুক্তিকে আমাদের জনগন এখনো ভালো কাজে ব্যবহার করছে না।
অনেকেই অনেক প্রশ্ন ফেসবুক গ্রুপে করছে যেটা সে গুগুলে একটু সার্চ করেই পেতো...।
২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কুঁড়ের বাদশাদের দিয়ে ঐগুলোই সম্ভব।
শুভেচ্ছা নিরন্তর।
৪| ২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৯
মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: ভারতের একতরফা গুডি গুডি ইমেজ তুলে ধরে আপনি কি প্রমান করতে চাচ্ছেন?
ভারত দেশ হিসেবে অনেক বড় কিন্তু মানসিকতার দিক দিয়ে ততটাই সংর্কীন। এজন্য এমন কোন প্রতিবেশী দেশ তার আসে পাসে নেই, যে ভারতকে পছন্দ করে। প্রতিবেশী দেশ যত ক্ষুদ্র হোক না কেন তারও তো আত্মসম্মান বলে কিছু আছে তাই না? ভারত তা মোটেও আমলে নেয়। নেয় না। তুচ্ছ তাচ্ছিল করে। এর ফলাফল হলো এই যে নেপাল আর ভারতের প্রভাব বলয়ে রইল না, চীনের দিকেই ঝুকে পড়ল।
২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি ব্যক্তি ভারতীয়দের নেতৃত্বের গুণাবলী তুলে ধরেছি।
তাঁরা ব্যক্তি হিসেবে চমৎকার ও যোগ্য বলেই গ্লোবাল প্ল্যাটফর্মে নেতৃত্ব পেয়েছে। এটাই প্রমাণ করার চেষ্টা করেছি।
ধন্যবাদ।
৫| ২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩০
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনার লেখার সারমর্ম: আপনার উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর একমাত্র ভোক্তা বাংলাদেশী। তাই বাংলাদেশের মানুষের উচিত ভারতের চাটুকারিতা করা। ভারতরে প্রতি অনুগত থাকা। এবং প্রতিনিয়ত ভারতকে অনুসরণ করা ও অনুকরণ করা। যাতে করে বাংলাদেশের মানুষ ভারতের মানুষের মতো জাতে উঠতে পারে। শ্রেণীতে উঠতে পারে। শিক্ষিত হতে পারে।
২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বি পজিটিভ, ভাইয়া।
ধন্যবাদ নিরন্তর।
৬| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:২০
ঠাকুরমাহমুদ বলেছেন:
প্রিয় ভাই, আমি ও+ পজেটিভ।
ধন্যবাদ নিরন্তর।
২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, জেনে সুখী হলাম।
ভালো থাকুন নিরন্তর।
৭| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৩০
মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: @লেখকঃ
ভারতীয়দের ঢাক পিটিয়ে লাভ কি? ওর চেয়ে নিজেদের ঢাক পিটান। বাংলাদেশীদের সমস্যা হলো এরা অন্যকে হাইলাইট করতে খুব ভালবাসে কিন্তু নিজেদের মূল্যায়ন করতে জানে না। নিজেদের মূল্যায়ন করা, এপ্রিসিয়েট করা, বা নিজেদের নিয়ে গর্ববোধ করা এসব বাংলাদেশীরা ভুলেই গেছে।
কয়েকটা খবর দেই যা আমরা অনেকেই জানিনা বা মূল্যায়ন করি না অথচ বাংলাদেশীদেরা এসব খবরে অনুপ্রানিত হতে পারে। হাহুতাশ করার কিছু নেই।
/বাংলাদেশীরা ২০১৭ সালে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একটা ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপন করেছিল। বাংলাদেশীরা ভারতীয়দের চন্দ্রযান নিয়ে লাফঝাপ দেয় কিন্তু নিজেদের অর্জন নিয়ে থাকে বেখবর। বেখবর না থাকলে, সরকার যদি সে সময় ১০ বছর মেয়াদী পরিকল্পনা গ্রহন করতো আজকে বানিজ্যিক স্যাটেলইট তৈরিতে আমরা অনেক দূর এগিয়ে যেতাম।
/বাংলাদেশে সেমিকন্ডাক্টের ডিজাইন হয়। কজন মানুষ জানে?
/সমুদ্রগামী জাহাজের (যে ধরনের জাহাজ বাংলাদেশে তৈরি করার মত অবকাঠামো নেই) সম্পূর্ন ডিজাইন বাংলাদেশে হয়ে তা দক্ষিন কোরিয়ায় চলে যায়। বিনিময়ে আসে মোটা অংকের রেমিট্যান্স। কোম্পানির মালিক নিজেই একজন নেভাল আর্কিটেক্ট। বয়স আনুমানিক ৩৭. কোম্পানির জনবল সর্বসাকুল্যে ১০ জন।
/রাহাত ইয়াসিরকে কেউ চেনেন? বাংলাদেশের একজন এআই জিনিয়াস।
আমাদেরও সক্ষমতা আছে। কিন্তু নিজেদের ব্যাপারে আমরা নিজেরাই উদাসীন, এটাই সমস্যা।
২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হতে পারে।
তবে বিশ্ব দরবারে ভারতীয়দের অবস্থান যে শক্তিশালী, তা আমার উদাহরণ দেখে বুঝা যায়।
ধন্যবাদ।
৮| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:২১
নিমো বলেছেন: আবাসী আর অনাবাসী, অভিবাসী ও প্রবাসী ভারতীয়দের পার্থক্যটাতো বুঝতে হবে। তেমনি টং দোকান আর ব্লগের মধ্যেওতো পার্থক্য থাকা দরকার। প্রতিবেশি আর সহকর্মী বদলানো যায় না, সেক্ষেত্রে নিজেকেই বদলাতে হয় নচেত অবস্থান বদলাতে হয়। অমুককে দেখতে পারিনা, তমুককে হাতি-ঘোড়া, উজির-নাজির ব্লগে বসে মারা যায়, কিন্তু রাষ্ট্র সহ বড় ব্যবস্থা চালাতে গেলে কৌশল দরকার। সেটাই আগে বাঙালিকে শিখতে হবে।
২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমরা কোথায় যেন স্ট্র্যাটেজিকালী ভুল করছি।
আমাদের মন ছোট করা চলবে না।
আমরা ব্যক্তি বিশেষের ভুল যেন সেই জাতির আরেকজনের উপর চাপিয়ে না দেই।
ধন্যবাদ নিরন্তর।
৯| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:২৬
শ্রাবণধারা বলেছেন: ইন্দ্রা নুয়ি অনেক দিন আগে ২০১৮ সালে পেপসিকো থেকে অবসরে গেছেন। অজয় বাংগাও তাই। তিনি এখন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট।
১০| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ২:২০
আলবদর বলেছেন:
তবে সামুতে ভারতীয়দের অবস্থান যে শক্তিশালী, তা আপনার উদাহরণ দেখে বুঝা যায়।
১১| ২৬ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: আমি সব সময় ভবিষ্যৎ প্রজন্মকে একটা কথাই বল- নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তোলো।
১২| ২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:২৭
অধীতি বলেছেন: সত্য বলতে কি
যোগ্যতার জন্য অনেক পড়াশোনা শ্রম দিতে হয়। তা, বর্তমানে আমরা দিচ্ছিনা। নিজেরা ফাইনালে যেতে না পারলেও অন্যের ফাইনাল হারা নিয়ে বেজায় উল্লাস করে বেড়াই।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৮
বিষাদ সময় বলেছেন: আমাদের স্বদেশ প্রেমের চেয়ে বিদেশ বিদ্বেষ অনেক বেশি। সমস্যাটা এখানেই।
ভারত বংশোদ্ভুত আরেকজন-
CEO of OpenAI- Mira Murati