নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আমাদের সকল উৎসবে শোভাযাত্রা থাকে, তাই, আসুন এই ইদ/ঈদের সময় একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করি। ব্লগার শাহ আজিজ ভাইয়ের আইডিয়াটিকে আসুন সবাই মিলে উৎসবে পরিণত করি।
আপনাদের মতামত আমাদের উৎসাহ দিবে।
২| ০১ লা এপ্রিল, ২০২৪ ভোর ৬:৫১
শায়মা বলেছেন: ঈদ শোভাযাত্রা কেমন হবে? সবাই কি ঈদের জামা পরে, ঈদ ফেস্টুন নিয়ে দল বেঁধে হাঁটবে? শোভাযাত্রা শেষে সবাই মিলে সেমাই ফিরনী জরদা পোলাও খাবে?
৩| ০১ লা এপ্রিল, ২০২৪ সকাল ৭:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই ধরনের ঈদ শোভাযাত্রা পুরাতন ঢাকায় অনেক আগে থেকেই নাকি ছিল ।
সে যাই হোক নতুন করে যদি এটা শুরু করা হয় এবং জাঁকজমকপূর্ণভাবে শুরু করা হয় আমার মনে হয় সেটা খুব ভালো একটা ব্যাপার হবে।
৪| ০১ লা এপ্রিল, ২০২৪ সকাল ৭:৪৫
হাসান কালবৈশাখী বলেছেন:
একটি বড় মাপের ঈদ শোভাযাত্রা অবস্যই হওয়া উচিত।
শুধু পাঁঠা মিছিল নয়, নারী পুরুষ নির্বিশেষে পরিবারবর্গ সহ সবাই যদি অংশগ্রহন করে, সেটাই হবে প্রকৃত ঈদ শোভাযাত্রা।
সবাই নতুন ঈদের জামা পরে, ঈদ ফেস্টুন নিয়ে দল বেঁধে ঈদের বাজনা সহ।
চকলেট ছিটাতে পারলে আরো ভালো।
৫| ০১ লা এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: পহেলা বৈশাখের মতো একটা শোভাযাত্রা করলে ভালোই হবে। তবে কে কীভাবে শুরু করবে সেটাই বড় প্রশ্ন।
৬| ০১ লা এপ্রিল, ২০২৪ সকাল ১০:০২
শূন্য সারমর্ম বলেছেন:
শোভাযাত্রা শুধুমাত্র ব্লগারদের জন্য নাকি?
৭| ০১ লা এপ্রিল, ২০২৪ সকাল ১১:১৮
আলমগীর সরকার লিটন বলেছেন: দুটা মিলে, চলো
একাকার হয়ে যাই-
সময় থাকতে ভাই!
৮| ০১ লা এপ্রিল, ২০২৪ সকাল ১১:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: 'আমরা ঢাকাবাসী' নামে একটা সংঘটন অনেক বছর ধরেই ঈদ শোভাযাত্রা করত। এখন মনে হয় করে না...
৯| ০১ লা এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৭
শাহ আজিজ বলেছেন: লুঙ্গি - পাঞ্জাবি , পাজামা , শাড়ি ( গ্রাম্য এবং শহুরে ধারার ), মেহেদি মাখা হাত , শিশুদের অফুরন্ত সাজ গোঁজ নিয়ে অপরাজেয় বাংলা থেকে ঢাক বাদ্য সহকারে মিছিল দোয়েল চত্বর ঘুরে শহিদ মিনার হয়ে ছাত্র শিক্ষক কেন্দ্রে শেষ হবে । ১০টি বিখ্যাত বাংলাদেশ পোশাক ব্র্যান্ড এটার পোশাক আসাক আর খরচ বহন করবে । পিছনে থাকবে সাজ গোঁজ করা শতাধিক রিকশা ।
আরও আইডিয়া চাই ।
১০| ০১ লা এপ্রিল, ২০২৪ দুপুর ২:৫৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি একজন ইসলামী মৌলবাদী। আমি ইসলামের মূলের উপর থাকতে চাই। আমি বিশ্বাস করি সেই ১৪০০ বছর আগে আল্লাহ তার রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদের কাছে যে দ্বীন পৌছেছেন, সেটা যথার্থ এবং পরিপূর্ণ। এর মধ্যে যোগ করবার মত কিছুই নেই।
ইসলামে এমন শোভাযাত্রা যেহেতু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় ছিলো না, তার পরবর্তি খোলাফায় রাশেদিনের সময় ছিলো না, তাবে-তাবেঈনদের সময় ছিলো না, আমি এই শোভাযাত্রার পক্ষে না, বরং ঘোর বিপক্ষে।
এতে করে ইসলামের বড় কিছু ক্ষতি হবে।
< ইসলামে নারী-পুরুষকে অবাধে মেলামেশার সুযোগ দেওয়া হয়নি। কিন্তু এমন একটা শোভাযাত্রায় সেটা হবে।
< আজকে কেউ হয়ত ছোট করে করবে, এক সময় এটাই এমন ভাবে প্রতিষ্ঠিত হবে যেন এটা ইসলামেরই অংশ। কিন্তু সেটা হবে ইসলামের নামে মিথ্যাচার।
< যারা পর্দার সপক্ষে থেকে অন্য এমন শোভাযাত্রায় যোগ না দিতো, তারাও এক সময় এই শোভাযাত্রার নাম করে অন্য কিছুতে যোগ দিবে।
< ইসলামে হারাম করা গান বাজনাও এতে যোগ হবে।
< কে জানে, এক সময় হয়ত কোন প্রাণীর মুর্তি নিয়েও শোভাযাত্রা শুরু হয়ে যাবে।
এগুলি প্রত্যেকটা ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলামে নতুন কিছু যোগ করার অধিকার আমাদের নেই, এই কাজ নিষিদ্ধ। আপনাকে অনুরোধ করবো এই ধরণের উদ্যোগ না নিতে। ইসলামের বিপরিত কোন কিছু কেউ যোগ করলে, আর কেউ তা ফলো করলে পরবর্তিতে সেই খারাপ কাজের বোঝা কিন্তু প্রথম যে শুরু করলো তার উপরেও কিছু কিছু করে বর্তায়। এই সুযোগ কি নিবেন?
১১| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১১:৫৩
রাজীব নুর বলেছেন: ভালো হয়। সাথে আছি।
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০২৪ ভোর ৬:০০
সত্যপথিক শাইয়্যান বলেছেন: