নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ব্লগে ভালো কিছু লিখতে না পারলে, আমি চুপটি করে বসে থাকি

০২ রা জুন, ২০২৪ বিকাল ৪:৩০

হে শাইয়্যান, ভালো কিছু বলতে না পারলে চুপ থাকাই শ্রেয়। জিহবা'র অসঙ্গত ব্যবহার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। আধুনিক কালের জন্যে এমন করে কি বলা যায়- 'কি-বোর্ডে আঙ্গুলের অসংযত ব্যবহার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়'? একটা ঘটনা বলি।.

একবার কোন এক রাজপুত্রের সাথে এক দরবেশের দেখা হলো। রাজপুত্র দরবেশের কাছে উপদেশ চাইলে, তিনি বললেন- 'সর্বদা চুপ করে থাকবে।' প্রাসাদে ফিরে রাজপুত্র সবার সাথে কথা বন্ধ করে দিলেন। সবাই ভাবলো রাজপুত্র বুঝি পাগল হয়ে গেছে। তাঁর এই অবস্থা দেখে বাবা, সেই রাজ্যের রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন। একমাত্র পুত্রের এমন অবস্থা হলে তো বড় চিন্তার কথা।

রাজার উজির-নাজিররা পরামর্শ দিলেন যে রাজপুত্রকে যদি পাখী শিকারে নিয়ে যাওয়া হয়, তাহলে তিনি হয়তো কথা বলতে বাধ্য হবেন। রাজা শিকারের আয়োজন করতে বললেন। যথা দিনে সবাই শিকারে রওনা হলেন।

গাছের নিচে ঘাপটি মেরে পাখী খুঁজতে খুঁজতে চলছে রাজার বাহিনী। তাঁদের পায়ের আওয়াজে পাতার আড়ালে লুকিয়ে থাকা পাখীগুলো হঠাৎ কিচির-মিচির শব্দ করে উড়ে যেতেই রাজার সৈন্যরা ধনুকে তীর লাগিয়ে ছুড়তে থাকে। তীর খেয়ে অনেক পাখী ধরাশায়ী হয়।

তা দেখে এতক্ষণ সবকিছু পর্যবেক্ষণ করতে থাকা রাজপুত্র বলে উঠলেন- 'যতক্ষণ পাখীগুলো চুপটি করে ছিলো, তারা নিরাপদে ছিলো। মুখ খুলতেই দেখো তারা কেমন নিজের বিপদ ডেকে এনেছে।'

এবারে সবাই বুঝলো যে আসলে রাজপুত্র পাগল হয়ে যায়নি, তাঁকে কেউ বুঝিয়েছে চুপ করে থাকাই শ্রেয়। কথাটা রাজার কানে যেতেই তিনি বললেন যে করেই হোক পুত্রকে কথা বলাতে হবে।

সবাই মিলে এবারে রাজপুত্রকে পিটাতে লাগলো। অনেকক্ষণ ধরে মার খেয়ে রাজপুত্র নিজেকে নিজেই বললেন- 'হে মন, বনে মাত্র একবার কথা বলেছিলে বলে আজ তোমার এই অবস্থা। তুমি যদি বেশি কথা বলতে না জানি তোমার অবস্থা কি হতো!'

যে যত নিশ্চুপ থাকে, কম কথা বলে সে তত বিপদ থেকে নিরাপদ। ভালো কথা বলা নিশ্চুপ থাকার থেকে শ্রেয়, আর নিশ্চুপ থাকা খারাপ কোন কিছু বলার থেকে ভালো।

প্রিয় শাইয়্যান,
আধুনিক কালে ব্লগ আমাদের কথা বলা, চিন্তা-ভাবনা প্রকাশ করার মাধ্যম। অনেককেই বলতে শুনেছি, ব্লগ এবং ফেসবুকের মধ্যে পার্থক্য অনেক ব্লগাররাই বুঝেন না। যাচ্ছে-তাই লিখে পোস্ট করে বসেন। আবার, খুব কম সংখ্যক ব্লগারই যথোপযুক্ত কমেন্ট করতে পারেন। তাই, অনেকেই হয় মন্তব্যের উত্তর দেন না, নাহয় স্কিপ করে যান। এমন হতে পারে যে, তাঁরা উপরের বর্ণিত নীতি অবলম্বন করেন।

সেজন্যেই, জ্ঞানীরা বলেছেন, চিন্তা করে কথা বলুন, লিখু্ন, মন্তব্য করুন। যদি এমন না করতে পারেন, নিশ্চুপ থাকুন। তা আপনাকে সাফল্য লাভে সহায়তা করবে, এটা নিশ্চিৎ করে বলা যায়।



ছবিকারঃ মুহাম্মদ আখলাকুর রহমান

মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২৪ বিকাল ৫:৩৪

মেঠোপথ২৩ বলেছেন: চুপ করে থাকতে পারলে অনেক সমস্যার সমাধান হয়। তবে সবসময় কি আর তা পারা যায় !

০৭ ই জুন, ২০২৪ দুপুর ২:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


চুপ করে থাকা জানলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়।

ধন্যবাদ।

২| ০২ রা জুন, ২০২৪ বিকাল ৫:৫৮

আরেফিন৩৩৬ বলেছেন: আপনার আলোচনাটি অর্থবহ। শুভ কামনা রইলো।

০৭ ই জুন, ২০২৪ দুপুর ২:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ০২ রা জুন, ২০২৪ সন্ধ্যা ৬:০৯

শায়মা বলেছেন: চুপ থাকার কথা বলে নিজেই এত কথা বললে ভাইয়ু!!!!!!! :P


এই বার বিপদ আসলো বলে ....... #:-S

০৭ ই জুন, ২০২৪ দুপুর ২:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি কি কোন খারাপ কথা বলেছি?

ধন্যবাদ নিরন্তর।

৪| ০২ রা জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

কামাল১৮ বলেছেন: অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই হবে।চুপকরে থাকা মানে অন্যায়কে সমর্থন করা।

০৭ ই জুন, ২০২৪ দুপুর ২:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটা ভালো একটি কাজ।

ধন্যবাদ।

৫| ০২ রা জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯

নয়ন বড়ুয়া বলেছেন: আমি আবার চুপ মেরে বসে থাকি না। কিছু লিখতে না পারলেও, মন্তব্য করি অন্তত...

০৭ ই জুন, ২০২৪ দুপুর ২:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভালো মন্তব্য করুন।

ধন্যবাদ নিরন্তর।

৬| ০২ রা জুন, ২০২৪ রাত ৮:০৭

গেঁয়ো ভূত বলেছেন: আপনার কথাগুলো মনে ধরেছে, বলতে পারেন আমার ব্যাক্তিগত আদর্শের সাথে বেশ মিল আছে লিখাটিতে।

০৭ ই জুন, ২০২৪ দুপুর ২:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


চুপ করে থাকাটা একটি শিল্প।

শুভেচ্ছা।

৭| ০২ রা জুন, ২০২৪ রাত ৯:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- চমৎকার লিখেছেন।
- 'যতক্ষণ পাখীগুলো চুপটি করে ছিলো, তারা নিরাপদে ছিলো। মুখ খুলতেই দেখো তারা কেমন নিজের বিপদ ডেকে এনেছে।'

০৭ ই জুন, ২০২৪ দুপুর ২:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভালো কথা বলাটা একটি গুণ। এই গুণ সবার থাকে না।

ধন্যবাদ নিরন্তর।

৮| ০৭ ই জুন, ২০২৪ বিকাল ৩:২৯

বাউন্ডেলে বলেছেন: ছোট (বালক বয়ষে) বেলায় গ্রামের বাড়ী থেকে বের হওয়ার সময়, দাদীমা পই পই করে বলতো কারো কথার উপড় কথা বলবি না। চুপ করে থাকবি। এ কারনে আমি বাইরে কথা বলতাম না বললেই চলে। খেলার সাথীরা আমার এ আচরনকে স্বাভাবিক বলেই মনে করতো। আমি একটু নাদুস-নুদুষ হওয়াতে গাছ উঠতে কষ্ট হওয়ার কারনে আমার এক চাচাতো বোন (খুবই সুন্দরী) গাছ থেকে আম,জাম,পেয়ারা পেড়ে খাওয়াতো।
তো, একদিন গোধুলি লগ্নে সে আমাকে বললো - তুই আমাকে পছন্দ করিস ? আমি মাথা নাড়লাম (হুম) । তাহলে বল- তুই আমাকে ভালোবাসিস। বল। বল “আই লাভ ইউ” । আমি যে ভাবে বললাম। আমি বললাম “হুম” । সে নাছোর বান্দা-তোকে বলতেই হবে। তুইতো বোবা না।
আমি এবার মুখ খুললাম- ঠিক আছে দাদীমা যদি বলতে বলে, তাহলে কালকে তোকে বলবো। এ কথা বলতেই বালিকা কেঁদেকেটে একাকার
“ আমাকে এটা বলতেও তোর দাদীর অর্ডার লাগবে ? এতদিন দুধ-কলা (আম-জাম-লিচু-পেয়ারা) দিয়ে সাপ পুষছি,তাহলে। হায়রে কপাল, আমার জীবনের প্রথম পছন্দ “সাপ” !
অবস্থা বেগতিক। আমি তাকে বললাম- দাড়া কিছুক্ষন, আমি আসছি বলেই ঝেড়ে দৌড় বাড়ীর দিকে। দাদীমাকে আদ্য-পান্ত বলতেই খুলে বলতেই - দাদীমা অনুমতি দিলো, ঠিক আচে বলে আয়।
পরের দিন কাক ডাকা ভোরেই দাদীমা গরুর গাড়িতেে আমাকে নিয়ে শহরের দিকে রওয়ানা হইলেন (যেখানে আমার বাবা-মা,ভাই-বোনরা থাকেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.