নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ছোটবেলায় ফিরে গিয়ে সোমবারের \'বুকি - আঁকি\'

১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২৭



সেই ২০১২ সালে, ইংল্যান্ডের একটি প্রতিষ্ঠান 'চেঞ্জ - ইউ,কে' আমাকে শিখিয়েছিলো, সব সময়ে কাজের মধ্যে ডুবে থাকা যাবে না। এমন করলে নিজের মাঝে লুকিয়ে থাকা শৈল্পিক সত্ত্বাটি মরে যাবে। তাহলে, কি করা যায়? আমাদেরকে সেই শৈল্পিক সত্ত্বাকে সুযোগ দিতে হবে!

এই শৈল্পিক সত্ত্বাকে সুযোগ দিতে হলে, মাঝে মাঝে এমনকি শিশু হয়ে যেতে হয়! কিন্তু, সমস্যা হচ্ছে, বুড়ো দাদুরা কিভাবে শিশু হবেন! বয়সের রাশভারিতা এখানে বাঁধা হয়ে দাঁড়ায় যে!

আমি শিশু হওয়ার একটা উপায় বের করেছি। সেগুলোর একটা হচ্ছে - 'শিশুতোষ' ছড়া পড়া, আঁকি - বুকি করা। শিশু হতে গিয়ে দিনের একটা সময়ে নিজের রাশভারিতাকে পাঁশ কাটিয়ে আমি মনের সুখে এঁকে যাই! আমার তা 'কুব কুব বালো' লাগে!!!! :)

এভাবেই, গতকাল পেন্সিল হাতে নিয়ে এঁকে ফেলেছি ডঃ স্যুসের ছড়ার বইয়ের প্রচ্ছদ!!!

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:২৫

নজসু বলেছেন:



চেঞ্জ ইউ কে-এর কথাটা দারুণ।
শৈল্পিক সত্ত্বাকে সুযোগ দিতে হলে মাঝে মাঝে শিশুর মতো হতে হবে এটাও পছন্দ হলো।
আপনাকে ধন্যবাদ।
আপনার প্রচ্ছদটি কুবই বালো হয়েছে। B-)

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমাদের সবার মধ্যেই একজন 'শিশু' লুকিয়ে আছে।

আর, লুকিয়ে রয়েছে একজন শিল্পী।

ধন্যবাদ নিরন্তর।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: ছোট একটা পোষ্ট কিন্তু গভীরতা অনেক।

কাজের বাইরে গিয়ে যার যেটা ভালো লাগে তার সেটা করা উচিৎ।
আমি বই পড়ি আর মুভি দেখি।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



বই পড়া, মুভি দেখা, অবশ্যই নিজেকে সময় দেয়।

তবে, নিজের মাঝে 'শিল্পী'-কে আরো ধারালো হওয়ার সুযোগ করে দেওয়া, তাঁকে চর্চার করার সুযোগ করে দেওয়া, আরো ভালো কাজ। :)

ধন্যবাদ নিরন্তর।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আঁকি বুঁকি সুন্দর হয়েছে। আমার ছোট ছেলে তামীম এত ভালো আঁকতো কোনো প্রশিক্ষণ ছাড়া। এখন মোবাইলে মজে থাকে। আঁকার কথা ভুলেই গেছে। ওর আঁকা এখানেও পোস্ট দিয়েছিলাম। তামীমে আঁকা ছবি

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ।

তামীম অনেক প্রতিভাবান শিল্পী। তার শৈল্পিক স্বত্বা আরো বিকশিত হোক। এই দোয়া করছি।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.