![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
সেই ২০১২ সালে, ইংল্যান্ডের একটি প্রতিষ্ঠান 'চেঞ্জ - ইউ,কে' আমাকে শিখিয়েছিলো, সব সময়ে কাজের মধ্যে ডুবে থাকা যাবে না। এমন করলে নিজের মাঝে লুকিয়ে থাকা শৈল্পিক সত্ত্বাটি মরে যাবে। তাহলে, কি করা যায়? আমাদেরকে সেই শৈল্পিক সত্ত্বাকে সুযোগ দিতে হবে!
এই শৈল্পিক সত্ত্বাকে সুযোগ দিতে হলে, মাঝে মাঝে এমনকি শিশু হয়ে যেতে হয়! কিন্তু, সমস্যা হচ্ছে, বুড়ো দাদুরা কিভাবে শিশু হবেন! বয়সের রাশভারিতা এখানে বাঁধা হয়ে দাঁড়ায় যে!
আমি শিশু হওয়ার একটা উপায় বের করেছি। সেগুলোর একটা হচ্ছে - 'শিশুতোষ' ছড়া পড়া, আঁকি - বুকি করা। শিশু হতে গিয়ে দিনের একটা সময়ে নিজের রাশভারিতাকে পাঁশ কাটিয়ে আমি মনের সুখে এঁকে যাই! আমার তা 'কুব কুব বালো' লাগে!!!!
এভাবেই, গতকাল পেন্সিল হাতে নিয়ে এঁকে ফেলেছি ডঃ স্যুসের ছড়ার বইয়ের প্রচ্ছদ!!!
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:২৫
নজসু বলেছেন:
চেঞ্জ ইউ কে-এর কথাটা দারুণ।
শৈল্পিক সত্ত্বাকে সুযোগ দিতে হলে মাঝে মাঝে শিশুর মতো হতে হবে এটাও পছন্দ হলো।
আপনাকে ধন্যবাদ।
আপনার প্রচ্ছদটি কুবই বালো হয়েছে।