![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আমি সিংহ রাশির জাতক। যদিও, রাশিমালায় আমার একদম বিশ্বাস নেই, কিন্তু সিঙ্ঘ চাচুকে আমি সেই ছোটবেলা থেকে পছন্দ করি। ছোট্ট খুকি সোহানাও খুব পছন্দ করে! এই পছন্দ করা - করি নিয়ে সোহানার সাথে আমার সেই কবে থেকে কম্পিটিশন! আজ যেমন তার সাথে কম্পিটিশন ছিলো কে সিংহ চাঁচুকে সুন্দর করে আঁকতে পারে।
এতে কে প্রথম হলো, তা নিয়েও আঁকার পরে একটা দরবার হওয়ার কথা ছিলো, তবে, খুকির মা ব্যাগ গোছানোয় মন দেওয়ায়, জানা হলো না কে ১ম হলো। এই নিয়ে একটু মনে খানিকটা কষ্ট।
তা দেখে, দূরে নৌকায় বসে থাকা মাঝি কুদ্দুস আর সুয্যি মামা'স সে কি হাঁসি!!!!
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ।
রূপকথার গল্প তো, তাই এমন ছবি!
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৮
রাজীব নুর বলেছেন: ছবিটা সুন্দর হয়েছে। নদীর পাড়ে সিংহ বসে আছে। এক বাচ্চা সিংহের জন্য ফুল নিয়ে যাচ্ছে।
নদীতে নৌকা দেখা যাচ্ছে। নৌকায় পাল আছে। যদিও শীতকাল কিন্তু সূর্য তার আলো বিলিয়ে দিচ্ছে। একঝাক পাখি উড়ে যাচ্ছে। সিংহের পেছনে বেশ বড় একটা গাছ। সব কিছু মিলিয়ে ছবিটা সুন্দর।