![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করছেন। তাঁরা বাংলাদেশের ভোটারদের নিয়ে বিশ্লেষণ করেছেন, আশা করি। ছাত্রদের নতুন দলকে পুরনো রাজনৈতিক দলগুলোর মতো জনগণের কাছে পৌছাতে সময় দিতে হবে।
তাঁরা কি বাংলাদেশের 'চা' খেয়ে ভোট বিক্রি করে দেওয়া জনগণ সম্পর্কে ওয়াকিবহাল? আমাদের দেশের আরেক দল ভোটার আছেন যাদেরকে ভোটের সময়ে ভয় দেখিয়ে ভোট নেওয়া হয়। তাঁদের সম্পর্কে ছাত্ররা জানেন কি? আমাদের ভোটারদের একটি দল আছেন যারা পারিবারিক ঐতিহ্য দেখে ভোট দেন। এঁদের কথা ছাত্ররা জানেন কি? বেশ কিছু ভোটার আছেন যারা মার্কা দেখে ভোট দেন, এই ভোটারদের ছাত্ররা টানতে পারবেন কি?
বাংলাদেশের দরিদ্র ভোটারের সংখ্যা প্রায় ৪০%। এই ভোটারদের নিয়ন্ত্রণ করেন গাঁয়ের মোড়লরা। এই মোড়লদের মনোপলি ছাত্রদের ভাঙতে হবে। দলবাজ নেতাদের রাজনৈতিক ভাবে বুঝিয়ে নিষ্ক্রিয় করতে হবে।
এজন্যে, ছাত্রদের দলকে প্রথমে বিভাগীয় পর্যায়ে, তারপরে ক্রমশ নিচের দিকে দল গঠন করার কালচার থেকে বেরিয়ে আগে গ্রাম পর্যায়ে, তারপরে, ইউনিয়ন পর্যায়ে, তারপরে থানা পর্যায়ে, তারপরে বিভাগীয় জেলা পর্যায়ে দল গঠন করতে হবে। ট্র্যাডিশনাল দলগুলো থেকে ভিন্ন ভাবে চিন্তা করতে হবে।
তবেই সম্ভব, বাংলাদেশে একটি সঠিক পরিবর্তন নিয়ে আসা। আশা করি, আমাদের তরুণ নেতৃত্ব এগুলো ভেবে দেখবেন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৪:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ত্রিভুজ নামের একজন ব্লগার অনেক আগে সামুতে সক্রিয় ছিলেন।
শুভেচ্ছা নিরন্তর।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:২৬
সৈয়দ কুতুব বলেছেন: তরুণদের জন্য শুভকামনা তবে অনার্স পাশের আগে কাউকে সদস্য পদ না দিলে ভালো হয়। পড়াশোনার দরকার আছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৪:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এটা নিয়ে চিন্তা করা যায়। তবে, আমি এখনো একমত নই।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৩৪
বাকপ্রবাস বলেছেন: আমাদের ভোট কেনাবেচা হয়, আমাদের জোট কেনাবেচা হয়, সব জেনে বুঝে ছাত্রদেরই হাল ধরতে হবে, তারাই পারবে, আবার তারাও কেনাবেচা হবে সেটাও স্বাভাবিক, এতোকিছুর পরও হাসিনাকে পালাতে হয়েছে, দেশের রাজনীতিও পাল্টাবে বলে আশা রাখি
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৪:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
রাজনীতি বদলাবে যখন আমাদের দেশের মানুষ নিজেদের বদলানোর চেষ্টা করবে।
শুভেচ্ছা নিরন্তর।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই সব দল সুপার ফ্লপ মারিবে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক বাঙ্গালী ভোটারের স্বভাব ভালো না।
ধন্যবাদ।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:১৭
কামাল১৮ বলেছেন: তাদেরতো দল আছেই।আবার নতুন দল কেন? জামাত শিবির তাদের দল।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দল কোন বড় বিষয় নয়, যদি ব্যক্তি ভালো থাকে।
ন্যাপের অনেক নেতা বাংলাদেশকে ডুবিয়েছে, দূর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে।
কিন্তু, ভাসানী নিজেকে তাদের থেকে দূরে ছিলেন।
ধন্যবাদ।
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৫০
রাজীব নুর বলেছেন: এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার অতীত রাজনৈতিক ক্যারিয়ার শিক্ষা দিয়েছেন - "বাঙ্গালী ভোটার থেকে দূর থাকো।''
ধন্যবাদ নিরন্তর।
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০১
এ পথের পথিক বলেছেন: নির্বাচনের মাঠে আইকনিক ব্যক্তি অনেক গুরুত্তপুর্ন । যেমন বিএনপি জিয়া, আম্লিক মুজিব কে নিয়ে রাজনীতি করে । বর্তমানে খালেদা এবং হাসু । এসব ব্যক্তি এবং মার্কা দেখে দেশের মেজরিটি পার্সন ভোট দেয় । ছাত্রদের দলে এমন কোন আইকনিক ব্যক্তি নেই যাকে দেখিয়ে দল পরিচিতি পাবে । গ্রামে স্মি দেখেছি অনেক ব্যক্তি মার্কা চিনে এবং দেশ ক্ষমতায় দেখতে চায় এভাবে মজিবরের দল/হাসিনার দল বা জিয়ার দল/খালেদার দল । জানিনা ছাত্ররা এভাবে পরিচিত করাতে পারবেন কি না । যদিও তারা মনে করে এভাবে পরিচিতির দরকার নাই ।
আর আমার খেলাফতের কথা মেজরিটি মানুষ জানে না সুফল সম্পর্কে । অজানাই থেকে গেল সবার কাছে ।
ভাল লিখেছেন ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ।
বাংলাদেশে ভোটের রাজনীতি করতে হলে মাঠ পর্যায়ে যেতে হবে।
আপনি কি খেলফত মজলিস দলের কথা বলছেন?
শুভেচ্ছা।
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১৭
এ পথের পথিক বলেছেন: না সে দলের কথা বলিনি । তারা দলের ভাল নাম দিয়েছে কিন্তু গণতন্ত্রের গোলামী করে ।
আমি ইসলামি খেলাফতের কথা বলেছি । যেটা প্রতিষ্ঠিত ছিল রাসুল সাঃ, সাহাবা আজমাইন রাঃ এবং পরবর্তী সময়ে ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ইসলামি খেলাফত দলের নাম শুনি নাই।
খেলাফত আন্দোলন দল? নাকি, চরমোনাই সাহেবের ইসলামী শাসনতন্ত্র দলের কথা বলছেন?
ধন্যবাদ।
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৭
এ পথের পথিক বলেছেন: এইটা দল হতে যাবে কেন । ইসলামী শাসন কে বুঝিয়েছি ভাই ।
ইসলামি খেলাফত সম্পর্কে জানতে পড়ুনঃ
ইসলামী খেলাফত : একটি পর্যালোচনা
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পড়লাম। যিনি লিখেছেন, তিনি অনেক ভুল সূত্র থেকে লিখেছেন।
ফলে, লেখাটিতে ত্রুটি আছে।
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৬
এ পথের পথিক বলেছেন: ভুল গুলো যদি উল্লেখ করতেন ।
যাইহোক এটুকু তো বুঝতে পেরেছেন আমি কোন খেলাফতের কথা বলেছি ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
না, বুঝতে পারি নাই।
আমার কাছে মুসলিমদের সব দলকে এক মনে হয়।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:২০
কামালপাশা২য় বলেছেন:
শিবির ( ১৯৭১ সালের ইসলামিক ছাত্র সংঘ ) রাজাকার ও আলবদর বাহিনীর মিলিশিয়া হয়ে ১৯৭১ সালে জাতির বিপক্ষে যুদ্ধ করেছে; আজকে তারা কিসের রাজনৈতিক দল গঠন করছে?