নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

বড় হয়ে মেয়েটি ডাক্তার হতে চায়

২১ শে জুন, ২০২৫ বিকাল ৪:৪৭



কয়েক বছর আগের কথা। একটি আর্ট স্কুল খুলবো বলে ঠিক করেছিলাম। খুব সাধারণ একটি আইডিয়া। দেশের যত শহীদ মিনার আছে, সেগুলোতে প্রতি শুক্রবার ছিন্নমূল, পথশিশুরা আসবে। আমি তাদেরকে ড্রয়িং করা শিখাবো। কিন্তু, সমস্যা হচ্ছে- আমি ড্রয়িং বা পেইন্টিং করা পারি না। ছোটবেলায় এই বিষয়টায় ক্লাসের সবচেয়ে কম নাম্বার আমার ভাগ্যে জুটতো।

যাই হোক, ড্রয়িং শিখানোর অনেক উপায় আছে। আমি শিক্ষক না হলেও চলবে। কিন্তু, শিক্ষার্থী পাবো কই! পথশিশুরা তো 'কামাই' করতে ব্যস্ত। তাই, চলে গেলাম পাশের এলাকার মাঠে। খুঁজে বের করলাম দুটি পথশিশুকে। একটি ১০/১২ বছরের মেয়ে, আরেকজন ৬/৭ বছরের ছেলে।

ঐ মাঠের শহীদ মিনারটি ময়লা। মানুষ সেন্ডেল-জুতা পড়েই সেটার উপর উঠছে। আমার সাথে বাচ্চাগুলোও সেখানে প্রথমে তাদের পায়ের স্যান্ডেল পড়েই শহীদ মিনারে উঠেছিলো। আমাকে মিনারের নিচে জুতা খুলে সেই ময়লায় বসতে দেখে, তারাও জুতাগুলো বাইরে রাখলো। এবারে, শুরু হলো গল্প। কার কি নাম, বয়স কত, কে কি করে।

কথায় কথায় হঠাৎ মেয়েটিকে জিজ্ঞাসা করলাম- আচ্ছা বলো তো, বড় হয়ে তুমি কি হবে? তার সংক্ষিপ্ত উত্তর- 'ডাক্তার'। আমি একটু অবাক হলাম। একটু আগেই মেয়েটিকে দেওয়া কেকের প্যাকেটে কি লেখা পড়তে বলেছিলাম, মেয়েটি বলতে পারেনি। জিজ্ঞাসা করলাম- ''তুমি কেন ডাক্তার হতে চাও?'' মেয়েটি উত্তর দিলো- ''মানুষের সেবা করবার চাই। মা-রে ফ্রিতে চিকিৎসা করবার চাই।''

আমি মেয়েটিকে বললাম- তুমি একজন ডাক্তারের ছবি আঁকতে পারবে? সে এবারে বেশ উজ্জ্বল হেসে বললো- পারুম। আমি তার হাতে রং পেন্সিল আর অঙ্কনের একটি বড় সাদা ক্যানভাস তুলে দিয়ে বললাম- নিজের ইচ্ছা মতো যা মন চায় আঁকো, মা। আমি শুধু একজন ডাক্তারের ছবি দেখতে চাই।

মেয়েটি সাথে সাথে আঁকতে বসে গেলো। ঐ ময়লা শহীদ মিনারেই। তার চোখেমুখে এখন আলোর ঘন-ঘটা। সে তার আঁকা শেষ করতে পেরেছিল কি না জানি না, আমি তাকে ঐ মগ্ন অবস্থাতেই রেখে চুপে চুপে রাস্তায় নেমে গেলাম। গলায় তখন সেই চিরচেনা গান-

মাথায় পরেছি সাদা ক্যাপ,
হাতে আছে অচেনা, এক শহরের ম্যাপ!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২৫ বিকাল ৫:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো উদ্যোগ। আল্লাহ ইহাতে রহমত এবং বরকত দান করুন।

২৫ শে জুন, ২০২৫ রাত ৯:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ।

২| ২২ শে জুন, ২০২৫ রাত ১:৫৬

এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার ভাবনা ।

৩| ২৩ শে জুন, ২০২৫ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: আপনাকে স্যলুট জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.