নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

যে পড়ে গেছে, তাকে যদি তুমি রেহাই না দাও, তুমি যখন পড়ে যাবে, তখন কে তোমার পাশে দাঁড়াবে?

২৫ শে জুন, ২০২৫ রাত ৮:৫৭

আমি সিরিয়ার দামেস্কের প্রধান মসজিদে নবী ইয়াহইয়া (আঃ)-এর কবরের পাশে গভীর প্রার্থনায় মগ্ন ছিলাম। এ সময় আরবদের একজন রাজা, অত্যাচারের জন্য সে কুখ্যাত ছিল, হঠাৎ করেই সেখানে দোওয়া চাওয়ার উদ্দেশ্যে উপস্থিত হলো। সে কবরের সামনে এসে প্রার্থনা করল এবং তার প্রয়োজন পূরণের জন্য দোয়া চাইলো।

এই দরজায় দরবেশ আর ধনী উভয়ই দাস হয়ে পড়ে থাকে,
এমনকি যিনি সবচেয়ে ধনী, তিনিই সবচেয়ে বেশি দরিদ্র।


এরপর রাজা আমাকে বলল:
— “দরবেশরা সততা ও একাগ্রতায় অটল, তাই তুমি তোমার মনকে আমার সঙ্গে যুক্ত করো। কারণ, আমি এক শক্তিশালী শত্রুর ভয় করছি।”

আমি বললাম:
— “তুমি বরং তোমার দুর্বল প্রজাদের প্রতি দয়া করো,
তাহলে সেই শক্তিশালী শত্রুর হাত থেকেও রক্ষা পাবে।”

বল শক্তি আর মুষ্টির জোর দিয়ে
একজন গরিবের পাঁচ আঙুল ভেঙে ফেলা পাপ।
যে পড়ে গেছে, তাকে যদি তুমি রেহাই না দাও,
তবে ভয় করো—তুমি পড়ে গেলে কেউ তোমার হাত ধরবে না।

যে খারাপ বীজ বোনে আর চায় ভালো ফল,
সে বৃথা কল্পনা করে নিজেকে প্রতারিত করে।

তোমার কানে তুলা গুঁজে রেখো না, প্রজাদের ন্যায্যতা দাও।
আর যদি তুমি তা না করো, তবে বিচার দিবস রয়েছে।

আদমের সন্তানরা একে অন্যের অঙ্গের মতো,
কারণ সবাই এক মূলে সৃষ্টি।
যখন সময়ের আঘাত এক অঙ্গে লাগে,
অন্য অঙ্গগুলোও নিশ্চুপ থাকতে পারে না।

যদি তুমি অন্যের কষ্টে সহানুভূতি বোধ না করো,
তাহলে তুমি 'মানুষ' নামে পরিচিত হবার যোগ্য নও।

======
শেখ সাদীর 'গুলিস্তান' থেকে কয়েকটি লাইন
===========================

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২৫ সকাল ৯:১৭

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর কথা সত্য ভাবনা কবি গায়ন দা ভাল থাকবেন

২৬ শে জুন, ২০২৫ সকাল ১১:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



শেখ সাদীর কথা। উনি অতুলনীয় ছিলেন।

ধন্যবাদ নিরন্তর।

২| ২৬ শে জুন, ২০২৫ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২৬ শে জুন, ২০২৫ সকাল ১১:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.