নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

মজলুমের আর্তনাদ আকাশ পর্যন্ত পৌঁছে যায়

২৭ শে জুন, ২০২৫ সকাল ১১:৪৫

বলা হয়ে থাকে, এক অত্যাচারী শাসক দরবেশদের কাছ থেকে জোর করে কাঠ কিনে নিত, তারপর তা ধনী লোকদের বিনামূল্যে বিলিয়ে দিত।
একদিন এক ধর্মপরায়ণ ব্যক্তি সেখানে দিয়ে যাচ্ছিলেন। তিনি এই অন্যায় দেখে বললেন:

‘তুমি যেন এক বিষাক্ত সাপ—যাকে দেখো, তাকেই দংশন করো,
বা এক পেঁচা—যেখানে বসো, সেখানেই ধ্বংস ডেকে আনো।
তোমার এই নিপীড়ন হয়তো মানুষের চোখে উপেক্ষিত,
কিন্তু সেই প্রভুর চোখ এড়িয়ে যাবে না—যিনি সব গোপন জানেন।
ভূপৃষ্ঠের মানুষের উপর অত্যাচার করো না,
কারণ তাদের প্রার্থনা আকাশে পৌঁছে যায়।’

এই কথা শুনে শাসক ক্রুদ্ধ হয়ে গেল। তিনি কিছুই বললেন না, কেবল সেই সাধুকে উপেক্ষা করলেন।

কিন্তু কিছুদিন পর এক রাতে তার রান্নাঘর থেকে আগুন লেগে গোটা কাঠের গুদাম পুড়ে ছাই হয়ে গেল। রাজসিক নরম বিছানা ছেড়ে তাকে উঠে দাঁড়াতে হলো গরম ছাইয়ের স্তূপে। ঠিক তখনই সেই ধর্মপরায়ণ ব্যক্তি আবার সে পথ দিয়ে যাচ্ছিলেন এবং শুনলেন, শাসক তার সঙ্গীদের বলছে:
— “জানি না কোথা থেকে আগুন এলো আমার ঘরে!”

সাধু তখন বললেন:
“এ আগুন এসেছে দরবেশদের হৃদয়ের ধোঁয়া থেকে।”

সতর্ক হও সেই ধোঁয়ার থেকে,
যা উঠে আসে হৃদয়ের গোপন ক্ষত থেকে।
যতক্ষণ সম্ভব, কোনো একটি হৃদয় উপড়ে ফেলো না—
কারণ, একটি দীর্ঘশ্বাসই ধ্বংস করতে পারে গোটা দুনিয়া।

কাইখসরু’র রাজমুকুটে খোদাই করা ছিল এই পঙ্‌ক্তি:

‘কত বছর, কত যুগ ধরে
মানুষ হেঁটেছে আমার মাথার উপর দিয়ে?
যেমন এক হাত থেকে আরেক হাতে এসেছিল এই রাজ্য,
তেমনি তা আবারও যাবে অন্য কারো হাতে।’

=====
শেখ সাদী, গুলিস্তাঁ
===========

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২৫ সকাল ১১:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আকাশে পৌছায় এটা সম্ভবত ঠিকই আছে।
কিন্তু আকাশ থেকে কোন প্রতিকার মূলক ব্যবস্থা তো নেয়া হয় না।

২৭ শে জুন, ২০২৫ বিকাল ৪:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আপনার ধারণার পক্ষে কোন প্রমাণ নেই।

২| ২৭ শে জুন, ২০২৫ সকাল ১১:৫৭

নতুন নকিব বলেছেন:



মজলুমের আর্তনাদ আকাশ পর্যন্ত পৌঁছে যায় - সঠিক।

২৭ শে জুন, ২০২৫ বিকাল ৪:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কখনো তাড়াতাড়ি, আবার কখনো খুব ধীরে, কিন্তু, সব সময়ই সময় মতো।

ধন্যবাদ।

৩| ২৭ শে জুন, ২০২৫ সকাল ১১:৫৭

কাঁউটাল বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আকাশে পৌছায় এটা সম্ভবত ঠিকই আছে।
কিন্তু আকাশ থেকে কোন প্রতিকার মূলক ব্যবস্থা তো নেয়া হয় না।


তবে, মবের ধাওয়া খেয়ে শেখ হাসিনা কিন্তু পালায়।

২৭ শে জুন, ২০২৫ বিকাল ৪:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি উনার কোন খবর পাই না।

৪| ২৭ শে জুন, ২০২৫ দুপুর ১২:০২

কাঁউটাল বলেছেন: আমার মনে হয়, শেখ হাসিনা যদি রোহিংগাদের জন্য বর্ডার না খুলত, তাইলে সম্ভবত জান নিয়ে পালাইতে পারত না। তার একটা মানবিক সিদ্ধান্ত তার এবং তার দলের অনেকের জীবন বাঁচিয়ে দিয়েছে।

অমানবিক "ডেঁপো মনি" তখন পররাষ্ট্রমন্ত্রী ছিল। সে এবং তার মত ভঁড়ৎের দালালরা বিষাক্ত সাপের মত কথা বলত। হাসিনা এই গ্রুপের কথাকে উপেক্ষা করে বর্ডার খুলে দিয়েছিল।

২৭ শে জুন, ২০২৫ বিকাল ৪:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিরা কেমন করে যেন কথা বলেন!!! দিলে আরাম পাই না!

৫| ২৭ শে জুন, ২০২৫ বিকাল ৩:১৩

নতুন নকিব বলেছেন:



@মোহাম্মদ সাজ্জাদ হোসেন,

আপনি বলেছেন, "মজলূমের দোআ আকাশে পৌঁছায় এটা সম্ভবত ঠিকই আছে। কিন্তু আকাশ থেকে কোন প্রতিকারমূলক ব্যবস্থা তো নেয়া হয় না।"
এই বক্তব্য কেবল বিশ্বাসহীনতার নয়, বরং বাস্তবতার প্রতিও একরকম অন্ধতা। আপনি যদি ইতিহাসের দিকে তাকান, দেখবেন — যত বড়ই শাসক হোক না কেন, মজলূমের কান্না আকাশে পৌঁছালে আকাশ নীরব থাকে না।

হাসিনার পতনের দিকেই তাকান — এক সময় যিনি নিজেকে অপ্রতিরোধ্য ভেবেছিলেন, আজ তিনি নিজ দল, নিজ প্রশাসন এমনকি নিজ দেশেই পরিণত হয়েছেন একজন অপ্রত্যাশিত ব্যক্তিতে। প্রতিরোধ, প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া — সবকিছুই একটি সময়ের পর দাঁড়িয়ে যায় আসমানী হুকুমের মুখোমুখি।

আপনারা যে অপশক্তিকে অন্ধ সমর্থন দিয়ে এসেছেন, সেই শক্তিই আজ আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ, জনগণের চোখে প্রতারক এবং বাস্তবে পরাজিত ও পলাতক। এটা কি নিছক কাকতালীয়? না, এটা সেই মজলূমের দোয়ারই ফল, যা আপনি অবিশ্বাস করেন — আর আমরা বিশ্বাস করি।

মজলূমের দোআ আকাশে পৌঁছে — এবং আকাশ থেকে নেমে আসে এমন শাস্তি ও শিক্ষা, যা আরশের মালিক নিজ হাতে নির্ধারণ করেন। সেই বিচার যে শুরু হয়ে গেছে, তা বুঝতে হলে চোখ খোলা রাখা জরুরি।

২৭ শে জুন, ২০২৫ বিকাল ৪:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




উনি ভুল বলেছেন। ধন্যবাদ।

৬| ২৮ শে জুন, ২০২৫ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: এর আগে আপনি রুমি পড়লেন।
তখন রুমি নিয়ে কিছু পোষ্ট দিয়েছেলেন।

এখন নিশ্চয়ই আপনি শেখ সাদী পড়ছেন??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.