![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
একজন ধার্মিক মানুষ স্বপ্নে দেখলেন—
একজন বাদশাহ স্বর্গে আছেন, আর একজন সাধক নরকে।
তিনি আশ্চর্য হয়ে জানতে চাইলেন,
—“এ কেমন ব্যাপার? আমি তো ভেবেছিলাম ঠিক উল্টো হওয়া উচিত!”
তখন তাকে বলা হলো—
—“সেই বাদশাহ দরবেশদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রাখতেন, তাই তাকে জান্নাত দেওয়া হয়েছে। আর সেই সাধক রাজাদের সান্নিধ্যে থেকে তাদের হীন স্বার্থে মেতে উঠেছিল, তাই সে নরকে পড়েছে।”
তোমার জোব্বা, তসবীহ আর পচা কাপড়েরই বা কী দাম?
যদি হৃদয় বাজে অভ্যাসে ডুবে থাকে!
পাপ থেকে দূরে থাকো, সৎ থাকো—
তাহলে আর পাতা দিয়ে তৈরি টুপি পরে সাধু সাজার প্রয়োজন হবে না।
=====
শেখ সাদী, গুলিস্তাঁ
===========
২৯ শে জুন, ২০২৫ দুপুর ২:৪০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পোশাক শুধু একটি আচ্ছাদন মাত্র, ভালো কাজ আমাদের পরিচয় বহন করে।
শুভেচ্ছা নিরন্তর।
২| ২৯ শে জুন, ২০২৫ বিকাল ৩:১৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
১ ঘণ্টায় ৩১৪ বার!!!
৩| ২৯ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:০৩
সুলাইমান হোসেন বলেছেন: সুন্দর একটি উপদেশ দিয়েছেন শাইয়্যান ভাই,চলার পথের মূল্যবান পাথেও রুপে গ্রহন করলাম আপনার উপদেশ।
২৯ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমিও শিক্ষা গ্রহণ করছি।
শুভেচ্ছা নিরন্তর।
৪| ২৯ শে জুন, ২০২৫ রাত ১০:৫৬
ইফতেখার ভূইয়া বলেছেন: বেশীর গভীর ও সত্য বচন। তবে বর্তমান সময়ে কিছুটা উল্টোও দেখা যায়। ধন্যবাদ।
৫| ৩০ শে জুন, ২০২৫ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: এজন্যই মুরুব্বীরা বলেছেন, মানুষের পরিচয় কর্মে।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০২৫ দুপুর ২:১৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো কাজই আমাদের পরিচয় বহন করে, পোশাক নয় -- যথাযথ।