![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
একজন মানুষ পাপের কারণে আল্লাহর অনুগ্রহ হারিয়েছিল। তবুও করুণার আলো এমনভাবে তার পথে উদ্ভাসিত হলো যে, তা তাকে ধর্মপরায়ণ লোকদের সান্নিধ্যে নিয়ে এলো। দরবেশদের সৎচরিত্রের দৃষ্টান্ত আর তাঁদের সান্নিধ্যের বরকতে তার চরিত্রের সকল দোষ, গুণে রূপান্তরিত হলো। সে কামনা-বাসনা থেকে বিরত থাকল।
কিন্তু যারা বিদ্বেষপরায়ণ, তাদের জিহ্বা তার বিরুদ্ধে দীর্ঘ হতে লাগল। তারা বলতে লাগল, তার চরিত্র আগের মতোই আছে; তার সাধুতা ও পরহেজগারি সবই ভান।
মনে রেখো:
ক্ষমা ও অনুতাপের মাধ্যমে আল্লাহর ক্রোধ থেকে রক্ষা পাওয়া যায়,
কিন্তু মানুষের জিহ্বার আঘাত থেকে রক্ষা পাওয়া যায় না।
সে এই নিন্দা সহ্য করতে না পেরে তরিকতের পীরের কাছে নালিশ করল। পীর কেঁদে বললেন—
“তুমি কি কখনো এই মহান অনুগ্রহের যথেষ্ট শোকর আদায় করতে পারবে যে,
তুমি বাস্তবে যা, তার চেয়ে মানুষ তোমাকে খারাপ ভাবছে?
কতদিন এই কথা বলবে—
‘হিংসুক আর বিদ্বেষীরা আমার দোষ খুঁজে বেড়ায়। কখনো তারা উঠে আমার রক্ত ঝরাতে চায়, কখনো বসে আমাকে গালমন্দ করে।’
মনে রেখো:
ভালো হওয়া আর মানুষ দ্বারা বদনাম হওয়া
এটি তার চেয়ে শ্রেয় যে, তুমি মন্দ হও আর লোকের প্রশংসা পাও।
আমার দিকে তাকাও। সমসাময়িকরা সসম্মানে আমাকে নিখুঁত মনে করে, অথচ আমি পুরোপুরি অযোগ্য।
যদি আমি আমার বলা কথাগুলোই কাজে পরিণত করতাম, তাহলে সৎচরিত্র আর পরহেজগার হয়ে যেতাম।
নিশ্চয়ই আমি আমার প্রতিবেশীদের চোখ থেকে আড়াল,
কিন্তু আল্লাহ আমার সকল গোপন ও প্রকাশ্য বিষয় জানেন।
দরজা লোকে বন্ধ করে রাখে,
যাতে কেউ আমার দোষ না ছড়ায়।
কিন্তু বন্ধ দরজা কী লাভ দেবে?
যিনি সর্বজ্ঞ,
তিনিই জানেন, আমি যা লুকাই বা যা প্রকাশ করি।
=====
শেখ সাদী, গুলিস্তাঁ
============
২৩ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার খুব প্রিয়।
২| ৩০ শে জুন, ২০২৫ সকাল ৯:৫৮
রাজীব নুর বলেছেন: বাস্তব কথা।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০২৫ রাত ১০:৫২
ইফতেখার ভূইয়া বলেছেন: বেশ গভীর কথাগুলো। শেখ সাদী-র একটি গল্প সম্ভবত ছোট বেলায় আমাদের পাঠ্য ছিলো, এরপর আর তার কোন লিখা পড়া হয়ে ওঠেনি। শেয়ার করার জন্য ধন্যবাদ।