নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

তর্ক করতে গিয়ে শহীদদের প্রতি আমাদের কর্তব্য আমরা যেন ভুলে না যাই

০২ রা জুলাই, ২০২৫ দুপুর ১২:৫৮

২০১৫ সাল। আমি দেশে ফিরে এসেছি। এক দিন বিকালে, হঠাৎ ইচ্ছা হলো প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবো। আমাদের বাসার কাছেই তাঁর কবর। বি,এন,পি আমলে তাঁর কবর এলাকাকে খুবই দৃষ্টি নন্দন একটি জায়গায় পরিণত করা হয়েছে। সবাই সেখানে 'বেড়াতে' যান। কিন্তু, জিয়ারত করেন না!

আমি লক্ষ্য করলাম, আগত সবাই সেই এলাকায় ঘুরে ফিরে বেড়াচ্ছেন। এমনকি কবরের উপর অনেককে বসে থাকতে দেখলাম। কিছু শিশু স্কেটিং করছে। আমি দাঁড়িয়ে ফাতেহা পাঠ করে দুরুদ শরীফ পড়লাম। তারপরে, হাত তুলে তাঁর মাগফিরাতের জন্যে দোওয়া করলাম। আমি লক্ষ্য করলাম, অনেকেই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন!

এই জুলাই মাসে, গত বছরের আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন। তাঁদের অনেকেই দেশের কথা চিন্তা করে পথে নেমে এসে অকাতরে মৃত্যুবরণ করেছেন। তাঁদের প্রতি, আমরা যারা এখনো জীবিত, তাঁদের অনেক দায়িত্ব। সেই দায়িত্বের একটি হচ্ছে- সেসব বীরদের রুহুর মাগফেরাতের জন্যে দোওয়া করা।

আসুন, আজ বিকালে সবাই ১ বার সুরা ফাতিহা, ৩ বার সূরা এখলাছ, এবং ১১ বার দূরুদ শরীফ পড়ে সকল শহীদদের জন্যে দোওয়া করি এবং বলি -

আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরী।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৪:২৭

ওমর খাইয়াম বলেছেন:



জিয়া শেখ ও তাজউদ্দিনকে হত্যা করায় আপনি জিয়ার উপর খুশী ছিলেন?

০৩ রা জুলাই, ২০২৫ রাত ১২:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি কি জিয়াউর রহমান সাহেবকে শেখ ও তাজউদ্দিন সাহেবদেরকে হত্যা করতে দেখেছেন?

বা, উনি কি আপনার কাছে এরকম কোন স্বীকারোক্তি দিয়েছেন?

আশা করি জানাবেন।

২| ০২ রা জুলাই, ২০২৫ রাত ৯:৪২

কামাল১৮ বলেছেন: নবীর কবর কয়বার জিয়ারত করেছেন।

০৩ রা জুলাই, ২০২৫ রাত ১২:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



করেছি। কয়েক বার।

আমার পোস্টের সাথে আপনার প্রশ্নের কোন সম্পর্ক খুঁজে পেলাম না!

৩| ০৩ রা জুলাই, ২০২৫ সকাল ৭:২২

কামাল১৮ বলেছেন: আরেকটু দুরে যান তাহলে সম্পর্ক খুঁজে পাবেন।

৪| ০৩ রা জুলাই, ২০২৫ সকাল ৭:২৪

কামাল১৮ বলেছেন: চোঁখ কখনো চোখকে দেখতে পায় না এই জন্য অন্যের সাহায্য লাগে।

৫| ০৩ রা জুলাই, ২০২৫ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: আপনার লেখাটি পড়লাম।
কবস্থানে যেতে আমার ভয় লাগে। বারবার মনে হয়, আমি মরে যাবো। আমাকে কবর দেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.