নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

তাহের সাহেবের জীবনে একটি অলৌকিক ঘটনা (সত্য কাহিনী)

০৬ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:২৭

আশুরার দিনের ঘটনা। তাহের সাহেবের পকেট খালি। মাত্র এই মাস থেকেই তাঁর চাকরী চলে গিয়েছে। সকালে ঘুম ভাঙ্গলো বেডরুমের ফ্যান বন্ধ হয়ে যাওয়ার পরে। গরমে হাঁসফাঁস করতে করতে হৃদরোগী তাহেরের ঘুম ভেঙ্গে যাওয়ার পরে তিনি বুঝতে পারলেন, কার্ডের ক্রেডিট ফুরিয়ে যাওয়ার ফলে ইলেকট্রিসিটি চলে গিয়েছে।

গরমে খুব তেষ্টা পেয়েছিলো। পানি খেতে গিয়ে হঠাৎ মন পড়লো, কাল রাতে থেকে ফিল্টার পানি লাইনের নল নষ্ট হয়ে যাওয়ায় তা থেকে বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে না। কি আর করা! একটা ডেকচিতে কলের পানি নিয়ে চুলা জ্বালতে গেলেন। গিয়ে দেখেন গ্যাস নেই!

এখন কি করবেন তাহের সাহেব? পকেটে হাত দিয়ে দেখেন, সেখানে মাত্র ১০ টাকা।

তাহের সাহেব কয়েক ঘণ্টা অপেক্ষা করলেন। এখনো গ্যাস আসার নাম নেই! ওদিকে খুবই তেষ্টা পেয়েছে, ক্ষিধেটাও মাথা চাড়া দিয়ে উঠেছে। বউ আর বাচ্চাগুলোর অসহায় মুখগুলোর দিকে তাকিয়ে বুকটা ফেটে যেতে চাচ্ছে। কারো কাছ থেকে যে কিছু টাকা হাওলা করে নিয়ে আসবেন, সেই অবস্থায়ও নেই! বসে রইলেন তাহের সাহেব।

হঠাৎ, ফোনের ম্যাসেজ টোনটা বেজে উঠলো। বিকাশ থেকে একটা ম্যসাজ এসেছে- তাঁর একাউন্টে বন্ধু ৪০০০ টাকা পাঠিয়েছেন! আনন্দে তাঁর কেঁদে ফেলার অবস্থা।

এই টাকা দিয়ে তিনি ১০০০ টাকার ইলেক্ট্রিসিটি ভরলেন, আর, ২০০০ টাকা দিয়ে পানির ফিল্টারের লাইন। বাকি টাকা দিয়ে খাবার খরচ! এভাবেই, দিন চলছে তাহের সাহেবের!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:


এভাবেই প্রতি মাসে আপনি ৪০০০ টাকা পাঠাচ্ছেন?

০৬ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



বাংলাদেশে লক্ষাধিক তাহের সাহেব আছেন।

তাঁদের দিন কিভাবে চলছে খোঁজ নিয়েছেন?

শুভেচ্ছা।

২| ০৬ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

টাকাটা কি আপনি পাঠিয়েছেন?

আমার বিকাশ একাউন্ট থেকে ১২০০ টাকা উধাও হয়ে যায়।
আমি অভিযোগ জানালে তারা জানায়- এই টাকা আপনি ফেরত পাবেন না।
কত বড় বাটপার। আমি জীবনেও আর বিকাশের সাথে নেই। তারা বিশ্বাস রক্ষা করতে পারেনি।
কত টাকা সেটা কোন বিষয় না।

৩| ০৬ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন:
বাংলাদেশে লক্ষাধিক তাহের সাহেব আছেন।
তাঁদের দিন কিভাবে চলছে খোঁজ নিয়েছেন?
শুভেচ্ছা।


তাদের খোঁজ নেবার দায়িত্ব রাষ্ট্রের। কোন ব্যক্তি নিতে পারেন। তবে রাষ্ট্র এটাকে এড়িয়ে যেতে পারে না।

০৬ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




রাষ্ট্রের যখন খোঁজ নেওয়া সম্ভব হয় না, বা খোঁজ নেয় না, তখন সামর্থবান মানুষদের সেই দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়।

আপনি কি সামর্থবান?

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.