![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
ফাছিহ তখন সিলেটে মুভ করছে, হাসপাতাল থেকে হাসপাতালে। আহত আন্দোলনকারীদের খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। ঠিক তখন, তার মুঠোফোনে কল আসে আর্মির একজন ব্রিগেডিয়ার জেনারেলের মোবাইলফোন থেকে। তিনি বললেন - "তুমি যথেষ্ট করেছো। আমরা ফিল্ডে নেমে এসেছি। তুমি সাবধানে থাকো।"
তারপরে, সে জানতে পারে, সশস্ত্রবাহিনীর সাবেক অফিসারদের আবাসস্থল ডি,ও,এইচ,এস-গুলোর সাবেক আর্মি অফিসাররা পথে নেমে এসে মিছিল করছেন। ডি,ও,এইচ,এস-গুলোর সাবেক আর্মি অফিসাররা অনেকেই আন্দোলনকারী ছাত্রদের রক্ষা করতে নিজেদের বাসার গেইট খুলে দিয়েছিলেন। এজন্যে, পুলিশ তাঁদের কয়েকজনকে অপমান করে। অনেক সাবেক আর্মি অফিসার তাঁদের সার্ভিস পিস্তল পর্যন্ত বের করেছিলেন, ছাত্র-ছাত্রীদের গার্ড দেওয়ার জন্যে।
এই সাবেক আর্মি অফিসাররাই আয়না ঘরের সন্ধান বের করে তা থেকে বন্দীদের মুক্ত করতে সাহায্য করেন। পরে, তাঁদের চাপে আর্মির বর্তমান নেতৃত্বের মধ্যে চিন্তার পরিবর্তন হয়।
এগুলো উঠে আসা উচিৎ।
১০ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৪৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনুসন্ধান করলে আরও অনেক চমকপ্রদ তথ্য উঠে আসবে।
শুভেচ্ছা নিরন্তর।
২| ০৯ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:২৮
বাকপ্রবাস বলেছেন: ওয়াকার গ্রুপ গা বাঁচাতে এসব সামনে আসতে দিবেনা
১০ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৪৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মানুষের মাঝে চেইঞ্জ আসতে পারে।
শুভেচ্ছা।
৩| ০৯ ই জুলাই, ২০২৫ রাত ৯:৪৭
কাঁউটাল বলেছেন: গুড পোষ্ট শাইয়্যান ভাই
সামরিক বাহিনী খুবই সেনসেটিভ একটা যায়গা। এখানে সামান্য বিষয় দেশের অনেক অংক পরিবর্তন করে দেয়।
১০ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৫০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সাবেক সামরিক অফিসাররা আন্দোলনের সময়ে অনেক ত্যাগ স্বীকার করেছেন।
শুভেচ্ছা নিরন্তর।
৪| ১০ ই জুলাই, ২০২৫ সকাল ৮:১৯
কামাল১৮ বলেছেন: তাদের থামানো ঠিক হয় নাই।নয়তো আমরা এখন কলকাতায় থাকতাম।তারা কলকাতা দখলের ঘোষনা দিয়েছিলো।তারা নিধিরাম সর্দার না।তাদের ডাল তলোয়ার দুটিই আছে।
১০ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৫১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অবশ্যই ঢাল - তলোয়ার আছে। তাঁরা ধারও দেখাতে জানেন, সময়ে সময়ে।
ধন্যবাদ।
৫| ১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:২২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে বিষয়টা জানলাম।
৬| ১৯ শে জুলাই, ২০২৫ রাত ১১:৫৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
সাবেক আর্মি অফিসার তাঁদের সার্ভিস পিস্তল পর্যন্ত বের করেছিলেন। - ভুল তথ্য লিখেছেন। অবসর নেওয়ার আগেই সার্ভিস রিভলবার / সার্ভিস পিস্তল ও বুলেট জমা দিয়ে আর্মস স্টোরকিপার হতে ক্লিয়ারেন্স লেটার নিতে হয়।
পরবর্তীতে অস্ত্রের প্রয়োজনে ডিসি অভিস থেকে লাইসেন্স করে অস্ত্র কিনতে হয়।
৭| ২০ শে জুলাই, ২০২৫ রাত ১:১০
ঠাকুরমাহমুদ বলেছেন:
কোনো সাবেক / অবসরপ্রাপ্ত অফিসারের কাছে সার্ভিস রিভলবার / সার্ভিস পিস্তল ও বুলেট থাকে না। অসম্ভব বিষয়। - কারো কাছে যদি কোনো অস্ত্র থেকে থাকে তা ব্যক্তিগত অস্ত্র, যা অবসরের পর লাইসেন্স করে ক্রয় করেছেন।
৮| ২০ শে জুলাই, ২০২৫ ভোর ৪:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আর
বর্তমানদের
ভূমিকা
নিয়েও
লিখুন।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯
অপলক বলেছেন: এগুলো উঠে আসাই উচিত...