নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

"চাঁদা উঠে পল্টনে, টাকা যায় লন্ডনে!" বনাম \'শেখ হাসিনার হালুয়া রুটি খাওয়া\' ও "পাখা দিয়ে বাতাস দেওয়া"

১৪ ই জুলাই, ২০২৫ রাত ১১:০৬

উপরের এই ধরণের স্লোগান কারা দিচ্ছেন???!!! "চাঁদা উঠে পল্টনে, টাকা যায় লন্ডনে!" --- ইসলামী আন্দোলন তো এই ধরণের স্লোগান দেয় নাই! তৈরিও করে নাই। বরং, চরমোনাইর পীর সাহেবের নায়েবে আমীর বিএনপি চেয়ারপারসনকে বলেছেন - "আপনাকে উদ্দেশ্য করে পোলাপান এই কথা বলছে। আপনি এগুলো থামান!"

কেন উঠছে এই ধরণের স্লোগান? দেশ জুড়ে চাঁদাবাজির জন্যেই এই ধরণের স্লোগান উঠেছে। তাই, বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে, কিয়াভবে এই স্লোগান থামানো যায়। দলটির নেতাদের বুঝতে হবে, একমাত্র যদি চাঁদাবাজি বন্ধ হয়, তাহলেই এরকম স্লোগান বন্ধ হবে।

আর, জনাব তারেক জিয়াকে বুঝতে হবে, ইসলামী আন্দোলনের কেউ এই ধরণের কথা তাঁকে বলেন নাই। আমি যত দূর ইসলামী আন্দোলন তথা চরমোনাইর পীর সাহবের দলকে চিনি, এইটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়াই যায় যে, ইসলামী আন্দোলনের কেউ এই স্লোগানটি দেয় নাই। তাহলে, কারা এরকম বলছেন?

তবে, শেখ হাসিনার হালুয়া রুটির ভাগ বিএনপি-ই সবচেয়ে বেশি নিয়েছে, ২০০৮ সাল থেকে প্রতিটি প্রহসনের নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে। এরকম কাঁদা ছুড়াছুঁড়ি তাই কাম্য নয়।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০২৫ রাত ১১:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




সবাই যাতে ভুল না বুঝেন, সেজন্যে বলছি, আমি কোন ইসলামী রাজনৈতিক দলের সাথে নেই।

২| ১৪ ই জুলাই, ২০২৫ রাত ১১:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





যেহেতু, আমি একজন ভালো মুসলিম নই, তাই, চেষ্টা করলেও তাঁদের কোন দলে আমার অন্তর্ভুক্তির সম্ভাবনা নেই।

৩| ১৫ ই জুলাই, ২০২৫ রাত ১২:২৯

কলাবাগান১ বলেছেন: সব জামাত সমর্থক রা বলবে জামাত এর ক্ষমতায় আসার কোন সম্ভাবনা নাই কিন্তু তলে তলে জানে কিভাবে ক্ষমতা না নিয়েও ক্ষমতা কে হাতে নিতে হয়।

৪| ১৫ ই জুলাই, ২০২৫ রাত ২:০৬

কামাল১৮ বলেছেন: আমি কলা খাইনাই মতো হয়ে গেল না?

৫| ১৫ ই জুলাই, ২০২৫ রাত ২:০৭

কামাল১৮ বলেছেন: ১নং মন্তব্যের উত্তরে বলছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.