![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
শেখ হাসিনা স্বৈরশাসক ছিলেন। এমনটাই বলা হয়ে থাকে। একটি স্বনামধন্য পরিবারের অংশ হয়ে তিনি কিভাবে স্বৈরশাসক হতে পারলেন, আমি তা সত্যিই জানি না!!! তাঁর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক পূর্বপুরুষ শেখ বোরহানুদ্দিন কলকাতায় বাস করতেন। সেইখান থেকে ব্যবসার কাজে বাংলার মধুমতি নদীর তীরের গিমাডাঙা ও ঘোপের ডাঙ্গা গাঁয়ে এসেছিলেন। এরপরে, তিনি টুঙ্গিপাড়ার কাজীবাড়িতে বিয়ে করে আর কলকাতায় ফিরে যাননি। টুঙ্গিপাড়াতেই বসত গড়েন।
শেখ বোরহানুদ্দিন কলকাতায় যে আড়তদারীর ব্যবসা করতেন তা তাঁর দাদা শেখ জহিরউদ্দিনের হাত ধরে শুরু হয়। শেখ জহিরউদ্দিন প্রথমে সোনার গাঁ থেকে থাকতেন। কি এক কাজে যেন সেখান থেকে গোয়ালন্দের কুরসী গ্রামে এসেছিলেন। সেইখানে কয়েক দিন থাকার সময় পাশের গ্রাম কান্দাপাড়ার খন্দকার বাড়ির এক মেয়েকে বিয়ে করে কুরসীতেই থেকে যান শেখ জহিরউদ্দিন।
বলা হয়ে থাকে, শেখ জহিরউদ্দিনের বাবাই ইসলাম প্রচার করার জন্যে সুদূর বাগদাদ থেকে সঙ্গী হয়েছিলেন তাঁর উস্তাদ হযরত বায়েজীদ বোস্তামী (রহঃ)-এর সাথে। তাঁর নাম ছিলো শেখ আউয়াল, দরবেশ শেখ আউয়াল নামেই সমোধিক পরিচিত।
কথিত আছে, হযরত বায়েজীদ বোস্তামী (রহঃ) যখন ইরাকের বাগদাদ থেকে পনের শতকের দিকে বাংলার চট্টগ্রামে এসে পৌঁছেন, তখন তাঁর সাথে যে কয়েকজন সুযোগ্য শিষ্য ছিলেন তাঁদেরই একজন দরবেশ শেখ আউয়াল। তাঁর জন্মস্থান ছিলো বাগদাদের হাসানপুর গ্রামে। সেই মরুময় প্রান্তর ছেড়ে যৌবনেই সুজলা-সুফলা বাংলায় চলে আসেন তিনি। এ দেশের পথে-প্রান্তরে ঘুরতে ঘুরতেই এক সময় এসে পৌঁছান সোনার গাঁয়ে। এরপর আর ফিরে যাননি। সেইখানেই বিয়ে করে বসত গাড়েন।
আর, দরবেশ শেখ আউয়ালই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অষ্টম পূর্বপুরুষ।
এরকম একটি পরিবারের সন্তান কি স্বৈরশাসক হতে পারেন? আমার জিজ্ঞাসা ও বিস্ময়!!!
১৪ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
রাজনীতিবিদদের মাঝে ভালো লোকও দেখেছি।
শুভেচ্ছা নিরন্তর।
২| ১৪ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২৬
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: সবই মানলাম। ফ্যামিলী ট্রি খুবই উচ্চবংশীয়এবং বুজুর্গ, স্বর্ণোজ্জ্বল অতীত ইতিহাস - মাত্র ১৫ বছরে যা গেলো ওটাকে কি বলা যায়?
তবে এটা বলতে পারি, আপনি যাকে মন থেকে ভালোবাসেন, সম্মান করেন সেটা আপনার ইচ্ছা। সেই ইচ্ছেগুলোকে আমি সম্মান করি।
১৪ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
উনি যতটুকু পেরেছেন করেছেন।
যা করতে পারেননি, সেটা যদি অন্যায় হয় বাংলাদেশের আইনে, তিনি সাজা পাবেন।
কিন্তু, সাজা পাওয়ার আগে উনাকে অপরাধী বলি কি করে!!!
ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৭
রাসেল বলেছেন: আমাদের দেশের রাজনীতিবিদদের সম্পর্কে যতটুকু জানি এবং দেখি, তাতে দেখা যায় যে, সম্মানের যোগ্য ব্যক্তিদের সংখ্যা খুবই কম ছিল, এবং বর্তমানেও তেমন কেউ নেই। তাদের তোষামোদ করার কিছু নেই।