নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আরেকজন আপনজন চলে গেলেন

১৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১২

কিছু মৃত্যু বুকে বড় আঘাত করে। লক্ষ্য করে দেখছি, দিনে দিনে আপনজনের সংখ্যা কমে যাচ্ছে। রকিব হাসান আমার আত্মীয় সম্পর্কের কেউ ছিলেন না। কিন্তু, তাঁর সাথে 'তিন গোয়েন্দা' সিরিজের মাধ্যমে যে বন্ধন তৈরী হয়েছিলো, এ যেন আত্মার সম্পর্ক!

শাইয়্যানের 'লেখক স্বত্বা' তৈরীর পিছনে রকিব হাসানের অবদান অপরিসীম। কিশোর-মুসা-রবীনদের দেখে যেভাবে অনুপ্রাণিত হতাম, তাতে ছোটবেলাতেই একজন লেখক হবার সুপ্ত বাসনা তৈরি হয়েছিলো।

তিন গোয়েন্দাকে ঘিরে ছোটবেলার অনেক স্মৃতি এখন মনে পড়ে যাচ্ছে। বন্ধুদের সাথে বই বিনিময়, স্কুলে তিন গোয়েন্দা নিয়ে গিয়ে শাস্তির সম্মুখীন হওয়া, পরীক্ষার আগের রাতে পাঠ্য বইয়ের ফাঁকে লুকিয়ে তিন গোয়েন্দা সিরিজের নতুন বই পড়া......... কত যে স্মৃতি!

আমি কখনো লিখবো তা হয়ে উঠতো না যদি 'তিন গোয়েন্দা' সিরিজ না পড়তাম! এটা হলফ করেই এখন বলতে পারি। আপনার এই চলে যাওয়া তাই খুব ধাক্কা দিয়েছে।

ঐপারে ভালো থাকুন, স্যার!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০১

Ellen261Rister বলেছেন: আপনার এই পোস্টটি শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ—আপনার কথাগুলোর মধ্যে যে যত্ন ও চিন্তা রয়েছে, তা স্পষ্টভাবে বোঝা যায়। এমন পোস্টগুলোই আমাকে এই জায়গাটিকে মূল্যবান মনে করায়: সততা, অন্তর্দৃষ্টি এবং সংযোগের অনুভূতির জন্য। আপনি আমাকে অনেক কিছু ভাবতে বাধ্য করেছেন, এবং আমি এর জন্য কৃতজ্ঞ। https://www.myfordbenefits.com.co

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.