![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
আজকের সকাল শুভ হলো প্রিয় রাজীব নূর ভাইয়ের 'শুভ সকাল' ম্যাসেজের মাধ্যমে। এর আগে, মনকে ঠাণ্ডা করতে আমার প্রিয় ছড়াকার সুকুমার রায়ের এই ছড়ার অবদান অপরিসীম! তার আগে গানের জন্যে যুতসই লিরিক্স খুঁজছিলাম। এই ছড়া সেই খোঁজাকে সার্থক করেছে!
হে পর্বত, যত নদী করি নিরীক্ষণ,
তোমাতেই করে তারা জনম গ্রহণ।
ছোট বড় ঢেউ সব তাদের উপরে
কল কল শব্দ করি সবে ক্রীড়া করে,
নদী বেঁকে চুরে যায় দেশে দেশে,
সাগরেতে পড়ে গিয়া সকলের শেষে।
পথে যেতে যেতে নদী দেখে কত শোভা,
কি সুন্দর সেই-সব, কি-বা মনোলোভা।
কোথাও কোকিল দেখে বসি সাথী সনে,
কি সুন্দর কুহু গান গায় নিজ মনে,
কোথাও ময়ূরে দেখে পাখা প্রসারিয়া
বন ধারে দলে দলে আছে দাঁড়াইয়া!
১৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ।
গানটি কেমন লাগলো জানাবেন আশা করি।
শুভেচ্ছা নিরন্তর।
২| ১৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:৩২
রাজীব নুর বলেছেন: চমৎকার।
১৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, রাজীব ভাই।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:২৯
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: :
সুন্দর লিখেছেন।
ভালো লাগলো।