| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
আমার অসমাপ্ত গল্প অনেকগুলো। প্রায় ২০টা। গল্পগুলোর স্টোরি আর্ক তৈরী করেছি অনেক দিন হয়ে গেলো। কিছু কিছু গল্পের রেজ্যুলেশনও বানানো। সেই গল্পগুলোর কয়েকটি শুরু করে মাঝপথে থেমে গিয়েছিলাম। সেগুলোর কিছু কিছু সামুতে পাবলিশও করেছি, তা প্রায় ৬-৭ বছর হয়ে গেলো!
এই অগাস্ট থেকে হাতে সময় পেয়ে আবার গল্পগুলোতে হাত দিয়েছি। এরমাঝে, ১৪,০০০ শব্দের দুটো আর প্রায় ৩০,০০০ শব্দের ১টি বৈজ্ঞানিক কল্পকাহিনী শেষ করতে পেরেছি। এখন পাবলিশার খোঁজার পালা।
নির্বাচনের জন্যে বইমেলা হয়তো সময় মতো হবে না। তবু, দুটো নামকরা পাবলিশারের সাথে যোগাযোগ করেছি। আমার 'আইডিয়া' রিলেটেড বই ছাপতে রাজি হয়েছেন স্টুডেন্টওয়েজের মাশফিক তন্ময় ভাই। সায়েন্স ফিকশন নিয়ে কথা বলেছিলাম শাহাদাত ভাইয়ের সাথে, অন্বেষা প্রকাশনী প্রকাশক। তিনি একটু সময় চেয়েছেন।
এই ফাঁকে অনলাইনে ইবুক হিসেবে পাবলিশ করা কি উচিৎ হবে? আমি বুঝতে পারছি না।
১৮ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সুমন ভাইকে উৎসর্গ করার ভালো আইডিয়া দিয়েছেন। এজন্যে অনেক অনেক ধন্যবাদ।
না, আমি বর্ষসেরা ব্লগার নই। সচেতন ভাবেই বলছি। ঐ আসন একজনের জন্যেই নির্দিষ্ট, যিনি সামুকে জাগিয়ে রেখেছেন।
তবু, নমিনেশনের জন্যে ধন্যবাদ।
প্রচ্ছদ সেকেলে হয়েছে। ক্যানভা থেকে নেওয়া। ফন্টও ভালো হয় নাই। আমার নিজের কাছেই ভালো লাগে নাই। ক্যানভা প্রো ডেইট ওভার হয়ে গিয়েছে। তাই, ফ্রি দিয়ে করা। আমি প্রকাশকের উপর ব্যাপারটা ছেড়ে দিবো।
ভালো থাকুন নিরন্তর।
২|
১৮ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৩২
সুব্রত দত্ত বলেছেন: আমার মনে হয় আপাতত ইবুকের দিকে যাইয়েন না। আগে বই হিসেবে পাবলিশ করেন। একটু সবুর করেন। আর পুরো বইটার কোনো দক্ষ ডিজাইনারের হাত দিন- অথবা প্রকাশকের পরামর্শ নিন। শুভ কামনা আপনার জন্য।
১৮ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ঠিক আছে, ইবুকের দিকে যাবো না। পরামর্শের জন্যে ধন্যবাদ।
কাভার ডিজাইনটার দায়িত্ব প্রকাশকের উপরেই থাক তাহলে। আবারও ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।
৩|
১৮ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: কিছু লেখা এখানেও দেন । আমরাও পড়ে দেখি । চাদগাজি কিনতু আপনার সব লেখা পড়েন ।
।
সামুর বর্ষসেরা ব্লগার হলেন লেখক কলিম দফাদার । উনার লেখার হাত খুবই ভালো। এমন সব টপিক চুজ করেন যা খুবই ইউনিক ; হোক সেটা মদ , কিংবা রংধনু ।
১৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:১২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জেন্রাশন একাত্তর আমার লেখা পড়েন শুনে আতংকিত হলাম।
সামু তো গল্প পোস্টের প্ল্যাটফর্ম নয়। এটা ব্লগিং কালচারের সাথে যায় না। যেদিন এটা বুঝেছি, সেদিন থেকে গল্প পোস্ট করা বাদ দিয়েছি।
ভালো থাকুন নিরন্তর।
৪|
১৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৫
কলিমুদ্দি দফাদার বলেছেন:
কিছু লেখা এখানেও দেন । আমরাও পড়ে দেখি । চাদগাজি কিনতু আপনার সব লেখা পড়েন । কুতুব সাহেব ঠিক কথা বলেছেন। আপনার কল্প বিজ্ঞানের কিছু অংশ আমরা ও পড়ি; কিভাবে মঙ্গলে মহাকাশ যান ল্যান্ড করান। দেশ সামনে আরেকজন জাফর ইকবাল পেতে যাচ্ছে কিনা সেটা আমি এখন ই চিন্তা করে সন্দিহান!
আর জেনারেশন বাকশাল থেকে গুরু দক্ষিণা নিয়ে নিবেন বই প্রকাশের পুর্বে সাথে যৌক্তিক সমালোচনা ও।
১৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হাহাহা!!! ঠিক আছে।
১ম অংশ দিয়ে দেখবো কি প্রতিক্রিয়া হয়!!!
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১২
কলিমুদ্দি দফাদার বলেছেন:
প্রচ্ছদের ডিজাইন সেকেলে! বাংলা ফ্রন্ট সিলেকশন ও ভালো না। একজন এক্সপার্ট দিয়ে ডিজাইন করিয়ে নিবেন।
জেল খানায় ব্যারিস্টার সুমন কে কয়েক কপি উপহার পাঠায়েন; উৎসর্গ করলে আরো ভালো হয়।
আর লেখকের যায়গায় হবে "সামহোয়্যারইনব্লগের বর্ষসেরা ব্লগার ও সায়েন্স ফিকশন লেখক।
ধন্যবাদ নিরন্তর।