![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোথায় ভাই তোরা আইএস (ইসলামিক এস্টেট) । ইসলাম ধর্ম কে শুধু ইরাক, সিরিয়া,লিবিয়া এসব দেশেই আছে ? মুসলমানরা কি শুধু এসব দেশেই বাস করে ?
তোরা যে এত যুদ্ধ মারামারি করছিস, নিরিহ মানুষ মারছিস আর নাম নিচ্ছিস ধর্মের, এই কাজগুলো কি সত্যিই জ্বিহাদকে সমর্থন করে? এর সঠিক উদ্দেশ্য কি তোরা নিজেরাই জানিস? তোদের কর্মকাণ্ড যতোটা না ধর্মের অন্তর্গত তার চেয়ে অনেক বেশি ধর্ম বহির্ভূত, এটা কি তোরা বুঝতে পারছিস না?
সৌদিআরব, ইন্দনেশিয়া,কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এসব দেশ কি তোদের চোখে পরেনা?
এসব দেশও তো মুসলিম দেশ। এসব দেশের মানুষগুলো তো সুখে শান্তিতে বাস করে।
তোদের কি মনেহয় এরা ধর্ম বুঝেনা? ইসলাম শান্তির ধর্ম, আর এসব উন্নত দেশের মুসলিমরা সত্যি কারের ধার্মিক বলেই এরা শান্তিতে বাস করে। যুদ্ধ-বিগ্রহ, হানাহানি, নিরিহ মানুষ মারা এসব যে ইসলাম বহির্ভূত সেটা এরা বোঝে। কিন্তু আজ পুরো মুসলিম জাতির জন্য দুঃখের বিষয় যে এটা তোদের মাথাই ঢোকে না। আজ তোদের কারণে পুরো মুসলিমজাতি বিশ্বের দরবারে মর্যাদা হারাচ্ছে,অন্যদের আতঙ্কের কারণ হচ্ছে ।
ইরাক, সিরিয়া, লিবিয়া এসব দেশের মুসলিমদের দুরবস্থার জন্য তোরাই দায়ী। তোরা অবুঝের মতো নিজেরাই নিজেদের ক্ষতি করছিস। কত নিরীহ মুসলমানকে যে তোরা হত্যা করেছিস তা তোরা নিজেরাও জানিস না। ওদের দোষটা কি ছিল তা কি তোরা ব্যাখ্যা করতে পারবি? নাকি ওরা মুসলিম এটাই ওদের দোষ?
তোরা যদি সত্যি ইসলামিক সংগঠন হয়ে থাকিস, তোরা যদি সত্যি মুসলিম হয়ে থাকিস, তোরা যদি ইসলাম এর অনুসারি হয়ে থাকিস তাহলে অবিলম্বে এসব থামা।
তোদের কাছে অনুরোধ তোরা ধর্মের নামে এসব আর করিস না।
মুসলমানজাতিকে আর নিচে নামাস না। ইসলাম যে শান্তির ধর্ম এটা ভুলে যাস না।
২| ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৬
সুরমাপুত্র বলেছেন: "তোরা যদি সত্যি ইসলামিক সংগঠন হয়ে থাকিস, তোরা যদি সত্যি মুসলিম হয়ে থাকিস, তোরা যদি ইসলাম এর অনুসারি হয়ে থাকিস তাহলে অবিলম্বে এসব থামা"
ভাই চোর না শুনে ধর্মের কাহিনি। কারে কি বলেন!! আইএসআইএল যদি ইসলমের ধারে কাছে থাকতো তাইলে তো হইছিলো। এরা হইছে মাদারচো* এদের জন্য শুধু থুথু...
৩| ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৩
হিন্দোল শাহ বলেছেন: সত্যি ইসলামিক সংগঠন হতে গেলে তাবলীগ জামাত না ওলামা লীগের মত হতে হবে ?
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৪
মামু১৩ বলেছেন: Click This Link