নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে পাবেন\nhttps://www.facebook.com/chanchol.bangali

পাহাড়ের কান্না

আমার উত্তরের দেয়াল,করিনাই আগে খেয়াল।দক্ষিণেরে বলে,থাপড়া ওর গালে।আর কতকাল ডাবল খাটে,একলা একা রবি,উস্টা দিয়া জিগা ওরে,আনবো কবে ভাবি।

পাহাড়ের কান্না › বিস্তারিত পোস্টঃ

আমার পড়তে ভাল্লাগেনা

১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২৬

আমি যখন পড়তে বসি, এ্যাটাক করে মশা,

পড়ালেখা তুঙ্গে উঠে, যায় না তো আর বসা।X(



আমি যখন পড়তে বসি, খুব মনোযোগ দিয়ে,

পাশের বাড়ির হৈ-হুল্লোর, বাড়িতে তাদের বিয়ে।:P



আমি যখন পড়তে বসি, নিরব সকল রুম,

দুচোখ ভরে নামে তখন প্রশান্তির ঐ ঘুম।:((



আমি যখন পড়তে বসি, পান করিয়া সুধা,

বুঝিনাতো ঘোড়ার ডিমও, কারন পেটে ক্ষুধা।:((



আমি যখন পড়তে বসি, পড়ার অনেক চাপ,

মনে হয় এক বিশাল কবি, আসে কত্ত ভাব!;)



যেদিন ভাবি পড়বো আমি, আজকে সারা-রাতি,

অন্ধকারে ডুবে গিয়ে, নিভে সকল বাতি।/:)



আমি যখন পড়তে বসে তোমায় নিয়ে ভাবি,

বইয়ের প্রতি পৃষ্ঠা জুড়ে দেখি তোমার ছবি।;)



পড়তে বসি নিত্য আমি, বসিনা যে তা-না,

আসলে আমার পড়তেই ভাল্লাগেনা।X(

মন্তব্য ২১৬ টি রেটিং +৬০/-১

মন্তব্য (২১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩২

কাবুলীওয়ালা বলেছেন: খুব ভাল লাগলো; ছন্দে ছন্দে দুলি আনন্দে... দারুণ লিখেছেন, আসলে পড়তে কারই বা ভাল লাগে?

১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৮

পাহাড়ের কান্না বলেছেন: হুম তাও ঠিক। তবে আমার একটু বেশি খারাপ লাগে। :|| :(

২| ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩২

লালসালু বলেছেন:
পড়তে ভাল না লাগলে শোন পাহাড়ের কান্না
হাড়ি পাতিল নিয়ে শুরু কর খিচুরি রান্না

১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৯

পাহাড়ের কান্না বলেছেন: আমি পারিনা খিঁচুরি রানতে,
পারি খালি কানতে। :((

৩| ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪৬

লালসালু বলেছেন:
যে পার কান্তে
সে পারে রান্তে
পড়ালেখা কইরা যারে অধম
নাহলে মাইর খাবি বেদম

১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫১

পাহাড়ের কান্না বলেছেন:
রান্না বান্নাতো আমার কর্ম নয় ওরে-
ইহা রমনীদের কর্ম তাহারাই করে।
তবে পড়ালেখা?
ওহ! ইহা কি মানুষের কর্ম?
বই তুলিলেই যন্ত্রনা হয়-
চুলকায় গায়ের চর্ম।

৪| ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৮

লালসালু বলেছেন:
তুমি কী জানো কে ফখরুদ্দিন কে টমি মিয়া?
ওনারা রান্না করেছেন দেশে বিদেশে গিয়া।
এখন রান্না ঘরে যাও থামাইয়া কান্নাকাটি,
রান্নার আগে তরু তরকারি কর কাটাকাটি।
এ যুগের মেয়েদের চেননা তুমি চেনে এই লালসালু,
রান্না বান্না জানে না তারা প্রেম পিরিতিতে চালু।

১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১২

পাহাড়ের কান্না বলেছেন:
চেষ্টা করি নাই যে তা-না,
তৈরী করছি অনেক বাহারি টাইপের খানা। :#)
কিন্তু ভাই আমার রান্না?
আমি ছাড়া অন্য কেহ খাননা। :(
তার চেয়ে বরং অন্য বুদ্ধি দেন,
অযথা রান্না-বান্না ক্যাচাল চাপাইতাসেন ক্যান? X(

৫| ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পড়া লেখা তো ভাল লাগার কথা নয়--------

ভাল লেগেছে কবি
ভাল থাকবেন

১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৩

পাহাড়ের কান্না বলেছেন:
পড়া লেখাতো ভাল লাগার কথা নয়-
তবু পড়িতেই হয়।
ইহাই যন্ত্রনাময়।

ধন্যবাদ।

৬| ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৮

লালসালু বলেছেন:

পড়তে না পারলে ফেসবুকেতে মাইয়া খোঁজেন গিয়া,
একটা পাইলে চান্স নিয়া কইরা ফেলেন বিয়া।

১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৯

পাহাড়ের কান্না বলেছেন:
এতক্ষনে বুদ্ধি একখান দিসেন আহা বেশ,
অক্ষরে অক্ষরে পালন করমু আপ্নের উপদেশ।

৭| ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৯

সব যদি আজ বদলে যেত বলেছেন: "লেখা পড়া করে যে
অনাহারে মরে সে।"

আপনার ভবিষ্যত উজ্জ্বল।

১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৩

পাহাড়ের কান্না বলেছেন: এ্যা! কয় কি? B:-)

৮| ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৩

খুশবু বলেছেন: সবার তো দেখি এক ই কথা

১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২৫

পাহাড়ের কান্না বলেছেন: আর কয়েন না ভাই,
এই দুঃখে মন চায়-
নিজের মাথা নিজেই ফাটাই।

৯| ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৫

লালসালু বলেছেন:
ভাল উপদেশ দিতে আমি নেই ফী,
বিনিময়ে আপনারে খাওয়ামু টং দোকানের TEA.

১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৫

পাহাড়ের কান্না বলেছেন:
TEA আমি লাইক করি ভীষন,
তাই আজ থিকা শুরু হইলো লালসালুরে খোঁজার মিশন।
ফী এর ব্যাপার আমি আবার বুঝি একটু কম,
খরচ পাতির কথা শুনলে হয় স্মৃতিভ্রম।

১০| ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৮

শিবলী বলেছেন: আমি যখন কোবতে পড়ি মাথা হয় হ্যাং:|
খিন্তু এই কোবতে খানি হাসায় খ্যান খ্যান :)

১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৭

পাহাড়ের কান্না বলেছেন:
মাথা যদি হয়া যায় হ্যাং,
মাথা নিচে দিয়া তুইল্লা রাখেন ঠ্যাং।

১১| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪১

সাদা কালো এবং ধূসর বলেছেন: আমি যখন পড়তে বসি, খুব মনোযোগ দিয়ে,
পাশের বাড়ির হৈ-হুল্লোড়, বাড়িতে তাদের বিয়ে।

আহারে :( কি বিশাল ক্ষতি!! :(

১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৯

পাহাড়ের কান্না বলেছেন: হুম! হৈ-হুল্লোর সাথে ভাল খাবারের গন্ধ ফ্রি। আর কি পড়া যায় বলেন?

১২| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৮

লালসালু বলেছেন:
এত পড়ালেখা কইরা কী হইবেন মিয়া?
তার চেয়ে ভাল যৌতুক নিয়া করেন একটা বিয়া।
এর চেয়ে ভাল যদি থাকতে পারেন কোথাও ঘর জামাই,
করতে হবে না পড়ালেখা করতে হবে না কামাই।

১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৩

পাহাড়ের কান্না বলেছেন:
করি না করি কামাই,
থাকুম না ঘরজামাই। X((
যৌতুক নিয়া বিয়া?
মরতে চাই না জেলে গিয়া। :(
তবে বিয়া আমি একখান করুম, ;)
বৌ যদি কয় তখন আমি পড়ুম। :P

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৩

লালসালু বলেছেন:
বৌয়ের কথায় পড়বা তুমি মামু, :-/
হাসতে হাসতে আমি পইরা যামু। =p~
বৌ যদি কয় কর রান্না বান্না,
তখন তুমি করবা কী পাহাড়ের কান্না?

১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৩

পাহাড়ের কান্না বলেছেন:
বৌয়ের সকল কথা আমি রাখমু,
এক শর্তে, সে রানবো আমি খালি খামু।
ঘর সংসার করমু তার নিয়া,
শর্তে রাজি তারেই করমু বিয়া।

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৬

লালসালু বলেছেন:
রান্নার কথা দিলাম আমি বাদ,
দোয়া করি যেন পূরন হয় সাধ। :P
বৌ যদি কয় ধোও আমার শাড়ী,
তা নাহলে যামু বাপের বাড়ী।
রান্নার আগে কর তরকারী কাটাকাটি, :(
তা নাহলে ঝগড়া হবে ফাটাফাটি।
বৌ যদি রাগ করে বন্ধ করে আহার, :#>
তখন কী করবেন মিঃ পাহাড়? :-&

১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫০

পাহাড়ের কান্না বলেছেন:
হায় হায় ভাই আপ্নে দেখি পুরাণ জুগে আছেন,
সন্দেহ হয় আপ্নে বুঝি বোয়ের কথায় নাচেন।
শোনেন তবে খুইল্লা কিছু বলি,
বুদ্ধি থাকলে কি বৌয়ের কথায় চলি?
বৌ যদি কয়, ধইতে তাহার শাড়ি,
ওয়াশিং মেশিন কিন্না দিমু, লগে দিমু গাড়ি।
কাটাকাটি এখন কি আর হাতে কিছু হয়?
মেশিন আছে সব কিছুরি কিসের তবে ভয়?
তার পরেও বৌ যদি বন্ধ করে আহার,
আপ্নেই বলেন তখন, থাকবে কিছু করার?

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৮

পাপতাড়ুয়া বলেছেন: লালসালু
বাজার থেকে নিয়ে এলো গোল আলু,
পাহাড়ের কান্না
করলো তা রান্না,

লবণ দেয়া হয় নি হায়
হয়ে গেলো ভুল,
ঘন্টাখানেক পরে কারো
নেই মাথায় চুল।



:););)

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩২

পাহাড়ের কান্না বলেছেন:

আমরা তো নই জামাই বৌ তোমায় আমি বলি,
তবে কেন আমরা দুইজন করবো চুলোচুলি?

১৬| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪০

লালসালু বলেছেন:
বৌ যদি কয় ঘুমানোর সময় টানাও মশারি,
তা নাহলে আমি যামু তোমারে ছাড়ি।
ঘুম থেকে উঠে বানাব না নাস্তা,
নাইলে নিজেই মাপ নিজের রাস্তা।

১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৯

পাহাড়ের কান্না বলেছেন:
এত কিছু ভাইবা আমি আগে দেখি নি,
বিয়া করলে এত ভেজাল তাও শুনিনি।
এত সমস্যা হয় যদি বিয়া করা বৌ নিয়া,
কথা দিলাম জীবনে করমু না কোন বিয়া।

১৭| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪১

নীল ভোমরা বলেছেন:
বাহ্..বাহরে কোবতে!
পাহারের কান্না আর লালসালুর কোবতে তর্ক-তো জমেছে বেশ!

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৮

পাহাড়ের কান্না বলেছেন:
জ্বী আমাদের সঙ্গেই থাকবেন-
দেখে যাবেন শেষ।

১৮| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৫

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: আমার নাম ডাক,
প‌্যাক প‌্যাক প‌াক (মিলায়া দিলাম আর কি :( )

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৬

পাহাড়ের কান্না বলেছেন:
মাইকেল মেহেদীর একটা কবিতা আছে প্যাক প্যাক প্যাক।
পাইতাসি না নাইলে আপ্নেরে লিঙ্কটা দিতাম।

১৯| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৭

স্বাধীনতার বার্তা বলেছেন: কমেন্টগুলোর জন্য প্লাস

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৪

পাহাড়ের কান্না বলেছেন: ক্যান কবিতা ভাল্লাগে নাই? :(

২০| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৯

লালসালু বলেছেন:
বৌয়ের সকল কথা আমি রাখমু
এইডা কেমুন কথা?
এই কথা শুনলে পুরুষ ঝাতির
লজ্জায় হেট হবে মাথা।
এর প্রতিবাদে পুরুষ ঝাতি
করবে মানব বন্ধন,
লুকিয়ে লুকিয়ে তখন
তুমি করবে ক্রন্দন।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৯

পাহাড়ের কান্না বলেছেন:
সকল কথা রাখমু আমি কইছি,
লগে কিন্তু শর্ত একখান দিসি।
এখন দেখি শর্ত খালি বারে,
ঠিক করসি বিয়া করমু নারে।
চাইনা আমি লুকায়া লুকায়া কান্তে,
বিয়া কিংবা পড়ালেখা চাইনা আমি রান্তে।

২১| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৬

লালসালু বলেছেন:
বৌ নিয়া আমি দিছি অনেকগুলো POST
শুনছি তাদের পালতে লাগে অনেক অনেক COST

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১২

পাহাড়ের কান্না বলেছেন:
কিছু কিছু পোষ্ট আমি পড়ছি,
বিয়া করমু না এই কানে ধরছি।

২২| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০০

রাজিব খান০০৭ বলেছেন: কবিতা সম্পর্কে আমার দারুন আগ্রহ।কিন্তু কবিতা বুঝার ক্ষমতা আমার
"একদিন দুপুর বেলা
জোছনারা করে খেলা" র মধ্যেই সীমাবদ্ধ।যাইহোক আপনাদের দুই কবির কান্ডকারখানা দেখে খুব মজা লাগল।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪২

পাহাড়ের কান্না বলেছেন:
মজা দিতে পাইরা লাগতাসে অনেক খুশি,
কবিদের জগতে এখনো আমি লেবেন চুষ চুষি।

২৩| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০১

লালসালু বলেছেন:
বিয়া করি নাই কেমনে দেই :| :|
বৌয়ের কথায় DANCE?
বাপ-মায়ের লক্ষণ দেইখা বুঝি
বিয়া অনেক দূরের FUTURE TENSE :(( :((
তাইতো আমি দেখি শুধু
আরেকজনের বৌ, B-)
যেমন আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ!

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৭

পাহাড়ের কান্না বলেছেন:
আপ্নের কথায় বিয়ার চিন্তা দিলাম আমি বাদ,
আপ্নের দেখি যায় নাই এখনো বিয়া করার সাধ।
আরেক জনের বৌ দেখার চেয়ে সুখের কিছু নেই,
পরের বৌ দেইখা আসেন জীবন কাটিয়ে দেই।

২৪| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৬

লালসালু বলেছেন:
অন্যের বৌ দেখলে মনে লাগে কষ্ট,
হুজুরেরা কইব আমরা নাকি পথভ্রষ্ট।
নিজের বৌয়ের থেকে নাকি পরের বৌ ভাল,
পরের বৌরে সুন্দরি লাগে নিজের বৌরে কালো।
অন্যের বৌ দেখতে গিয়া খেতে পারি কিল ঘুষি,
কলেজের সামনে টাঙ্কি মারি- আমি এতেই খুশি।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:০১

পাহাড়ের কান্না বলেছেন:
বিজ্ঞরা বলেন পরের বৌ আর নিজের বাচ্চা খুবই প্রিয় হয়,
নিজের বৌ আর পরের বাচ্চা খুবই বিষাদময়।
কিল ঘুষি খাইলেও কতেক এইটাই নিরাপদ,
টাঙ্কি মারা কলেজ গেটে? হৈতে পারে বিপদ।

২৫| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৬

তায়েফ আহমাদ বলেছেন: চাপান-উতোর ভালই চলছে দেখছি।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৯

পাহাড়ের কান্না বলেছেন: দেখতে থাকেন।

২৬| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪২

পরশমনি বলেছেন: ওরে কাক্কা!!!!!!!!!!!
চালায়া যান।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫৩

পাহাড়ের কান্না বলেছেন:
ওরে কাক্কা,
চালায়া যামু কথা দিলাম পাক্কা।

২৭| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:১২

লালসালু বলেছেন:
বিপদ কী আর বেশী হইলে
খাইবেন একটু ডলা,
কিল ঘুষির লগে থাকবে
হালকা কান মলা।
কলেজ বাদ দিয়া হাইস্কুল
করতে পারেন ট্রাই,
মাঝে মাঝে স্কুলের গার্ডরে
খাওয়াইবেন ঝাল ফ্রাই।
এতে আপনি পারবেন
থাকতে অনেক সেইভ,
স্কুলে যাওয়ার আগে অবশ্যই
করে নিবেন শেইভ।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫৬

পাহাড়ের কান্না বলেছেন:
স্কুলের মেয়ে পটাইতে আমি ছিলাম কাঁচা,
এখনতো আমারে দেখলে ডাকে তারা চাচা।
বুঝতেই পারতাসেন কি বলতে চাই,
স্কুলে টাঙ্কি মারার বয়স এখন আমার নাই।

২৮| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৩৪

স্বপ্নকথক বলেছেন: ওরে লালু
ওরে আমার পান্না
চাপান-উতর বহুত হৈসে
এখন থাম, আরনা।

লিখছো ছড়া
মনে যা চায় খুশি
বুঝবে তখন
যখন খাবে ঘুষি।

:D :P

১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫৮

পাহাড়ের কান্না বলেছেন:
স্বপ্নকথন ভাল্লাগে না বাস্তবতা চাই,
কিল ঘুষি খাওয়ার ভয় তাই আমাদের নাই।

২৯| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:২৪

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ভালো। চলুক।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০০

পাহাড়ের কান্না বলেছেন: চলবে.........।

৩০| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৪০

আমড়া কাঠের ঢেকি বলেছেন: ফ্রিয়তে :)

১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০১

পাহাড়ের কান্না বলেছেন: ঠ্যাং খেও।

৩১| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:০৫

সামছুল আরেফিন বলেছেন: ফ্রিয়তে

১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০১

পাহাড়ের কান্না বলেছেন: ঠ্যাং খেও।

৩২| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৫

লালসালু বলেছেন:
আমি যখন পড়তে বসি, এ্যাটাক করে মশা,
পড়ালেখা তুঙ্গে উঠে, যায় না তো আর বসা।- পাঃ কাঃ

মাইরের মইধ্যে ভাইটামিন আছে
বলেছেন ভাইটামিন বদি,
মশা দেখলে দিবেন থাপ্পড়
সমস্যা না থাকে যদি।
প্রানী হত্যা মহাপাপ
এতা হয় যদি আপনার নীতি,
তাহলে পড়ার টেবিলে বসে
শুনুন মশার গীতি।

১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৭

পাহাড়ের কান্না বলেছেন:
থাপড়া থাপড়ি কইরা কি আর,
মশা তাড়ান যায়?
পড়ালেখা দুরের কথা,
বসাটাই দায়।
কয়েল জ্বালাই ধুপ জ্বলাই,
তাও হয় না কাম,
আমারে ছাড়া মশা সাহেব,
কাউরে দেয় না দাম।

৩৩| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০০

লালসালু বলেছেন:
আমি যখন পড়তে বসি, খুব মনোযোগ দিয়ে,
পাশের বাড়ির হৈ-হুল্লোর, বাড়িতে তাদের বিয়ে। -পাঃ কাঃ

বিয়ার কথা কইয়া দিলেন
খারাপ কইরা মন,
আমার দুষ্কের কথা বুঝলনা
আমার আপন জন।
পাশের বাড়ীতে বিয়ে হইলে
আমার মন খারাপ হয়,
দুঃখের বদনে লালসালু
এই কথা কয়।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২২

পাহাড়ের কান্না বলেছেন:
বিয়ার কথা শুনলে,
আমারও কি কম লাগে ব্যাথা?
তবে বিয়া আমি করমু না,
এই আমার এক কথা।

৩৪| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৫

অন্ধ আগন্তুক বলেছেন: চালায়া যান বেরাদররা। =p~ =p~ =p~

১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪

পাহাড়ের কান্না বলেছেন: আজ্ঞে বেরাদর।

৩৫| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৭

লালসালু বলেছেন:
আমি যখন পড়তে বসি, নিরব সকল রুম,
দুচোখ ভরে নামে তখন প্রশান্তির ঐ ঘুম।-পাঃকাঃ

ঘুমেই আরাম জাগলে ব্যরাম
ঘুমেই আছে শান্তি,
পড়ালেখা করতে বসলে
আমারও আসত ক্লান্তি।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯

পাহাড়ের কান্না বলেছেন:
স্বীকার করলেন অবশেষে,
ছিলেন আমার ন্যায়,
হুদাহুদি করলেন ক্যান?
এত বাক্য ব্যয়?

৩৬| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৭

ধ্রুব তারা বলেছেন: দু পক্ষই বুঝেন যখন, কেন কাব্যিক লড়াই
এইসব দেখে ব্লগে ঢুকতে আমি একটু ডরাই।
পড়াশুনা কাঁদায় আমায় খারাপ করে মন,
করে এই পড়াশুনা বড় হয়েছে কোন জন?
২০ বছর পড়ে কি লাভ কেনো দরকার ইকো ও ট্রি
পড়াশুনা ছাড়াই হব দেশের প্রধানমন্ত্রী।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২২

পাহাড়ের কান্না বলেছেন:
ডরায়েন না ডরায়েন না,
ডরের কিছু নাই,
আপ্নের লগে একমত শুধু,
আপ্নেরেই কয়া যাই।
প্রধানমন্ত্রী বিরোধী নেত্রী,
আমাদের দুই রানী।
শিক্ষা দীক্ষার দৌড় কত,
আমরা সবাই জানি।
এগিয়ে চলেন সেই লক্ষ্যে,
জনতার মুখে মাছি।
কেউ না থাকলেও আপ্নের লগে,
আমি কিন্তু আছি।

৩৭| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২২

লালসালু বলেছেন:
আমি যখন পড়তে বসি, পান করিয়া সুধা,
বুঝিনাতো ঘোড়ার ডিমও, কারন পেটে ক্ষুধা।-পাঃকাঃ

সুধা বলতে আপনি
কি বুঝাইছেন মিয়া?
হাওয়া ভবন হইলে হইত
খুশি খালেদা জিয়া।
সুধাসদনের নাম নিলে
আপনি থাকবেন ফর্মে,
সরকারী ভাব থাকবে
আপনার কার্য কর্মে।
পেটে ক্ষুধা থাকলে
যান রান্না ঘরে,
হাত প্লেট ধুয়ে খান
একটু কষ্ট করে।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৮

পাহাড়ের কান্না বলেছেন:
এই সুধাতো সেই সুধা নয় ওরে,
এর অর্থ বুঝামু তোমায় পরে।
এসব ছিল অজুহাত, সবি ছিল মিছে,
শেষের দুটি চরণ দেখ,
এক্কেবারে নিচে।

৩৮| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩০

লালসালু বলেছেন:
আমি যখন পড়তে বসি, পড়ার অনেক চাপ,
মনে হয় এক বিশাল কবি, আসে কত্ত ভাব! পাঃকাঃ

বুঝেছি এখন ব্লগে কীভাবে
পোষ্টান এত ছড়া,
পড়ালেখা না করিলে
খাইবেন একদিন ধরা।
মেয়েরা বিয়ে করে বিজনেসম্যান
আর ভালবাসে কবি,
কবিতা লেখা আমার
সেই কারনে হবি।
এত কবিতা লেখার পরেও
আমি হইলাম বিফল,
এত ব্লগ লেখার পরেও
আমি হইলাম বিফল।
পড়ালেখা ছাইড়া আমি
করতে চাইলাম ব্যবসা,
বিরাট লসে পইড়া
চোখে দেখি ঝাপসা।
ব্যর্থ কবি ব্যর্থ প্রেমিক
ব্যর্থ সওদাগর,
সব হারিয়ে এখন
হলাম আধাপাগল।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৭

পাহাড়ের কান্না বলেছেন:
কবিতা লিখি, গল্প লিখি,
লিখি আমি ছড়া।
সব কিছুই ভাল্লাগে শুধু,
ভাল্লাগেনা পড়া।
এত এত ব্যর্থতার পর,
আছেন কেমন কইরা?
আপ্নের জায়গায় আমি হইলে,
কবে যাইতাম মইরা।
বুঝ হৈবার পর থিকা,
পড়ালেখাই আছি।
মাঝে মাঝে মনে হয়,
মইরা গেলেই বাঁচি।

৩৯| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৭

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: লেখাপড়ারে কইস্যা মাইনাচ

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪০

পাহাড়ের কান্না বলেছেন:
তোমার জন্য শীতের সকালের সবটুকু কুয়াশা,
তোমাকে দেই রাত থেকে এনে তারার পিয়াশা।
তোমার জন্য একজোড়া রক্ত গোলাপ,
তোমার জন্য আমার মনের প্রস্ফুটিত এই প্রলাপ।

৪০| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৪২

লালসালু বলেছেন:
যেদিন ভাবি পড়বো আমি, আজকে সারা-রাতি,
অন্ধকারে ডুবে গিয়ে, নিভে সকল বাতি।-পাঃকাঃ

(অফটপিকঃ তুমি দিয়ো নাকো বাসর ঘরের বাত্তি নিভাইয়া............) ;)

সারা রাত পড়ালেখা করা
নয়তো একটুও ভালো,
পড়ালেখা শেষ কর
থাকতে দিনের আলো।
গ্রীষ্মকালে রাতের বেলায়
পড়তে অনেক জ্বালা,
পড়ালেখা করতে তখন
লাগেনা একটুও ভালা।
কারেন্ট গেলে রাখতে পার
হাতে মোমের বাতি,
এইভাবে পড়ালেখা করে
এই বাঙ্গালী ঝাতি।

১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২০

পাহাড়ের কান্না বলেছেন:
দিনের বেলা অফিস থাকে,
থাকে কত মিটিং।
ক্লাস ও থাকে চাপ ও থাকে,
মাঝে থাকে ডেটিং।
মোমের আলোয় ক্যম্নে পড়ি,
দৃষ্টি শক্তি স্বল্প।
তাইতো আমি পড়ালেখা,
করি একটু অল্প।

৪১| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:১২

লালসালু বলেছেন:
আমি যখন পড়তে বসে তোমায় নিয়ে ভাবি,
বইয়ের প্রতি পৃষ্ঠা জুড়ে দেখি তোমার ছবি।-পাঃকাঃ

এই তুমিটা কেডা?
বেটি নাকি বেটা?
যদি হয় বেটি,
ধরমু তুমার ঘেডি।
এত কিছু তলে তলে,
করছ ছলে বলে।

বাচ্চা পুলা এসব দাও ছাড়িয়া,
নইল পিঠের ছাল তুলব মারিয়া।
তুমার বাপেরে দিমু কইয়া,
কও, কে সে মাইয়া?

১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩০

পাহাড়ের কান্না বলেছেন:
সে যদি আজ থাকতো কাছে,
হৈতাম কি আর কবি।
তোমায় শুধু দেখামু একদিন,
তাহার কিছু ছবি।
বড় তুমি করতে পারো,
ছোট ভাইরে শাসন।
বাপের কাছে কৈয়া দিলেও,
করমু না আর বারন।

৪২| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫২

লালসালু বলেছেন:
পড়তে বসি নিত্য আমি, বসিনা যে তা-না,
আসলে আমার পড়তেই ভাল্লাগেনা।X(

আসল কথা এতক্ষনে জানতে পারলাম মামু,
তুমার মতন লোক খুঁজছে আমাদের সামু।
কাম না থাকলে বইয়া বইয়া ব্লগাও,
নিজের সুপ্ত প্রতিভাকে তুমি জাগাও।
তা না হইলে দুইজনে মিল্যা ধরি পিরীতির লাইন,
তুমি হইবা গুপি আমি হইব গাইন।
দু'জনে মিল্যা ট্রাই করুম এক মাইয়ার লগে,
দেখা যাক শেষ পর্যন্ত সে কার লগে ভাগে?
তুমি যদি আগে ভাগাও তুমি হইবা গুরু,
রাজি হইলে এখন করি কম্পিটিশান শুরু।
পড়ালেখায় ভালো হইলেও পিরীতির লাইনে আমি কাঁচা,
প্রেমের অফার করতে গিয়ে খেয়েছি কত যে ছেঁচা।
তুমারে মনে হইতাছে তুমি পিরীতির লাইনের বস,
আর আমি পিরীতির পিছনে করেছি অনেক সময় লস।
তুমি কি রাজী করতে প্রেমের কম্পিটিশন?
তাইলে আইজকাই নাইমা পড়ি সফল করতে মিশন।
না পারলে কও তুমারে কইরা দিমু মাফ,
না পারলে পড়ালেখা ধর দিল মুছে কর সাফ।

১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪০

পাহাড়ের কান্না বলেছেন:
ভাইয়ে যে কি কন,
ভাইঙ্গা দিলেন মন।
এখন কি আর মাইয়া মানুষ আগের মতন আছে,
এখন তারে যে নাচায় তার সাথেই নাচে।
কম্পিটিশন আপ্নে আমি করতে পারি শুরু,
একদিন দেখবেন আপ্নের আমার দুইজনের হ্নদয়ই মরু।
ভেজাল লাগবো আপ্নের আমার,
যামু দুইজন রাইগা।
তৃতীয় জনের লগে যাইবো,
ঐ মাইয়া ভাইগা।
এই কারনে মাফ না খালি,
দোয়াও লগে চাই।
সব ভেজালে থাকতে রাজি,
এই ভেজালে নাই।

৪৩| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৭

জিয়া সোহেল বলেছেন: ছন্দে ছন্দে অসাধারণ তর্ক ! চালিয়ে যান ...

১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১০

পাহাড়ের কান্না বলেছেন: জ্বী চালিয়ে যাব। চোখ রাখবেন ETV র পর্দায় থুক্কু এই পাতায়। :P

৪৪| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৮

লালসালু বলেছেন:
পদ্মাতে নেই আর পানি
হয়েছে ধূসর মরু,
সেই মরুতে ঘাস উঠেছে
সে ঘাস খায় গরু।
হৃদয় মরুতে চাষ করব
খড় ও ভূষি,
কাস্তে কোদাল নিয়া রেডি হই
আমরা দুই চাষী।

১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২০

পাহাড়ের কান্না বলেছেন:
চাষী হৈতে আপত্তি নাই,
করতে পারি চাষ।
সুখে দুখে একসাথে,
করবো দুজন বাস।

৪৫| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৩

লালসালু বলেছেন:
নাচতে পারে নাচাতে পারে
আছে অনেক অভিজ্ঞতা,
এমন মেয়ে ধরলে পামু
আমরা দুইজন ব্যাথা।
নারী জাতির দেশে
মেয়ের কি এত অভাব?
যদিও ডিশ দেইখা মাইয়াগুলোর
নষ্ট হইছে স্বভাব।

১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৫

পাহাড়ের কান্না বলেছেন:
ডিশ এর কথা কয়েন না ভাই,
পানি আসে চোখে।
আমরা কিছু করলেই শুধু,
মন্দ বলে লোকে।
নারীর কোন অভাব নাই ঠিক,
ভাল নারীর অভাব।
বিয়া করতে গেলে তখন,
পাইবেন এর জবাব।

৪৬| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৯

লালসালু বলেছেন:
লালমাটিয়া কলেজ আছে
আছে গার্হস্থ অর্থনীতি,
ইডেন কলেজের মাইয়ারাও
জানে ভালো প্রেম পিরীতি।

১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩১

পাহাড়ের কান্না বলেছেন:
ওরে মাগো, নাম শুইন্না,
পাইসি আমি ভয়।
অন্য কোন মাইয়া ধরলেও,
ইডেন কলেজ নয়।
শুনসি এরা হয় নাকি,
ভীষন ডেঞ্জারাস।
রাজনীতিতে মত্ত তারা,
করেনা কোন ক্লাস।

৪৭| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০৪

লালসালু বলেছেন:
সিদ্ধেশ্বরির মাইয়ারাও
বড়ই কঠিন জিনিস,
ভিকারুন্নেসার মাইয়া পাইলে
হয়ে যাবে ফিনিশ।
ক্যাডেট কলেজের মাইয়ার দিকে
তাকিওনা কভু ভুলে,
ওরা জানে কারাতে
ধরবে তুমার চুলে।
মেডিকেলের মাইয়াদের হাতে
থাকে সিরিঞ্জ-সূই,
গুতা দিয়ে বলবে
"কী করছিস তুই?"

১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৬

পাহাড়ের কান্না বলেছেন:
সিদ্ধেশ্বরির মাইয়া গুলা,
চলে মোটামুটি,
আপনে এত ক্যাম্নে জানেন,
প্রেম করেন কটি?
ভিকারুন্নেসার মাইয়াগুলার,
নাইকো তুলনা,
পড়ালেখা ছাড়া এরা,
কিছুই বুঝে না। :(
কুংফু ক্যারাত জানে যারা
চলবে আমার তাতে,
তা না হলে বলেন তবে,
ক্যাম্নে জমবে রাতে? ;)
মেডিক্যালের মাইয়া পাওয়া,
খুব বেশি নয় EASY।
ঔষধ রোগী নিয়েই এরা,
থাকে খুবই BUSY।

৪৮| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২৮

লালসালু বলেছেন:
হলিক্রসের মাইয়াগুলো
দেখতে লাগে ভালা,
তেঁজগাও কলেজে টাঙ্কি মারলে
পিঠে বাঁধবেন ছালা।
তিতুমীরের মেয়ে হলেও
চলবে মোটামোটি,
জাহাঙ্গিরনগরের মাইয়ার সাথে
বাঁধতে পারেন জুটি।
কৃষি কলেজের মেয়েদের কাছে
শিখবেন মাছ চাষ,
পুরান ঢাকার মাইয়ারা
দিতে জানে বাঁশ।

১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৩

পাহাড়ের কান্না বলেছেন:
ভাইয়ের অনেক অভিজ্ঞতা অনেক কিছুই জানেন।
এত মাইয়া লগে লয়া ক্যামনে টিক্কা আসেন?
এসব কথা ফি ছাড়া বলতে হয় না ভাই,
শিখার আছে অনেক কিছু শিখতে আমরা চাই।
তাইতো বলি লালসালু ভাই খুলেন একটা চেম্বার,
আমিই না হয় হয়া যামু আপ্নের প্রথম মেম্বার।
মাইনসে তখন আপ্নেরে দিবো অনেক দাম,
সাথে দিয়া হৈবো আপ্নের এক্সট্রা কিছু ইনকাম।

৪৯| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫০

ফিরোজ-২ বলেছেন: জটিল জটিল লাগলো ++++

১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৮

পাহাড়ের কান্না বলেছেন: ধইন্য

৫০| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৩

পাহাড়ের কান্না বলেছেন:
আগেই কইসি ইডেন কলেজ,
খুবই ডেঞ্জারাস।
চুপিচুপি আইসা মোরে,
দিয়া গেলো মাইনাস। :(

৫১| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৮

অনির্বান বলেছেন: জটিল হচ্ছে.. চালিয়ে যান
++

১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২৪

পাহাড়ের কান্না বলেছেন:
তোমায় বলি,
শোন অনির্বান-
যুদ্ধ চলবে,
যতক্ষন এই দেহে আছে প্রান।

৫২| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২২

কুঁড়ের বাদশা বলেছেন: মন্তব্যগুলো ঝাঝালো
বুঝা যাচ্ছে বাংলাসাহিত্যে আপনারা ছড়াবেন আলো
ভুলে গেছি পোষ্ট টাই, পড়ে এর মন্তব্য
বুঝতেছিনা কোথায় এর গন্তব্য
চালিয়ে যান
ভাইজান
কেউ হার মানবেন না
কারন শেষ বল না হওয়া পর্যন্ত কিছুই বলা যায় না

১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৭

পাহাড়ের কান্না বলেছেন:
হারজিতের কথা পরে হবে,
যুদ্ধ চলছে-চলবে।
যতক্ষন না প্রধানমন্ত্রি,
নিজে এসে বলবে।

৫৩| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৯

লালসালু বলেছেন:
প্রধানমন্ত্রী যদি থামান মোদের
ক্ষেপবে বিরোধীদল,
বলবে "দুই যুদ্ধবাজ করে
সরকারি দল।
যুদ্ধ যদি বন্ধ কর
ডাকব অবরোধ,
এই সরকারের বিরুদ্ধে
গড়ে তোল প্রতিরোধ।
এই দুই শয়তান (আমরা)
সরকারের দালাল,
এই কথা বলবে
মোয়াজ্জেম হোসেন আলাল।

১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৯

পাহাড়ের কান্না বলেছেন:
সমস্যা কি দুইদলে দুইজন গিয়া,
চালায়া যামু যুদ্ধ।
হয় যদি হোক দুই দলেরই,
নেতা কর্মী ক্ষুদ্ধ।
চুপিচুপি ঘুরমু দুইজন,
ভয় না নিয়ে বীরসে,
দুইজনেই থাকুম তখন,
আলোচনার শীর্ষে।
আলাল ভাইয়ের কথা পরে হবে,
ফিরে সে এলে।
জানেনইতো সে এখন,
মহা দুঃখে কাটাচ্ছে দিন জেলে।

৫৪| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৩

তুষার লাল শাহা বলেছেন: হে হে হে
ঘে ঘে ঘে
পিলাস ...লালু মামা পিলাস

১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪০

পাহাড়ের কান্না বলেছেন: ঐ মিয়া আমি কি দুষ করসি? আপ্নেরে মাইনাস।

৫৫| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৪

তুষার লাল শাহা বলেছেন: হে হে হে
ঘে ঘে ঘে
পিলাস ...লালু মামা পিলাস

৫৬| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৪

তুষার লাল শাহা বলেছেন: হে হে হে
ঘে ঘে ঘে
পিলাস ...লালু মামা পিলাস

৫৭| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৪

তুষার লাল শাহা বলেছেন: হে হে হে
ঘে ঘে ঘে
পিলাস ...লালু মামা পিলাস

৫৮| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৭

লালসালু বলেছেন:
যুদ্ধ বন্ধ না করলে
বলবে সরকারি লীগ,
এই দুইডার পাছায়
জোরে মার কিক।
এই দুইটা যোদ্ধাই
রাজাকার যুদ্ধপরাধি,
আলবদর, শামস হবে
আমাদের উপাধি।

নাউযুবিলাহ যুদ্ধ হারাম
বলবে জামায়াত,
দোয়া করি আমরা যেন
পাই শাফায়াত।

১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৩

পাহাড়ের কান্না বলেছেন:
আমগো নীতিতে আমরা থাকি,
কেন টানেন রাজনীতি।
হুদাহুদি ভেজাল লাগান,
মনে ঢুকান ভীতি।

৫৯| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৭

লালসালু বলেছেন:
তুষার মামা তুমি আমায় দিলে চারটি প্লাস,
লন খাইয়া যান শরবত-ই-তেল এক গ্লাস।

১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৫

পাহাড়ের কান্না বলেছেন:
আপ্নেরে দিসে ৪টা,
আমারে দেয় নাই একটাও।
এতক্ষন কি আমি তাইলে,
লেইকখা গেসি ফাও?

৬০| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৬

লালসালু বলেছেন:
শত বর্ষ আগে :-B

বিদ্রোহী কবি কবিতা লিখতেন
পড়া ফাঁকি দিয়া,
শুনেছি তিনি করেছেন
দুই তিনটা বিয়া।
অল্প বয়সেই পড়ালেখা ছেড়ে
নিয়েছিলেন ছুটি,
তারপরে আসানসোলে
বানাইতেন রুটি।
রুটি বানাইতেন আর
লিখতেন কবিতা,
কল্পনা করে দেখ
কবির সেই ছবিটা।
তিনি ছিলেন ২য়
বিশ্বযুদ্ধের সৈনিক,
দেশে এসে প্রকাশ করলেন
একটা দৈনিক।

এই যুগে B:-/

আপনিও ফাঁকি দেন
পড়ালেখার কালে,
পড়ালেখার কোন দাম নাই
একবিংশ সালে।
আপনিও বানাতে পারেন
পিজা কিংবা পেটিজ, (নজরুলের মত)
দেখবেন অনেক কাস্টমার
যার বেশিরভাগ লেডিজ।
চেষ্টা করেন তাদের ভিতর
কন মেয়েকে পটাইতে,
কতক্ষণ ই বা লাগে
এই ঘটনা ঘটাইতে।
বিশ্বযুদ্ধের বদলে যান
পল্টন ময়দান,
নেতা হইতে পারলে
কর্মীরা গাইবে জয়গান।
মাঝে মাঝে খেতে হবে
পুলিশের ডলা,
জনগনকে রেগুলার পারবেন
দেখাতে সাগর কলা।
বের করতে পারবেন
একটি নিউজ সাইট,
নামি দামি সাইটের সাথে
আপনার হবে ফাইট।

১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১১

পাহাড়ের কান্না বলেছেন:
নজরুলের লগে তুলনা করলেন,
পাইলাম একটু লজ্জা।
দোয়া করলাম শীঘ্রই হইবো,
আপ্নের ফুলশয্যা।
পিজা পেটিজ আবার আনলেন,
রান্না বান্না কেচাল।
আপ্নের লগে এতক্ষন আমি,
পারলাম কিসের প্যাচাল?
চাই না করতে রাজনীতি,
চাইনা হৈতে নেতা।
জনগন আমি অনেক ডরাই,
তারা ভীষন চেতা।

৬১| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৮

বাংলা'র নবাব বলেছেন: পড়তে পড়তে ক্লান্ত। তবে সরাসরি প্রিয়তে, সাথে প্লাসাইলাম।

১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৪

পাহাড়ের কান্না বলেছেন:
এত তাড়াতাড়ি ক্লান্ত হৈলে চলবো কেমনে নবাব?
এখনো তো বাকি আছে অনেক অনেক জবাব।

৬২| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪০

মোহাইমেন বলেছেন:
কুতুবে কুতুব মিনার, কুতুবে ছড়া-ছড়ি
বাধিতে হইবে তাদের, আন কাছা-দড়ি। X(
থামিবে না বুঝি এই বদ, পাজির দল
বই-খাতা তুলে রেখে, লিখেতেছে হরিবোল। /:)

থাম! থাম! থেমে যা 'লাল-পাহাড়'
রান্না না জানিলে, হোটেলে হবে আহার। :-B
বউ! বউ! বলে জুড়িস না কান্না তবে
'দিল্লীর লাড্ডু' ছাড়া ইহা আরকি হবে!! B:-/

-------------------------------------------
ব্যপক মজা পাচ্ছি, চালিয়ে যান :) + ও প্রিয়তে।

১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৯

পাহাড়ের কান্না বলেছেন:
দুইদিকে দুই লাইন,
চালামু না থামমু?
আমি কিছু জানি না,
জানে লাল মাম্মু।

৬৩| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২০

মোহাইমেন বলেছেন:
দুই লাইনে পা রেখে হাটিস না বাবু
পিছলে পড়ে গেলে হাড় হবে কাবু।
'লাল-পাহাড়' দুজনে দারুন ছড়া-সখা
একে ছাড়া অন্যে লাগবে শুধুই ফাকা-ফাকা।

ছড়াবিদ (!!) হতে গেলে লাগে পড়াশোনা
বিদ্যাভূজ হতে হবে লাগে অনেক জানা।
রবি-নজরুল তারা মধ্যযুগের কবি
ব্যাপ্তি ছিলে শুধুই সাদা-কালো ছবি।

এখনতো দুনিয়া এ-ই ছোট্ট হয়ে গেছে
TEA MAKING এর ও MANUAL আছে।
পড়তে হবে তবে, সব কিছুর সাথে
দুরন্ত-দুর্বার হওয়া যাবে তাতে।

-----------------------------------
ছড়ার ভুমিকার স্বার্থে সম্বোধনের ব্যতয়ে মার্জনা প্রার্থনা করছি :)

১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪১

পাহাড়ের কান্না বলেছেন:
মোহাইমেন চলে এলো, গেল লাল ভাই,
দুইজনই এলে পরে রক্ষে যে নাই।
পড়ালেখা টেনে এনে কেন দেন কষ্ট,
নই কোন বড় কবি সমপদস্ত।
জানারতো শেষ নাই,
চেষ্টাটা বৃথা তাই।
হব নাতো কোন কিছু হয়ে যাব ভ্রষ্ট।

৬৪| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫০

মুরুববী বলেছেন:
হইছে থাক আর পড়া লাগত না আইজ, যাও এখন হাত মুখ ধুয়ে মুতে শুয়ে পর।

১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:১০

পাহাড়ের কান্না বলেছেন:
মুরুববী এসে গেছে,
চিন্তা কি আর?
এই বার পাব বুঝি,
ন্যায্য বিচার।
এতজন এক সাথে করে যদি শুরু,
এই আমি একা তবে মরে যাব গুরু।
আপনার কথা মত হইলাম কাইত,
ব্যাপারটা দেখবেন, চলি গুড নাইট।

৬৫| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৮

মুরুববী বলেছেন:

এইতো সোনা ছেলে,
কথা মত চলে,
পড়ালেখা নিয়া বোকা
কত কথা বলে।

শুয়ে পর তবে 'খন
শোনাবোনে গল্প,
পড়ালেখাও করতে হবে
করে অল্প অল্প।

১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৯

পাহাড়ের কান্না বলেছেন:
ওহে গুরু আপনিও করলেন শুরু,
ভয়ে মোর কাপছে বুক দুরুদুরু। :-&

৬৬| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৩৬

লালসালু বলেছেন:
মোহাইমেন আইছে চশমা পইরা,
তারে প্লাস দিলাম চোখ বন্ধ কইরা।

১৬ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৩

পাহাড়ের কান্না বলেছেন:
আপ্নেরে প্লাসাইয়া গেসে সে ভাইগা,
আর কিছু পাই নাই ঘুম থিকা জাইগা।

৬৭| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৫৯

পথে-প্রান্তরে বলেছেন: জটিল হৈছে । :)

১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪২

পাহাড়ের কান্না বলেছেন: ধইন্য।

৬৮| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:১৮

আলিম আল রাজি বলেছেন: বলছেন আমার দিলের কথা।
আন্নেরে তাই ধইন্যাপাতা।

১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৩

পাহাড়ের কান্না বলেছেন: আন্নেরেও ধইন্যাপাতা।

৬৯| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০১

হুলো-বেড়াল বলেছেন: খুব ভাল হইছে....+++

১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫১

পাহাড়ের কান্না বলেছেন: ধইন্য।

৭০| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১৩

আরিয়ানা বলেছেন: অসাধারন লাগলো ! :) :)

১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫১

পাহাড়ের কান্না বলেছেন: ধন্যবাদস।

৭১| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৮

কাব্য বলেছেন:
কোবতে ফলপ্রসু হয়েছে :-B

১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৩

পাহাড়ের কান্না বলেছেন: হ চারিদিক দিয়া যেইভাবে আমারে ধরসে, ফলপ্রসু না হইয়া যাইব কৈ? /:)

৭২| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩১

বিবর্ণ বলেছেন: আসলে আমার পড়তেই ভাল্লাগেনা..... B-)

১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৪

পাহাড়ের কান্না বলেছেন: মূলকথা ;)

৭৩| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৫

রথে চেপে এলাম বলেছেন: পরীক্ষা.... পড়তে ভাল লাগে না :(

১৬ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৪

পাহাড়ের কান্না বলেছেন: আমারও পরীক্ষা আসেন গল্প করি।

৭৪| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৮

মেজো ছেলে বলেছেন:
কি হইবো আর পড়ে বলেন?
বই থুইয়া এবার চলেন

তাস খেলিবো নষ্ট হবো
মনের সুখে বিড়ি খাবো :)

১৬ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৫

পাহাড়ের কান্না বলেছেন:
ওরে আমার সোনার ছেলে,
নষ্ট হৈতে চায়।
নষ্ট ওরে হোসনে খোকা,
ধরি হাতে পায়।

৭৫| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০০

মেজো ছেলে বলেছেন:
একহাতে মোর বিড়ি জ্বলে
অন্য হাতে পানি
নষ্ট হতে আরে দেরী নেই
বৌ পাবো না জানি :(

১৬ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৭

পাহাড়ের কান্না বলেছেন:
বিড়ি খাওয়া ভাল নারে,
গাঞ্জা খাওয়া ধর।
মরতে যদি এতই শখ,
হেরোইন খায়া মর। X((
বৌয়ের দুঃখে কেনরে তুই,
নষ্ট পথে গেলি।
মেজো ছেলে তুই আমার,
কেন কষ্ট দিলে? /:)

৭৬| ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৩

লালসালু বলেছেন:
হায় হায় মেজো ছেলে কিয়ের কথা কয়,
বজ্জাত পুলারে নিয়া আমার যতরকম ভয়।

১৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৭

পাহাড়ের কান্না বলেছেন:

মেজো ছেলের মনে আছে অনেক রকম কষ্ট,
তাইতো বুঝি হৈসে সে এমন পদভ্রষ্ট।
সে খালি খায় বিড়ি
বাপের টাকায় ফিরি(ফ্রি)
হেরোইন আর গাঞ্জা খাওয়া করতে কইসি শুরু,
বুদ্ধিটা কেমন হৈসে গুরু?

৭৭| ১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৭

আবিরে রাঙ্গানো বলেছেন: আরে শালা ফাজিল পোলাপাইনরা করছে কি যে শুরু ,
খোদ ইবলিশ এসব কোবতে দেখলে মানবে এদের গুরু।

কোবতে গুলো জমছে ভাল আবার কথাগুলোও ফাটাফাটি,
তবে চালিয়ে যান গোপনে গোপনে, বৌ দেখলে সব মাটি।

১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৭

পাহাড়ের কান্না বলেছেন:
বৌ নাই কারো এই দুঃখেই এইসব লেখা,
মন কাঁদে হায় কবে পাব প্রানও বৌয়ের দেখা।
আসে যদি বৌ কখনো হয়ে যায় সব ফাঁস,
থাকব কি আর পৃথিবীতে হয় যাব লাশ।

৭৮| ১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫

লালসালু বলেছেন:
সবার মনে দেখি আমার মতন কষ্ট,
তা দেইখা আমার হইল মাথা নষ্ট।
নষ্ট হইয়া গেছে পুলাপাইনের স্বভাব,
সবাই দেখি ফিল করতাছে বৌয়ের অভাব।

১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৬

পাহাড়ের কান্না বলেছেন:

রাইতের বেলা হঠাৎ যখন ঘুম ভাঙ্গিয়া যায়,
খুঁজি আমি হাত নাড়াইয়া আমার ডাইনে বায়।
কষ্টে যায় বুক ফাটিয়া দেখি কেহ নাই,
ঘুম কি আর আসে তখন ক্যামনে বলেন ঘুমাই?

৭৯| ১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩২

লালসালু বলেছেন:
আপনি আমার সমব্যথী আসেন গলা মিলাই, B:-)
রাগে দুঃখে ইচ্ছা করে নিজেরে ধইরা কিলাই। X(
এত দুঃখ নিয়া কেমনে আমি ঘুমাই? |-)
কবে যে হতে পারব আদরের জামাই! /:)

১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৪

পাহাড়ের কান্না বলেছেন:
দুই ভাইয়েতে মিল্লা আসেন দুঃখের গান বান্ধি,
গলায় গলায় মিল্লা আসেন একসঙ্গেই কান্দি।
ঘুম আসেনা তাই আমরা হৈলাম নিশাচর,
বুঝলো নারে মনের ব্যাথা কোন আপন-পর।

৮০| ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৮

তানভীর চৌধুরী পিয়েল বলেছেন:

কোবতে পড়ে, দুখেঃ মনটা হই গেল খান খান, :((
তাই ভাবলাম কমেন্ট করি আমিও একখান। ;)

কোবতে লেখ, কোবতে পড়, এই আশীর্বাদ করি, :-B
কোবতে লেখে, কোবতে পড়ে. সুন্দর দেশ গড়ি। :#)

১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৭

পাহাড়ের কান্না বলেছেন:
আপ্নের আশীর্বাদ পাইয়া আমার মনটা গেল ভইরা,
পোস্টাইতাসি কবিতা খালি গত তিন মাস ধইরা।
বুঝলো না কেউ এ যাবৎকালে মোর কবিতার মুল্য,
কষ্ট দিল মনের ভিতর হ্নদয়ে তুফান তুললো।
জ্ঞ্যানীরা শুধায় কবিদের দাম রয়েছে মরার পরে,
তখন সে দাম মাটি হইয়া মিশবো মাটির ঘরে।

৮১| ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৪

আনহা বলেছেন: কঠিন...
ভালা হইসে...।

২৬ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০১

পাহাড়ের কান্না বলেছেন: ;) ;) ;)

৮২| ২৬ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:০১

হাম্বা বলেছেন: আসছি আমি হাম্বা
কেন তোমরা থাম্বা

২৬ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৭

পাহাড়ের কান্না বলেছেন:
হাম্বা তুমি আসতে করছ দেরি,
বুঝি নাই তুমি ছোড়া নাকি ছুড়ি।

৮৩| ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৯

মোহাম্মদ জিয়াউর রহমান বলেছেন: আপনাদের রম্য কবিতা-যুদ্ধ লাগল অনেক জোশ,
হাসতে হাসতে আমার মন এখন বেজায় খোশ।
লেখার ষ্টাইলে আপনারা দুজন সমানে সমান,
আপনারাই পারবেন রাখতে এই দেশের মান।
চলছে আরো চলুক কবিতা-যুদ্ধ এই অভিলাস,
দুজনকে আমার পক্ষ হতে প্লাস + প্লাস।

২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩১

পাহাড়ের কান্না বলেছেন:
আপ্নেরে দিলাম জোশ একখান ধইন্যা,
দিলাম দোয়া পাইবেন নাইস এক কইন্যা।
সেই কইন্যা নিয়া থাকবেন অনেক সুখে,
লালসালুর মত কেউ যাতে না রুখে

৮৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৯

মোহাম্মদ লোমান বলেছেন: মা-শা আল্রাহ। এতো দেখি কবিতার পাহাড়। প্রিয়তে-

১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০০

পাহাড়ের কান্না বলেছেন: ধন্যবাদ লোকমান ভাই।

৮৫| ২১ শে মার্চ, ২০১০ ভোর ৬:০৬

বিবর্ণ বলেছেন: ভাল লাগল।

২১ শে মার্চ, ২০১০ দুপুর ১:২৯

পাহাড়ের কান্না বলেছেন: অনেক ধন্যবাদ।

৮৬| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ২:৫৩

রুদ্র তুফান বলেছেন: হে হে হে......
সময়টা ভালই কাটলো...... :) :)

০১ লা এপ্রিল, ২০১০ রাত ২:৫৮

পাহাড়ের কান্না বলেছেন: স্বার্থক তবে।

৮৭| ১০ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:০০

হাম্বা বলেছেন: আগেই পড়ছি

১০ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৫৭

পাহাড়ের কান্না বলেছেন:
আসছি আমি হাম্বা,
কেন তোমরা থাম্বা?

৮৮| ১০ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:০৪

নিমা বলেছেন: না বাবু এমন কথা বলেনা ছিঃ
তুমি না ভাল ছেলে...........
+ +

১০ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:০৬

পাহাড়ের কান্না বলেছেন: না আমি পড়তাম না। X(

৮৯| ০৪ ঠা মে, ২০১০ রাত ১:১০

টানজিমা বলেছেন:
আজকাল কার পুলাপাইন কত পাকনা হইছে....:(
তুমাদের বয়স থাকতে আমি বিয়া কি জিনিষ সেইটাই জান্তাম্না..:(
:(:(:(:(

০৪ ঠা মে, ২০১০ রাত ১:২৩

পাহাড়ের কান্না বলেছেন: হ আমার আড়াই বছরের ভাইগ্নাও ইদানিং বিয়া করার আবাদার নিয়া আসে। কয় মামা আমাকে একটা বিয়ে করিয়ে দাউ।:(:(:(:(

৯০| ০৪ ঠা মে, ২০১০ রাত ১:৩৪

ডাইনী বুড়ী বলেছেন: আপনার ব্যথায় সমব্যথী :( । পইত্তে মান চায়না।

০৪ ঠা মে, ২০১০ রাত ১:৪৫

পাহাড়ের কান্না বলেছেন: পইত্তে মন চায় না। :( খালি বিয়া কইত্তে মন চায়। /:)

৯১| ১৪ ই মে, ২০১০ সকাল ৮:৪৯

হাসান মোহাম্মাদ বলেছেন: লাল সালু আর আপনেরে একলগে প্লাস। দইডাই শয়তানের হাড়ি। :) :) :)

১৪ ই মে, ২০১০ দুপুর ১২:২১

পাহাড়ের কান্না বলেছেন: মামু শয়তানের হাড়ি। আমি কিলাম ভালা মানুষ;)

৯২| ২০ শে মে, ২০১০ রাত ১:৪৯

কি নাম দিব বলেছেন: আচ্ছা, এটা কি কোন পত্রিকায় ছাপা হয়েছিলো?
আমি কোথাও পড়েছি মনে হচ্ছে।

প্রিয়তে

২০ শে মে, ২০১০ রাত ১:৫৪

পাহাড়ের কান্না বলেছেন: নাতো আমি কোথাও এই কোবতে দেই নাই। তাড়াতাড়ি মনে করেন কোন জায়গায় পড়ছেন। কেস কইরা দিমু।

নাকি এইহানেই পইড়া? ভুইলা গেছেন।ঠিক কইরা মনে কইরা আমারে জানান।

আর প্রিয়তে নেওয়ার লেগা ধইন্না।

৯৩| ২৩ শে মে, ২০১০ ভোর ৫:৪০

কি নাম দিব বলেছেন: মনে করতে পারছিনা, কিন্তু কোথাও পড়েছি, এটা শিওর। কোন ফান ম্যাগাজিনে। ইনকিলাবের সিগনাল হতে পারে।

ইদানিং না, বেশ আগে। কারণ, এখনকার ফান ম্যাগাজিনে কোন ফান পাইনা, পইড়া মেজেজ খারাপ হয়।

আপনে এটা কবে লিখেছেন?

২৩ শে মে, ২০১০ সকাল ১১:৪১

পাহাড়ের কান্না বলেছেন: কবে লিখেছি তাতো লেখা নেই। তবে ২০০৪/০৫ এ হবে। এটা শিওর।

৯৪| ২৮ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৪

নূর-ই-আল-মামুন বলেছেন: খাইনা আমি সুজি তাই,
অল্প হলেও বুজি।
পড়াশুনা করতে যাইয়া পড়ছি আমি ফান্দে।
বই পত্র দেখলে খালি আমার অন্তর কান্দে।
পরীক্ষা আইলে, মেজাজ খারাপ, জোর কইরা পড়া
মন থাকেনা, ভয় লাগেতো, খাইলাম নাকি ধরা।
নিজেরে দেই বুজ।
চিন্তা বাদ দে, ধুস।
কোনো মতে এই সেমিস্টার
যদি পার হইয়া যাই।
এমন পড়া পড়মু আমি
জুড়ি কোথাও নাই।
.. এরপর আবার
নতুন সেমিস্টার,
প্রতিজ্ঞা ভুলি
কম্ম সাবার...
নতুন ক্লাসে উঠি।
সেমিস্টার ফাইনাল এক্সাম আসলে
নয়া ফন্দি খুজি।

২৯ শে জুলাই, ২০১০ রাত ১:৪৬

পাহাড়ের কান্না বলেছেন:
পড়ালেখার আমি খুঁইজা পাইনা মানে,
কোন হালায় যে আবিস্কার করলো আল্লাহই জানে। X((
করতে বসলে অংক-
মাথায় লাগে জট। /:)
ইংরেজীর কথা কি আর কমু?
ও মাই গড! :-&
বিজ্ঞানের মধ্যে পেজগি ভরা,
ওরে বাপ রে বাপ। B:-)
ইতিহাস জাইনাই বা আমার,
কি হৈব লাভ? |-)
হিসাব বিজ্ঞানে দেখি খালি,
হিসাবের গরমিল। :-/
লক্ষ্য টাকার হিসাব শেষে-
নিজের পকেট NIL. /:)
অর্থ যদি থাকে তবে,
কিসের আবার নীতি? B:-/
সব মিলায়া আমার,
পড়ালেখায় নাই প্রীতি। /:)


৯৫| ২৭ শে আগস্ট, ২০১০ ভোর ৪:৪৬

ছন্দ্বহীন বলেছেন: =p~ =p~ =p~ জব্বর!!

২৭ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৩৯

পাহাড়ের কান্না বলেছেন: :) :)

৯৬| ২৭ শে আগস্ট, ২০১০ সকাল ৯:৫১

সামিউর বলেছেন: ফাটাফাটি । :-B

২৭ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৪৬

পাহাড়ের কান্না বলেছেন: ধন্যবাদ মামু।

৯৭| ২৭ শে আগস্ট, ২০১০ সকাল ১০:৪৩

হুপফূলফরইভার বলেছেন: মামুর তোমার এই কোপ্তেই আমার ইট্টু বালা লাগছে... তাই শোকেছে নিছি!!

২৭ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৫৫

পাহাড়ের কান্না বলেছেন: এত কোপ্তের মধ্যে শুধু একটা ভালা লাগলো তাও ইট্টু?? চরমাফসোশ

৯৮| ২৭ শে আগস্ট, ২০১০ সকাল ১১:১৩

মিরাজ is বলেছেন: পড়তে বসিই না তার উপর ভাল লাগা :(( :(( :((

২৭ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৫৭

পাহাড়ের কান্না বলেছেন: হ :(

৯৯| ২৭ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৪১

অরুনোদয় বলেছেন: লেখাপড়ারে কইস্যা মাইনাচ

২৭ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৫৮

পাহাড়ের কান্না বলেছেন: এক্কেরে কইস্যা X((

১০০| ২৭ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:০১

আহাদিল বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~
পড়তে বসি নিত্য আমি, বসিনা যে তা-না,
আসলে আমার পড়তেই ভাল্লাগেনা।X(


এক্কেবারে খাঁটি কথা!!

২৭ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৩

পাহাড়ের কান্না বলেছেন: এখানে আরো অনেক খাঁটি কথা আছে। ;)

১০১| ২৭ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:১৩

হুপফূলফরইভার বলেছেন: হাচা কতা কৈলে তো মামু তোমার পায়ের নীচে জুতা একপাটিও থাকব না! :P

২৭ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৪

পাহাড়ের কান্না বলেছেন: থাউক কওয়া লাগবোনা। বুচ্ছি :( :(( :(( :((

১০২| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ১২:০৯

আহাদিল বলেছেন: শেষ ভাল যার, সব ভালো তার...।

শেষ দুই লাইন খাঁটি কতা মানে, আগেরগুলান ও খাঁটি কতা। ;)

২৮ শে আগস্ট, ২০১০ রাত ১:০১

পাহাড়ের কান্না বলেছেন: :P :P

১০৩| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ১১:১৯

আরিফ থেকে আনা বলেছেন: খাইছে রে!

২৮ শে আগস্ট, ২০১০ রাত ১১:৫৯

পাহাড়ের কান্না বলেছেন: :-& :-&

১০৪| ২৯ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৩০

গুহামানব বলেছেন: আলহামদুলিল্লাহ

২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:০৯

পাহাড়ের কান্না বলেছেন: :)

১০৫| ০৯ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৮

আধাঁরি অপ্সরা বলেছেন:

পুরা সামু ব্লগার দেখি এখানে এসে কবি হয়ে গেলো!!বাহ বাহ!বেশ বেশ!! =p~ =p~

কবিতায় ঝাঝা!! B-)

০৯ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:২৭

পাহাড়ের কান্না বলেছেন: =p~ =p~

১০৬| ২২ শে জুন, ২০১১ রাত ২:৩৮

ত্রিনিত্রি বলেছেন: এক্কেবারে মনের ছড়া!!!! এখনি এটা প্রিয়তে এবং ফেসবুকে শেয়ারে গেলো!

ওহ, তাহলে এই কারণেই আমার পড়া হচ্ছে না!!! /:) /:) /:)

+++++

২২ শে জুন, ২০১১ রাত ২:৫৫

পাহাড়ের কান্না বলেছেন: আজ পর্যন্ত এমন কাউরে পাইলাম না যার পড়তে ভালো লাগে। পড়তে পড়তে যার বই খাতা ছিড়া ফাইড়া গেছে সেও বলে পড়তে ভাল্লাগেনা আবার যার বই খাতা আমার মত চার বছর পরেও চকচক করে সেও একই কথা বলে, ভাল্লাগেনা /:)

যাউকগা এইটা পইড়া অনুপ্রানিত হওয়ার কিছু নাই। যাউউউউউউউউউ পড়তে বসো X( X(

১০৭| ২২ শে জুন, ২০১১ বিকাল ৩:১৫

ত্রিনিত্রি বলেছেন: না, বসবো না B-) এইটা স্ট্যাটাসে দিছি, সবাই যাতে আমার মনের অবস্থাটা বুঝে। :(( :(( :(( নীচে অবশ্য লিখে দিছি আপনার নাম, যাতে কেউ পিটাইতে চাইলে আপনারে পিটায়! হাহাহা। =p~ =p~ =p~

২২ শে জুন, ২০১১ রাত ১১:২৫

পাহাড়ের কান্না বলেছেন:
মন দিয়ে পড়ালেখা করে যেই জন,
গাড়ির তলে উস্টা খায়া মরে সেই জন।
বই নিলেই মনে হয় আজরাঈল আমার জম,
তাই পড়ালেখা যতটা সম্ভব করতে হবে কম। :P

১০৮| ২২ শে জুন, ২০১১ বিকাল ৩:২৮

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: দারুন কোবতে ভাইজান।

২২ শে জুন, ২০১১ রাত ১১:২৭

পাহাড়ের কান্না বলেছেন: ধন্যবাদ ভাইজান :)

১০৯| ২৫ শে জুন, ২০১১ সকাল ১১:২৫

Dee Dee বলেছেন: আমারো পড়তে ভাল্লাগেনা। :((

২৮ শে জুন, ২০১১ রাত ২:৫২

পাহাড়ের কান্না বলেছেন: পড়ালেখা বড় খ্রাপ জিনিস :(( :((

১১০| ২৫ শে জুন, ২০১১ দুপুর ২:০১

ছোট ভাই বলেছেন: হা হা হা দারুণ মজা পেলাম। :) :)

২৮ শে জুন, ২০১১ রাত ২:৫৩

পাহাড়ের কান্না বলেছেন: তাইলে যাও ছোট ভাই এইবার পড়তে বস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.