![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!
ওগো ধরণী তুমি মোর স্নেহ তরণী
নীল নব গগনে ধবল মেঘের সবল ছড়াছড়ি,
ভ্রমরের গুঞ্জরন মধুমাখা স্বপ্ন শশী
বেলা শেষে বেণুবনে চপলা হরিণী।
ওগো ধরিত্রী তুমি মোর জীবন খাতার রংতুলি
ইচ্ছেমতো যখন যা খুশী তাই আঁকি,
নূপুরের ঝংকার সুরেলা নির্ঝরিণী
বাঁকা চাঁদ গোধূলি রাখালিয়া বাঁশরি।
ওগো ধূলি তুমি মোর অরুণ আলোর ঊষার হাসি
রিমঝিম বৃষ্টির তালে ছুটে চলা কাদামাটি,
ধানী রঙ ফসলের মাঠে কৃষাণীর ছবি
সবুজ আঁচল পাতা রূপের রাণী দিবস যামিনী।
২০ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৩১
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: আসসালামু আলাইকুম ভাই। আপনাকে অশেষ ধন্যবাদ।
২০ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৩৫
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: ভাইয়া, আমি নতুন, বুঝতে পারিনি। ছবি ডিলিট করে দিয়েছি। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই অফুরান।
২| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩৯
খায়রুল আহসান বলেছেন: ওয়া আলাইকুম আস সালাম!
ছবি ডিলিট করে দিয়েছি - অনেক ধন্যবাদ, এটা করার জন্য।
লিখতে থাকুন, আমরা পড়বো।
২০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৪৫
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: স্যার, আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৩৬
খায়রুল আহসান বলেছেন: ব্লগে সুস্বাগতম, শুভ হোক আপনার ব্লগযাত্রা!
কবিতার সাথে ছবিটা কেন? ওটাতো প্রোফাইল পিকচার হিসেবেই আছে।