![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!
ওরে নবীন আয় ছুটে এ দুর্দিন
সত্য কহন হুংকার তুলি তোর নব বীণ,
তোমার হাতেই আসবে আলোকিত সোনালী দিন
না হয় যেন আর কোনো মায়ের আঁচল মলিন।
ওরে পুষ্পের দল উড়িয়ে ঝন্ডা হাতে নিয়ে খন্ডা
পদদলে জুলুম আর যত শঙ্কা,
স্বপ্নডানা মেলে এগিয়ে চলো বাজিয়ে ডঙ্কা
জ্ঞানের উল্কা জ্বেলে কর দূর শত কুন্ঠা।
ওরে চিরযুবা প্রভেদ ভুলে ভোরের গান গেয়ে
জয়ের উল্লাসে নেচে নবীন প্রবীণ মিলে,
ঝড়-ঝঞ্ঝা আর দুর্দশা ঝেড়ে হৃদয়ের দোয়ার খুলে
শান্তির কেতন উড়াই সারাবাংলা জুড়ে।
১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৮:০২
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: অফুরান শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ভাইয়া।
২| ১৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গুরুত্বপূর্ণ লিংক। নিয়মগুলো ভালোমতো পড়ে নিন।
১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৮:০৬
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: ভাইয়া, আসসালামু আলাইকুম। পড়ে নিলাম। অনেক উপকৃত হলাম। ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।
৩| ১৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৫
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: ধন্যবাদ জানাই অফুরান।
৪| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৪৩
খায়রুল আহসান বলেছেন: নবীনদের প্রতি যে আহবান জানিয়েছেন, সেটা ভাল। কিন্তু কবিতায় জোর করে ছন্দ (অন্ত্যমিল) মেলানোর চেষ্টা করবেন না। এতে আসল ভাবনা ও শব্দাবলী অনেক সময় হারিয়ে যায়।
২০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৫৯
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: স্যার, ঠিক বলেছেন। আপনার সুচিন্তিত পরামর্শ মনে থাকবে। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগে স্বাগতম মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শুভ ব্লগিং।