![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!
আমাদের গ্রাম নানা বাহারি বাগানে ঘেরা
তাহার মাঝে আছে যে এক স্কুল সেরা,
জগত জুড়ে নাম যে তার খ্যাতি বিশ্বজোড়া
রূপে গুণে নিরুপমা নামটি তার মারুয়াপোতা।
চারিদিকে মাথা উঁচু সারি সারি গাছ
তার-ই মাঝখানে সবুজ মোদের খেলার মাঠ,
রাস্তা ছাড়িয়ে আছে মস্ত বড় এক হাট
সেখানে কেনা-বেচা শুনতে শুনতে ঝিঝিপোকার ডাক।
গ্রামে আছে গলাগলি ভাব এক জলধারা
নামটি হলো কুম সর্ব লোকের জানা,
বর্ষাকালে কুমের শান্ত জল পার্বণে হয়ে আত্মহারা
এঁকে বেঁকে চলে ছুটে পাগলপারা,
বাঁধনহারা ঢেউগুলো আছড়ে পরে কান্ধায়
আঁচলের গ্লানি মুছে আপন শুচি বিলায়।
ভুলবো না মাগো তোমার গায়ের গন্ধ
হাজার স্মৃতি বিজড়িত মায়া ভরা মুখ,
তোমার নাম নিলে মুখে সুখে ভরে বুক
সেই যে আমার মাতৃভূমি প্রিয়তমা ডাইয়ার কুম।
১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২৬
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। শুভেচ্ছাও শুভকামনা রইলো অবিরত।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন:
বেশ ছন্দময় কাব্যে ভালোলাগা রইলো।
শুভেচ্ছা জানবেন।
অফটপিক- প্রতিমন্তব্য করতে আমাদের কমেন্ট বক্সের ডানদিকে সবুজ বাটনে ক্লিক করলে নতুন একটি স্পেস আসবে তার মধ্যে উত্তর লিখে জমা করলে তবেই আমাদের নোটিফিকেশন দেখাবে।