![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!
তিমিরাচ্ছন্ন ভয়ংকর সমাচ্ছন্ন রজনী
উত্তাল তরঙ্গ প্রবাহিণী
ক্রুদ্ধ হাওয়ায় নিরুপায় এ ধরিত্রী
জেগে আছি নির্ঘুম, গভীর ঘুমের আকুতি।
ভেসে আসে কানে ক্ষুধার্ত কুকুরের আর্তনাদ
উচ্চশব্দে করিতেছে দুরূহ প্রলাপ।
অকস্মাৎ নড়ে উঠে কবজা পিছনের দরজায়
কেঁপে উঠে বুক অজানা দূর আশঙ্কায়।
মৃদু পায়ে খুলি দরজা, দেখি আগন্তুক কদাকার এক ভয়ংকর রূপ!
গচ্ছিত শাঁস বিলিয়ে তাকে রিক্ত হয়ে পূর্ণ করি যত লোভ,
নির্বাক শিরা-উপশিরায় শুরু হলো বিদায়ের ধুম।
অনুভব করি অদৃশ্য হাতের তিগ্ম ছোঁয়া, এলো বুঝি গভীর ঘুম!
©somewhere in net ltd.