![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!
আমি বড্ড ঘৃণা করি তাদের
যারা ডাস্টবিন থেকে নেয় কেড়ে
বেওয়ারিশ কুকুরের উচ্ছিষ্ট খাবার,
নানা কৌশলে ভুখা-শিশু ফাঁকি দিয়ে
হাতপেতে ঘুরে বেড়ায় মানুষের দ্বার।
গন্ধ শরীরে অমৃত বিলায় চুপিসারে
ধনীর অন্দরমহলে রাতের আঁধারে,
অবসন্ন দেহে ঘুমিয়ে পড়ে পথের ধারে
করে ভাগাভাগি কুকুরের সঙ্গে।
টুটে নিদ পুলিশের বেত্রাঘাতে, মিটে তৃষ্ণা পথের কলে,
রাখে ঢেকে খামচানো মুখ ছেঁড়া আঁচলে
পতিতা অপবাদ ঘুচতে দিনের আলোতে।
কেবল প্রচন্ড ভালবাসি তখনই তাদের
যখন নিজের ন্যায্য অধিকার আদায়ে
দু'হাতে চেপে ধরে গলা ভদ্রবেশী জানোয়ারের।
১৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৩
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: আসসালামু আলাইকুম পদাতিক চৌধুরি ভাই। অশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। অনুপ্রেরণা পেলাম। ভালো থাকবেন।
২| ২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:২০
পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। ওয়ালাইকুম আসসালাম। আপনিও ভালো থাকবেন সব সময়।
২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৭
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: ভাইয়া, অনুপ্রাণিত হলাম। অশেষ কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৩
পদাতিক চৌধুরি বলেছেন: ভদ্রবেশী জানোয়ার অতঃপর চলমান সমাজ...এ যেন সমাজের নেপথ্যের চালিকাশক্তি।
কবিতা ভালো হয়েছে।
শুভেচ্ছা জানবেন প্রিয় হোসেন্ ভাই।
আপনি প্রকৃতই সুদর্শন পুরুষ। যদিও সবাই তেমন রুপের অধিকারী নন, ব্লগে ছবি দিতেও লজ্জা পাই... হেহেহে
শুভেচ্ছা জানবেন।