![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!
নিম্নবিত্ত মানুষ থাকি আগলা ঘরে
দিনরাত ইঁদুর-বিড়াল চুর-পুলিশ খেলা করে
তাই দেখে হাসে কুকুর শুয়ে বিছানাতে
শূন্যে দোলে ছাউনি কমজোর খুঁটি
যেখানে সাজানো থরে থরে তোমার প্রতিচ্ছবি
বেড়া ভেদিয়া খিলখিল করে শৈশব জ্যোতি
ছড়ায় আলো তোমার আবছায়া মুখখানি
ভাসে পাটাতন জোয়ারে রিনিঝিনি বৃষ্টির নীরে
কাটি সাঁতার দু'জন ভাবনার অকুল অয়নে
করি বৃষ্টি গায়ে মাখামাখি খেয়ালী মনে
দুঃখ-বেদনায় অনিন্দ্য-সুখ ঝরে
অনুরাগের আলোতেই জীর্ণ কুটির ঝিকিমিকি করে।
২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:০৯
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: ভাইয়া, আপনিও শুভেচ্ছা নিবেন।
২| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ১০:২০
নেওয়াজ আলি বলেছেন: সাখাওয়াত স্বাগত বগ্লে। আপনি ভালো কবিতা লিখেন দেখছি
২০ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৩০
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: অনুপ্রেরণা পেলাম। অশেষ কৃতজ্ঞতা ও শুভকামনা জানাই। ভালো থাকবেন ভাইয়া।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১৬
পদাতিক চৌধুরি বলেছেন: নির্মোহ বাস্তবতা কাব্যে উঠে এসেছে।++
শেষ দু লাইন সুপার্ব হয়েছে।
শুভেচ্ছা নিয়েন প্রিয় হোসেন ভাই।