![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!
বছর শেষে ক্যালেন্ডার ঘুরে
১৬ই ডিসেম্বর এলো ফিরে,
লাল-সবুজের নিশান উড়িয়ে
বিজয় আনন্দ উঠলো মেতে সারা বাংলার ঘরে।
একাত্তর-এর এইদিনে
স্বাধীন বাংলার আওয়াজ তুলে,
সোনার ছেলেরা যুদ্ধ করে
রক্ত দিয়ে আনলো বিজয় এ ডিসেম্বরে।
এ বিজয় আনন্দে অনেক কষ্ট আছে
দামাল ছেলেরা যুদ্ধে গেল নতুন আশার ভোরে,
পাকবাহিনীর সাথে সীমাহীন যুদ্ধে
দেশের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছে তাতে।
লাল-সবুজের প্রেরণায় যাব এগিয়ে
আর হবেনা শোষণ মাগো তোমার আপন ঘরে,
বিশ্বের কাছে সবার মাঝে রাঙা প্রভাত হয়ে
বছর ঘুরে এদিন যেন বারবার আসে।
২৫ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১০
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: ভাইয়া, আপনার ভালোবাসা ও প্রেরণা যে আমার সাথে সবসময় রয়েছে তা আমি জানি। আপনাকে দারুণভাবে মিস করি। আপনে দেরিতে হলেও আসবেন সে বিশ্বাস আমার আছে। আপনার প্রেরণাই আমাকে এগিয়ে নিয়ে যাবে।
ভালো থাকবেন, শুভেচ্ছা ও শুভকামনা জানাই অবিরাম।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: সরি।১৬ ডিসেম্বরে না এসে এতটা পরে এসেছি।বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। কাব্যে ভালোলাগা।
শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।