![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!
কত সভা কত সেমিনার মধুর মধুর ভাষণ
সবই যেন গালভরা বুলি মিথ্যে প্রহসন-
নিষ্পাপ শিশু অমূল্য রতন
লেখাপড়া শিখে গড়বে সুন্দর ভুবন।
আজও দেখি কত শিশু অনাহারে
কোমল হাতে করে কাজ কাঁদিতে কাঁদিতে
কর্তাদের বাড়ি আর কারখানাতে
শিশু অধিকার বন্দী শুধু কথার ঝুলিতে।
কত কচি মন মুকুলেই যাচ্ছে যে ঝরে
পায়না খেতে করে কাজ পাঠশালা ছেড়ে,
লোভী মালিক সুযোগ বুঝে কৌশলে
শিশু পেয়ে দেয় না দাম সভ্য এ সমাজে।
বন্ধ হোক শিশু শ্রম
আজ মোরা করি এ পণ,
জোছনার রঙ মেখে ফুলে ফুলে সেজে
বই হাতে যাবে শিশু নিজ নিজ পাঠে।
২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৮
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: অশেষ ধন্যবাদ ভাইয়া, আপনাকে পেয়ে ধন্য হলাম। ভালো থাকবেন।
২| ২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৩
নীল আকাশ বলেছেন: কবিতা ভালো লেগেছে এবং সাথের ছবি মানানসই।
২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১:০০
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: পোস্টে লাইক ও মন্তব্য করে প্রেরণা দেয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা ভাইয়া। ভালো থাকবেন ।
৩| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:২১
পদাতিক চৌধুরি বলেছেন: বিপন্ন শৈশব! বিপন্ন মানবতা।
এমন দৃশ্য আমার খুব কষ্ট লাগে।
২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:০২
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
আজকের শিশুই আগামীর কর্ণধার। তাই তাদের সঠিকভাবে বেড়ে উঠার সুযোগ আমাদেরই নিশ্চিত করতে হবে।
ভালো থাকবেন ভাইয়া।
৪| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:২২
পদাতিক চৌধুরি বলেছেন: কাব্যে নির্মোহ বাস্তবতা++
পোস্টে লাইক।
শুভেচ্ছা প্রিয় হোসেন ভাইকে।
২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:০০
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
অশেষ কৃতজ্ঞতা ভাইয়া পোস্টে মন্তব্য ও লাইক দিয়ে অনুপ্রেরণা দিয়ে যাবার জন্য।
ভালো থাকবেন।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৬
অজ্ঞ বালক বলেছেন: সুন্দর কবিতা।
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৭
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
অশেষ কৃতজ্ঞতা ভাইয়া। ভাল থাকবেন।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৩
নয়ন বড়ুয়া বলেছেন:
অসাধারণ দাদা...
মন ছুঁয়ে গেলো...
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৮
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
ভাল থাকবেন ভাইয়া, মন্তব্যেে অনুপ্রাণিত হলাম।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩২
নীল আকাশ বলেছেন: আরে আপনি এখানে নাকি? সুস্বাগতম ব্লগে।
ব্লগে একাউন্ট খুলেছেন আমাকে জানাবেন না?
ভালো থাকুন।