![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!
কুয়াশা চারিধার, ভয়ানক অন্ধকার
নীহারিকা পথ হারায় বারবার
দুঃখ-কষ্ট জীবন মিলেমিশে একাকার
আলিঙ্গনে পাইনি কোন উপহার
কুকুরের সাথে ভাগ করে খাই উচ্ছিষ্ট খাবার।
রুগ্ন দেহে ছেঁড়া বস্ত্র গায়
কাগজ কুড়াই ফুটপাতে, ঘুমাই রাস্তায়
ঝড়, বৃষ্টি আর অনাদরে কষ্ট পাই অবহেলায়
চোখ রাঙ্গিয়ে সবায় দূরদূর করে তাড়ায়।
স্বাধীনতা দিবসের মানে আমাদের জানা নাই
বাঁচার তাগিদে প্রতিনিয়ত করে যাই লড়াই
আমাদের জীবনে ভালোবাসার নেই কোন বড়াই
মায়ের দেয়া নামে কেউ ডাকে না, সবাই বলে টোকাই।
১৩ ই মার্চ, ২০২১ দুপুর ১২:০৭
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: অশেষ কৃতজ্ঞতা জানাই ভাইয়া অনুপ্রেরণা ও সুন্দর পরামর্শ দিয়ে যাওয়ার জন্য।
ভাল থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।
২| ১৯ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫৯
নেয়ামুল নাহিদ বলেছেন: বাস্তব চিত্র এঁকেছেন। ভালো লেগেছে।
২১ শে মার্চ, ২০২১ সকাল ১০:৩৮
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভাল থাকবেন ভাইয়া, শুভেচ্ছা জানাই অবিরাম।
৩| ২৩ শে মার্চ, ২০২১ রাত ২:৪৩
রেজওয়ান ইসলাম বলেছেন: সুন্দর অন্তমিল এবং অর্থ।দারুন লিখেছেন।
২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৮
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ জানাই। ভাল থাকবেন ভাইয়া।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০২১ রাত ১০:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: নির্মোহ বাস্তবতা কাব্যে উঠে এসেছে। বিষণ্ণ ভালো লাগা রইলো।
আপনি আরও একটু নিয়মিত হওয়ার চেষ্টা করুন। একই সঙ্গে মডারেটরকে মেইল করতে অনুরোধ করবো। বহুক্ষেত্রে উনি মেইল করলে প্রথম পাতায় স্থান দেন।
নিরন্তর শুভেচ্ছা প্রিয় সাখাওয়াত হোসেন ভাইকে।