![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!
আসিবে যখন অন্তিম আগমন
মুদিবে আঁখি, হইবে পর পরিচিতজন,
কালো মেঘে যাবে ছেয়ে শরতের গগন
নামিবে অসময়ে জনতার ঢল
উঠিবে কলরব ব্যস্ততার জোর সোরগোল।
সাজায়ে মোরে বরের সাজে
দগ্ধ-হৃদয়ে শ্যামলিমা ধরণী ছেড়ে
বরণমালা গলে যাব নব ঘরে,
পড়শী হয়ে বিজনে থাকিব সেথা
অশ্রুজলের সাথে একাকী কহিব কথা।
নিস্তব্ধত রাতে খুঁজিবে না আর
রাতজাগা শিহরিত কম্পিত ঠোঁট
ভাবতেই শ্রাবণধারা চোখ ফুঁপিয়ে উঠে বুক,
তবুও নীল চোখ খুঁজে বেড়ায়
আশ্বিনের সকালে ঘাসের ডগায় সোনাঝরা রোদ।
০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ১২:১০
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
আমিন। ভাল থাকবেন ভাইয়া। শুভেচ্ছা জানাই অফুরান।
২| ০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।
০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:২৪
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই । ভাল থাকবেন ভাইয়া।
৩| ০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ২:৩৭
জগতারন বলেছেন:
নিস্তব্ধত রাতে খুঁজিবে না আর
রাতজাগা শিহরিত কম্পিত ঠোঁট
ভাবতেই শ্রাবণ ধারা চোখ ফুঁপিয়ে উঠে বুক,
তবুও নীল চোখ খুঁজে বেড়ায়
আশ্বিনের সকালে ঘাসের ডগায় সোনাঝরা রোদ।
সুন্দর কবিতা!
০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ২:৪২
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
পোস্টে লাইক ও মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য অশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই।
ভাল থাকবেন ভাইয়া।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৬
আলমগীর সরকার লিটন বলেছেন: এ সময়ের আবদার কবি দা মহান আল্লাহ রহম করুন আমিন