![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!
বৃষ্টিস্নাত রুপালী কুমের জলে নাহিয়া চঞ্চলা হরিণী
আঁচল ভরি নেয় তুলি লতা-কলমি গীত গাহি,
অপরূপ রূপেতে শাপলা-শালুক মালা গাঁথি
পরিয়া গলে ছিটাইয়া জল চলে পথ পদচিহ্ন আঁকি,
দেখিয়া তারে আঁখি না ফিরে ছাড়ায় দ্যুতিরাশি।
শুভ শরতে ওগো বালিকা তুমি নববধূ সাজি
দূর গাঁও যাও চলি লাজুক লাজুক ঘোমটা টানি
স্বর্ণলতা ডগার মত সরু দেহখানি ঝিরিঝিরি পবনে দোলি
উর্বসী নয়নজলে কাঁপা কাঁপা হাতে লয়ে অর্দ্ধফোটা চেরি।
ওগো ধরণী বৃষ্টির সুরে কেনো কাঁদাও নয়নজলে ভাসি
বিজন পথে সখা বিহনে আপন ঘরছাড়ি,
ভুলিতে কষ্ট কুমের অনঘ জলেভাসি খেলি জলকেলি
একবার ভাসি একবার ডুবি ক্রূরমতি নিয়তি
স্বস্তির আশায় বিদগ্ধ মনে ক্লান্তির নোনাজল ফেলি।
০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৮
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।৷
ভাল থাকবেন ভাইয়া।
২| ০৪ ঠা এপ্রিল, ২০২১ দুপুর ২:০৯
জগতারন বলেছেন:
সুন্দর!
লাইক দিলাম।
০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৬
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
পোস্টে লাইক ও মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য অশেষ ধন্যবাদ।
ভাল থাকবেন ভাইয়া।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৩:০২
সিগনেচার নসিব বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৩
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা রইল। ভাল থাকবেন ভাইয়া।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৪:১০
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানাই। ভাল থাকবেন আপু।
৫| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৩২
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১:৪৫
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: অনুপ্রাণিত হলাম ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।