নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সহজ মানুষ। পড়া এবং জানা আমার নেশা।[email protected]

মোহাম্মদ সাখাওয়াত হোসেন

সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!

মোহাম্মদ সাখাওয়াত হোসেন › বিস্তারিত পোস্টঃ

নিমন্ত্রণ

০৪ ঠা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩১


আমাগো বাংলাদেশে এমন কেউ আছে কইয়া আমার মনে নাই যে শাপলা চিনে না। হারাবিশ্বে প্রায় আশি হান জাতের শাপলা দেহা যায়, তার মধ্যে সাদা রংয়ের শাপলা অইলো আমাগো জাতীয় ফুল। সাদা অইলো পবিত্রতার চিহ্ন। তাই সাদা শাপলাই জাতীয় ফুল হওয়া উচিৎ অইছে। এই শাপলা ফুল আমাগো দেশের খালে-বিলে অহরহ ফোইট্টা থাহে।
বর্ষাকালে আগে আমাগো বাড়ির সামনে কুমে মেলা ফোটতো। তহন কুম মেলা ক্ষাই আছিলো, অনেক পানি থাকতো, লগি ঠাঁই পাইতো না। কেড়াই নাও, গয়নার নৌকা চলতো আর নৌকা বাইচ অইতো। আমরা বন্ধুরা সবাই মিল্লা হলডুগানি খেলতাম আর নৌকা বাইচ দেকতাম। অনেক মজা অইতো।
ডুবাইয়া শাপলা আর শালুক তুলতাম। শাপলার ডাঁটা ভাজি আর শালুক পুড়া এতই স্বাদ আছিলো যে আমরা রসুই ঘরেই খাওয়া শুরু কইরা দিতাম। শাপলার ভাটের খৈ আর মুয়া খাইলে হারাদিনে আর খাওয়ার কতা মনে অইতো না।
আমাগো কুমের পানি মেলা টলটলে। যহন চান্দের মনভরা জোছনার মায়াবী আলো কুমের পানিতে চুমু খায় তহন ঝলমল কইরা পানি ঝিলিক পারতে থাহে, মনে অইতো পুরা কুম খিলখিল কইরা হাসতাছে। এই হাসির মনকাড়া দৃশ্য কোনদিন ভুলবার না।
তয়, এহন মাটি ভরাট করে কুমের সৌন্দর্য আর রূপকে আরো মায়বী ও জাদুকরী করা অইছে। কুমের চার পাড় নানা জাতের বাহারি সবুজ গাছে ঘেরা। গাছে সারাদিন পাখি কিচমিচ করতেই থাহে। কুম যেন রূপের সিংহাসন নিয়ে বসে আছে। প্রকৃতি কুমকে সাজাতে গিয়ে কোনো কিছুর কমতি রাহে নাই।
তাইতো, প্রতিদিন দূরদূরান্ত থাইকা মেলা মানুষ মুগ্ধ হয়ে মন জুড়ানো কুমের অপরূপ সৌন্দর্য্যকে একনজর দেকতে আসে।
আপনারা যারা এখনো এই মনোরম চোখ ধাঁধানো দৃশ্য দেকতে ফুরসত পাননাই তারা চোখ ও মনের প্রশান্তির জন্য একটিবার ঘুরে যাবেন। আপনাদের সবার কাছে আদর ভরা নিমন্ত্রণ রইলো।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

আমি সাজিদ বলেছেন: চমৎকার স্মৃতিচারণ। কুম মানে কি?

০৪ ঠা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১০

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:

'কুম' আমাদের আঞ্চলিক শব্দ। যার অর্থ খাল বা জলাধার। অতীতে এখানে সারাবছর পানি থাকত।
পোস্টে লাইক ও মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য অশেষ ধন্যবাদ। ভাল থাকবেন ভাইয়া।

২| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন:
আপনার জন্য।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১:৪৮

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: ফুলের সুবাস ছড়িয়ে থাকুক সবার অন্তরে …
ভাল থাকবেন ভাইয়া।

৩| ০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:২৪

জগতারন বলেছেন:
তয়, এহন মাটি ভরাট করে কুমের সৌন্দর্য আর রূপকে আরো মায়বী ও জাদুকরী করা অইছে। কুমের চার পাড় নানা জাতের বাহারি সবুজ গাছে ঘেরা। গাছে সারাদিন পাখি কিচমিচ করতেই থাহে। কুম যেন রূপের সিংহাসন নিয়ে বসে আছে। প্রকৃতি কুমকে সাজাতে গিয়ে কোনো কিছুর কমতি রাহে নাই।
তাইতো, প্রতিদিন দূরদূরান্ত থাইকা মেলা মানুষ মুগ্ধ হয়ে মন জুড়ানো কুমের অপরূপ সৌন্দর্য্যকে একনজর দেকতে আসে।
আপনারা যারা এখনো এই মনোরম চোখ ধাঁধানো দৃশ্য দেকতে ফুরসত পাননাই তারা চোখ ও মনের প্রশান্তির জন্য একটিবার ঘুরে যাবেন। আপনাদের সবার কাছে আদর ভরা নিমন্ত্রণ রইলো।


তয় জামুয়ানে বেড়াইতে আপনাগো ঐ'হানে।
উঠবানে কোথায় ?
আপনাগো ওহানে হোটেল-ঠোটেল আছে ?
না থাকলে আপনার ঠিকানা দেন, আপনাগো বাড়ীতে মেজবান অইবানে (!)
তাইলে আপনার ই-মেইল দেন।
যাওয়ার আগে আপনারে ই-মেইল কইরা জামুয়ানে।
আমার ই-মেইলঃ করিমডটএকেম@জীমেইলডটকম।

০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৯

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: আপনে ভাই আইয়া আমাগো বাইত্তে থাকপেন, আর দুই ভাই মিল্লা কুমের ঠান্ডা পানিতে নাইয়া শাপলা ভাজি দিয়া গরম গরম ভাত খামুনে।
ভাল থাকবেন ভাইয়া।

৪| ০৯ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: আঞ্চলিক ভাষায় বেশ ভালো লাগলো। শাপলার সৌন্দর্যে ভরপুর...

শুভেচ্ছা জানবেন হোসেন ভাই।

০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই অনুপ্রেরণা দিয়ে যাবার জন্য।
ভাল থাকবেন ভাইয়া।

৫| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১:০৯

জগতারন বলেছেন:

মোহাম্মদ সাখাওয়াত হোসেন :
ওঃ মেবাইঃ
আমিতো থহি বইদেশে (যুক্ত রাষ্ট্রে)। হাওই জাহাজে আসতে অইবো।
ঢাহা হাওই জাহাজ ঘাট থিকা কি কেরাইয়া নাও না গয়নার নাও লইতে অবে। নাকি হুকনা মটরে আহা যাবে ?
তয় সত্যিই একডা কথা; আমি কিন্তু শিগ্রই ঢাহা আমু। হেই পরিকল্পনা গত বছরের অক্টবর মাস থিকাই করতে-আছি। খালি "নকল-হেড" (একখান ইংরাজী ভাবার্থ লাগাইয়া দেলাম যার অর্থ; আপদ)-এর জেন্যে আইতেছিনা। তয় হাওই জাহাজের টিগিড'ও কিন্তু কাডা হইয়াগেছে যা স্থগীত অবস্থায় আছে।

১০ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১২

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: আপনে কোনো চিন্তা করবেনা না ভাই, আপনে খালি ঢাহা নাইময়্যা আমারে য়্যাকহান ফোন দিবেন, অমনেই আমি য়্যাকটা অটো নিয়া দৌড়াইয়া আইয়া পড়ুম।
দেশের দিনকাল ভাল না, নিরাপদে থাইক্কেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.