নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সহজ মানুষ। পড়া এবং জানা আমার নেশা।[email protected]

মোহাম্মদ সাখাওয়াত হোসেন

সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!

মোহাম্মদ সাখাওয়াত হোসেন › বিস্তারিত পোস্টঃ

আহাজারি

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১:১৪


আজ যত সুখ হলো যে দূর
ধর্ষণ করে জ্বালিয়ে দিলো রাস্তার কুকুর
থাকি ঘরের কোণে আঁচলে ঢেকে মুখ,
কি বীভৎস শত ধ্বনির আত্ম চিৎকার
শোনার মতো কেউ নেই জানাই ধিক্কার,
চারিদিকে নষ্টের বসবাস করে তিরস্কার
আমি ধর্ষিতা অপবিত্র করেছি জগৎসংসার।

ধর্ষিতা বোনের কান্নার আহাজারি
তোমার দেহে যদি না খেলে রক্তের হোলি,
কেমন ভাই তুমি কর স্নেহের বাহাদুরি?
শরমে মরি, মসজিদের ইমাম সেজে করে ধর্ষণ
পাড়ার মুসল্লী ইজ্জতের ভয়ে নিশ্চুপ যখন!

ধর্ষিতা পায়না বিচার আজব এ দেশ
পদে পদে ঘুণে ধরা এ সমাজ অসুস্থ বিবেক,
এসো যত ধর্ষিতা নারী কান্না ভুলে হুংকার তুলি
যাদের প্রশ্রয়ে আজ আমি রক্তাক্ত বিবস্ত্র নারী
প্রকাশ্যে রাজপথে তাদের গুলি বর্ষণ করি।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রতিবাদী কবিতা। সুন্দর।

১০ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:০২

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:

এ প্রতিবাদ হোক সর্বত্র।
অশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। ভাল থাকবেন ভাইয়া।

২| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৪৮

রাজীব নুর বলেছেন: কবিতা বন্ধুকের চেয়ে কম নয়।

১০ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:১৪

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:

এখন সময় শুধু গুলি করবার!
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন। শুভ সকাল।

৩| ১০ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৭

নেওয়াজ আলি বলেছেন: বেদনাদয়ক কবিতা, খুব সুন্দর

১০ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫২

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:

মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য অশেষ কৃতজ্ঞতা।
ভাল থাকবেন ভাইয়া ।

৪| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৪

রেজওয়ান ইসলাম বলেছেন: অসাধারন কবিতা।ভাল লাগলো।

১১ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৬

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ জানাই ।
ভাল থাকবেন ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.