নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সহজ মানুষ। পড়া এবং জানা আমার নেশা।[email protected]

মোহাম্মদ সাখাওয়াত হোসেন

সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!

মোহাম্মদ সাখাওয়াত হোসেন › বিস্তারিত পোস্টঃ

পথশিশু

১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১:০৪


আমরা পথশিশু জম্ম পরিচয় নাই
জীবনভর হই পদপিষ্ট, কেউ বলে টোকাই,
বুকে যন্ত্রণা নিয়ে চলি জীবনের অলিগলি
ভালবাসার ফুলকলি ছিঁড়ে নিভি আর জ্বলি
মনের কথাকলি কেউ শুনে না আমরা পথের ধুলি,
কে বাবা, কে মা জানিনাতো কিছু
পথে হাঁটতে হাঁটতে হলাম পথশিশু।

ঘরবিহীন আকাশের নিচে থাকি ফুটপাতে
ছেঁড়া আঁচলে হাতপেতে ঘুরি অনাহারে,
ভিক্ষার বদলে নেয় মুখ ফিরিয়ে দিনের আলোতে
রাতের আঁধারে জ্যোৎস্না বলে ডাকে সবে,
সুযোগ বুঝে ইশারায় চুপচাপ নেয় আড়ালে
উদার সেজে করে আদর টেনে নিয়ে বুকে,
করে টানাটানি ভাগ্য নিয়ে মহাসমাবেশে
হয়ে যাই পথমাতা, পথবাবা হয়না কেউ এ সমাজে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১:৪১

রাজীব নুর বলেছেন: আমি চাই কেউ পথে থাকবে না।

১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১:৪৭

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: ঠিকানা বিহীন মানুষগুলোর একটু ঠাঁই আমিও চাই।

২| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:



এই মর্মান্তিক ছবিগুলো শেখ হাসিনার জন্য কলংক হয়ে থাকবে।

১৭ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:৪৯

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:

এ কলঙ্ক পুরো জাতির।
ভাল থাকবেন ভাইয়া, শুভেচ্ছা জানাই অবিরাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.