![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!
উত্তরায়ণ কহে
ওহে দক্ষিণায়ন,
ত্রিকাল কেবলই ছলনা
সাজাও যত চতুরঙ্গসেনা।
পঞ্চরত্ন আড়ালে
মুচকি হাসে মায়াজালে,
নিষ্ফল সর্ব কুলে
ষড়রিপুর মোহনে।
দক্ষিণায়ন শয়নে
সায় দেয় নয়নে,
সপ্তস্বর্গ আর অষ্টকাল
জানি মিছে হবে সবই
সাঙ্গ করি আয়ু-খানি।
১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৫
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
ভাল থাকবেন।
২| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৭
খায়রুল আহসান বলেছেন: সাঙ্গ হবে যখন আয়ু,
ঊর্ধ্বাকাশে যাবে প্রাণ বায়ু,
ষড়রিপুর হিসেব হবে শুরু,
বাদ যাবে না শিষ্য, বাদ যাবে না গুরু।
১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২১
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
ঠিক বলেছেন ভাইয়া,
উড়ে গেলে প্রাণ বায়ু
থাকবে না কোনো ভেদাভেদ
কে শিষ্য কে গুরু।
৩| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৬
রাজীব নুর বলেছেন: মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে।
১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১:০১
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
আমিও চাই না,
তবুও নিরবে একদিন যেতে হবে চলে।
শুভেচ্ছা জানাই অফুরান। ভাল থাকবেন ভাইয়া।
৪| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ।
১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১:০৩
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
মন্তব্যে অনুপ্রাণিত হলাম ভাইয়া।
ভাল থাকবেন । শুভ রাত্রি।
৫| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১:২২
সিগনেচার নসিব বলেছেন: চমৎকার কথামালা
১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১:৩৩
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
ভাল থাকবেন।
৬| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১:৩৬
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর প্রকাশ ।
১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১:৫০
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
অশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই।
ভাল থাকবেন ভাইয়া।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৪
শোভন শামস বলেছেন: ভাল লাগল