নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সহজ মানুষ। পড়া এবং জানা আমার নেশা।[email protected]

মোহাম্মদ সাখাওয়াত হোসেন

সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!

মোহাম্মদ সাখাওয়াত হোসেন › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতির প্রতিশোধ।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১:৫৩


প্রকৃতি আজ মেতেছে চরম প্রতিশোধ নিতে
ধ্বংসলীলায় দাঁড়িয়ে মৃত্যু ঘন্টা বাজিয়ে,
লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল বাঁচাও মুখরিত শ্লোগানে
কম্পিত পৃথিবী নিচ্ছে হিসেব কড়ায়গণ্ডায় পাল্লাতে।

বিজ্ঞানের যত অহংকার নিভৃতে কাঁদে
অদৃশ্য কীট করোনার মরন ফাঁদে,
কদম ফুলের রূপে মহামারী করোনার ভয়ে
আধুনিক বিশ্ব আজ খাঁচায় বন্দি লোকালয় ছেড়ে।

একবার ভাবি এইযে রাস্তা-দালান সারি সারি
করছে নিশ্চিহ্ন ঘাসফড়িং আর কত ঘাস কচি কচি,
ঝড়বৃষ্টি আর করাল করোনা মহামারী
শত দূষণের ফলে ভারাক্রান্ত আজ প্রকৃতি।

আজ মানুষ গৃহবন্দী মৃত্যুর সঙ্গে করে সন্ধি
এসব কিছুর জন্য আমরাই দায়ী মানবজাতি,
যেদিকে তাকাই চারিদিকে মুমূর্ষু পৃথিবী
কেউ শুনছে না মানবজাতির বেদনার আর্তি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:০৩

জগতারন বলেছেন:
কবিতা আমার খুউব ভালো লাগলো।
কবি মোহাম্মদ সাখাওয়াত হোসেন অভিন্দন জানাই।

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৪

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
ভাল থাকবেন ভাইয়া।

২| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১১

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:


শুভেচ্ছা ও শুভ কামনা রইল অবিরত।
ভাল থাকবেন ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.