নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সহজ মানুষ। পড়া এবং জানা আমার নেশা।[email protected]

মোহাম্মদ সাখাওয়াত হোসেন

সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!

মোহাম্মদ সাখাওয়াত হোসেন › বিস্তারিত পোস্টঃ

করোনা।

২১ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৩০


চারিদিকে লাশের গন্ধ ভয়ানক পরিস্থিতি
আশেপাশে কেউ নেই এ যেন ভুতুড়ে নগরী,
এমন অদ্ভুত জীবনী কখনো দেখিনি
করাল করোনা তুমি বড়োই মহামারী।

করোনা তুমি ধ্বংসের সাথে কর কোলাকুলি
আপনজন ছিনিয়ে নিয়ে কর অট্টহাসি,
বিপন্ন মানবতা,বিপন্ন অর্থনীতি,সর্বত্রই তোমার বাহাদুরি
হাসি,কান্না আর ভালবাসা সেখানেও তোমার ছড়াছড়ি।

একবার ভেবেছো কি করোনা তুমি
আমরা হলাম শ্রেষ্ঠ সৃষ্টি মানবজাতি,
বুকে নিয়ে সাহস তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি
সেবার ঝাণ্ডা নিয়ে হাতে সুস্থ পৃথিবী গড়ি।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৩৪

শায়মা বলেছেন: প্যারিসের চিঠি শুনছিলাম সেদিন অডিও। স্প্যানিশ ফ্লু এর কথা বলা হয়েছে সেখানে। কি ভয়াবহ সেসব দিন কাটিয়ে এসেও আমরা আজ করোনার কবলে পড়েছি। কবে মুক্তি জানা নেই আমাদের আর।:(

২১ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৪১

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:



ছোট্ট একটি ভাইরাস শিক্ষা দিচ্ছেন সারা পৃথিবীর মানুষদের।
ভাল থাকবেন, সুস্থ থাকবেন ।

২| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৫৩

ওমেরা বলেছেন: মানুষ সব বিপদ পেরিয়ে এগিয়ে যাবেই ।
কবিতা সুন্দর হয়েছে। ভালো থাকবেন।

২১ শে এপ্রিল, ২০২১ রাত ১০:১৬

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:

ইনশাআল্লাহ অচিরেই আঁধার পেরিয়ে ভোরের আলো ফুটবেই।
ভাল থাকবেন, শুভেচ্ছা জানাই অবিরাম।

৩| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৫৯

নেওয়াজ আলি বলেছেন: মহামারীর কারণে লকডাউনে কয়েকটা ভিডিও দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে পথশিশু খেতে পাচ্ছে না শ্রমজীবি মানুষের অর্থদণ্ডে কান্না হৃদয় বিদারক ।

২২ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৮

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: বড়লোকের গাড়ি রাস্তায় ঠিকই চলছে, গরীবের বেলায় যত লক ডাউন।
ভাল থাকবেন ভাইয়া।

৪| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: একটু আগে বেশ ঝড় হয়ে গেলো।
এই ঝড়ে যদি সমস্ত করোনা ভেসে যেত।

২২ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২৪

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:

তাহলে-তো খুব ভাল হত ভাইয়া। আল্লাহ চাইলে সব সম্ভম । করোনা পজিটিভ থেকে আল্লাহ-ই আমাকে বাঁচিয়েছ।
আলহামদুলিল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.