![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!
ওগো আমার দিবস ওগো রজনী
তুমি নিত্য নৃত্যে যাও চলি
নব প্রভাতে নব সাজে কালো কেশে মুখ ঢাকি,
আপন নীড় ছাড়ি পিছন ফিরে ফিরে চাহি
পুরোনোকে দূরে ঠেলি নতুনেরই লাগি
পদদলি আমারই ভালোবাসার তরুলতা ছিঁড়ি।
তোমারেই আমি করিছিনু আপন শূন্য এ ধরায়
নিদ্রাহীন চোখে তারার আলোকে
নিয়েছিনু টানি বুকেরই মাঝায়,
হৃদয়ের দোয়ার খুলি ভালোবাসার সবি
গ্রহ নক্ষত্র শশী দিয়েছিনু আঁচল ভরি
অজানা সুরে মাতিয়া নিকড়াইয়া তরী।
ওগো তুমি ফিরে এসো মুগ্ধ নয়নে
চাহি-গো তোমায় সদাই মনের আলিঙ্গনে,
ভালোবাসার আদরে নিবিড় চুম্বনে
কর ব্যাকুল নামহারা ফাগুনের ফুলগন্ধে,
আজও আমি বরণডালা নিয়ে হাতে বরের সাজে
এসো ফিরে বাঁধন ছিঁড়ে নব ভালোবেসে।
২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৪
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
কেউ ছেড়ে দূরে চলে গেলে তেজ থাকে কি করে।
মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
২| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: আপনি কবে প্রথম পাতায় স্থান পেলেন? আমি অনেকদিন বাদে এসেছি তাই চোখে পড়ে নি।
যাইহোক আমার কাছে প্রথম লাগলো কিনা ... নুতন স্ট্যাটাসে আপনাকে স্বাগত।
এখন থেকে মন খুলে লিখুন।
শুভেচ্ছা জানবেন।
২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৭
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
ভাইয়া, আপনার প্রেরণায় এতদূর আসা।
ভাল থাকবেন, শুভেচ্ছা অবিরাম।
৩| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৬
পদাতিক চৌধুরি বলেছেন: কবি মনের এই আকুতি ব্যর্থ হওয়ার নয়। ফাগুনের ফুলগন্ধে বরণডালা নিয়ে প্রিয়তমা ধরা দিবেই দিবে।
পোস্টে লাইক।
শুভেচ্ছা প্রিয় কবিবরকে।
২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৯
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
পোস্টে লাইক ও মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য অশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই।
ভাল থাকবেন ভাইয়া।
৪| ২৩ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৩
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা !
২৩ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৭
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
ভাল থাকবেন।
৫| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১০:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ কবিতা।
২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১০:২২
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
৬| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২৭
রাজীব নুর বলেছেন: কবিতার পাশাপাশি ফিচার, প্রবন্ধ, গল্প লিখতে চেষ্টা করুন। আপনি পারবেন।
২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১:১০
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
আপনার অনুপ্রেরণা পেয়ে নিজেকে ধন্য মনে করছি।
ভাল থাকবেন ভাইয়া।
৭| ২৪ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর কাব্য। ++++
২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৬
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: জ্বালাময়ী, তেজী টাইপ কবিতা লিখুন।