![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!
দেশকে ভালোবেসে শপথের মালা পড়ে গলে
জড়িয়ে বুকে ঝণ্ডা,
ঝাঁপিয়ে পড়ি যুদ্ধে অস্ত্র হাতে
দূরে ঠেলে দিয়ে যত শঙ্কা।
আমি সৈনিক,
আমি দেশপ্রেমিক,
আমি সহনশীল,
আমি বিনিদ্র প্রিয়তমার তীব্র ব্যাকুল
আমি হিংসার বুকে অশ্বের মরন কামুড়।
নির্ভীক চিত্তে সবুজের বুকে
ছিঁড়ে ফেলে ক্ষমতার হাতকড়ি,
বাজিয়ে অস্ত্রের ঝনঝনানি
করি উৎসব রাঙা প্রভাতের জয়ধ্বনি।
আমি জলন্ত অগ্নিশিখা,
আমি বোনের হাসি, মায়ের কান্না,
আমি যোদ্ধা,
করি বুলেটের আঘাতে শকুনের বুক ঝাঁঝরা
রক্তের ঢলে এনেছি ছিনিয়ে বাংলার স্বাধীনতা।
কত সৈনিক কত নওজোয়ান দিল বলিদান
ছাড়েনি তবুও মায়ের একবিন্দু ধূলির অধিকার,
অন্তরে বারুদের রক্ত ঢেলে গাই বিদ্রোহের গান
দেশসেবায় ব্রতী হয়ে উড়াই বিজয়ের নিশান।
আমি স্বপ্নের হাতছানি,
আমি ফসলের মাঠে আগমনী চিঠি,
আমি মায়ের আদরমাখা আঁখি,
আমি সৈনিক বারুদের গন্ধে মমতার আলপনা আঁকি
সময়ের প্রয়োজনে দেই জীবন আত্মাহুতি।
২৩ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৯
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
আপনার লেখাই আমাকে দারুণভাবে প্রেরণা জোগায়।
ভাল থাকবেন ভাইয়া।
২| ২৩ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদের অনেক কবি।
সেই অনুসারে কাজ করার লোক কম।
২৩ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২১
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
আমরা বলি বেশি, তবে কাজ করি কম।
শুভেচ্ছা জানবেন হে সুপ্রিয়।
৩| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২৩
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ রচনাশৈলী
২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২৯
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
ভাল থাকবেন ভাইয়া।
৪| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার অভিব্যক্তি।
২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১০:১৮
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই।
ভাল থাকবেন ভাইয়া।
৫| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিটা।
২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১:১১
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
ভাল থাকবেন ভাইয়া।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১২
চাঁদগাজী বলেছেন:
নজরুল ইসলামের কবিতা পড়ার শুরু করেছেন?