![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!
হে নওজোয়ান আড়মোড়া ভেঙে গর্জে উঠো
নিয়ে হাতে ঈসাখাঁ-র শাণ তরবার,
জ্বালাও তোমার আগ্নেয়গিরি জ্বলন্ত মশাল
ঝাঁপিয়ে পড়ো অস্ত্র হাতে হও আগুয়ান,
নব কেতন উড়িয়ে এখনই সময় ঘুরে দাঁড়াবার
থেকো না আর আঁধার করে খুলো তোমার বদ্ধ দ্বার।
ব্যর্থ নয়নে থেকো না তাকিয়ে আকাশে পূর্ণিমাতে
ভীরু ধ্যান ছুঁড়ে ফেলে দাও পথের ঐ ডাস্টবিনে,
বাজাও যুদ্ধের দামামা এঁকে দাও মরণ থাবা
সফেন সাগরে ভাসিয়ে উত্তাল ভেলা করো ধ্বংস প্রেতাত্মা।
হে বীর সেনানী আর নয় অপবাদ জেগে উঠো দুর্বার
লেলিহান সমাজে নির্মম হাহাকার করো কুপকাত,
আনন্দ দাপটে দেশকে ভালোবেসে গাও স্বাধীনতার গান
স্বপ্নগাঁথা আলোর দিশা জ্বেলে ছড়াও কবিতার ঘ্রাণ।
২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৩১
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট একটা স্বাধীন দেশের মানুষের জন্য চারধরনের স্বাধীনতার কথা বলেছিলেন-
১. বাক্-স্বাধীনতা
২. ধর্ম পালনের স্বাধীনতা
৩. অভাব থেকে স্বাধীনতা
৪. সবধরনের ভয়-ভীতি থেকে স্বাধীনতা।
আমরা কি এ চারটি পুরোপুরি ভোগ করতে পারছি?
ধন্যবাদ ভাইয়া, ভাল থাকবেন।
২| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৯:২২
পদাতিক চৌধুরি বলেছেন:
দ্রোহের আগুন! কাব্যে ভালোলাগা।
শুভেচ্ছা প্রিয় সাখাওয়াত ভাইকে।
২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৩৩
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: আপনার অনুপ্রেরণাই আমার শক্তি।
শুভেচ্ছা জানাই অফুরান, ভাল থাকবেন ভাইয়া।
৩| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৪৯
নেওয়াজ আলি বলেছেন: ভুয়া লকডাউন বলা ছেলেটার হদিস নাই
২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১:০৬
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: সর্বত্রই অসন্তোষ বিরাজ করছে।
ভাল থাকবেন ভাইয়া।
৪| ২৫ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৫
সিগনেচার নসিব বলেছেন: কথামালায় বিদ্রোহের ছাপ। সুন্দর
২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫১
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
ভাল থাকবেন ভাইয়া।
৫| ০৫ ই মে, ২০২১ রাত ৩:১১
রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।
০৫ ই মে, ২০২১ সকাল ১১:৪১
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: অফুরান শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
ভাল থাকবেন ভাইয়া।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪১
রানার ব্লগ বলেছেন: স্বাধীন দেশে আপনি কার বিরুদ্ধে যুদ্ধের ডাক দিচ্ছেন