![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!
প্রতিটি সফলতার পিছনে রয়েছে ব্যথর্তার গল্প। আমাদের অনেক বন্ধু-বান্ধব রয়েছে যারা প্রেমে ব্যর্থ হয়েও বিখ্যাত হয়েছেন। প্রেমে ব্যর্থতার অঙ্গনে "ছ্যাঁকা" শব্দটাই বেশ মানানসই।
যত ছ্যাঁকা খাবেন তত বিখ্যাত হবেন। লিওনার্দো দ্যা ভিঞ্চি ছ্যাঁকা খাওয়ার ফলেই বিখ্যাত মোনালিসা সৃষ্টি করতে পেরেছিলেন। যত ছ্যাঁকা খাবেন তত অভিজ্ঞতা বাড়বে। এক ছ্যাঁকা থেকে হাজার সফলতার দ্বার উন্মোচিত হবে।
আমার বন্ধুদের দেখতাম টিফিনের টাকা যত্ন করে জমিয়ে শখের উপহার কিনে ক্লাস ফাঁকি দিয়ে কলেজের বটগাছের আড়ালে আয়েশে বসে বিশেষ কায়দায় অভিনব কৌশলে আদরে তৃপ্তি হাসি মুখে টেনে উপহারগুলো লুকিয়ে হাতে গুঁজে দিচ্ছেন।
তাদের অনেকে আজ সফল হয়েছেন শুধু ছ্যাঁকা খাওয়ার ফলেই। ছ্যাঁকা খেয়ে কেউ দেউলিয়া হয়ে চৌরাস্তার মাঝখানে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করেছে এমন নজির নেই।
আমি খুব আগ্রহ নিয়ে দূর থেকে চোখ প্রসারিত করে লক্ষ্য করতাম কপোত-কপোতীদের প্রেমনিবেদনের ছোট ছোট অনুভূতি প্রকাশের চমৎকার আকুতি ।
আমার খুব হিংসে হত। আমিও সফল হইতে চাইতাম, কিন্তু কাউকে অবহেলা কিংবা ছ্যাঁকা দিয়ে নয়। সেই সফলতার কোন তৃপ্তি নেই যা অন্যকে কষ্ট দেয়।
২৮ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩১
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: ঠিক বলেছেন আপু, হা হা হা।
ভাল থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।
২| ২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৪
জটিল ভাই বলেছেন: কি? হিংসে হয়?
২৮ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩৩
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: না ভাই, হিংসা হবে কেন, বরং অনুপ্রেরণা পাই।
ভাল থাকবেন।
৩| ০৫ ই মে, ২০২১ রাত ২:০১
রাজীব নুর বলেছেন: ওকে। ঠিকঠাক।
০৫ ই মে, ২০২১ ভোর ৬:৪৬
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
তা-ই তো জীবন সুন্দর।
শুভেচ্ছা জানাই অবিরাম। ভাল থাকবেন ভাইয়া।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০২১ রাত ২:১৫
সোহানী বলেছেন: আক্ষেপের পোস্ট