নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সহজ মানুষ। পড়া এবং জানা আমার নেশা।[email protected]

মোহাম্মদ সাখাওয়াত হোসেন

সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!

মোহাম্মদ সাখাওয়াত হোসেন › বিস্তারিত পোস্টঃ

অবশেষে

০৫ ই মে, ২০২১ রাত ১০:৩৮


আমি বড্ড ঘৃণা করি তাদের
যারা ডাস্টবিন থেকে নেয় কেড়ে
বেওয়ারিশ কুকুরের উচ্ছিষ্ট খাবার,
নানা কৌশলে ভুখা-শিশু ফাঁকি দিয়ে
হাতপেতে ঘুরে বেড়ায় মানুষের দ্বার।
গন্ধ শরীরে অমৃত বিলায় চুপিসারে
ধনীর অন্দরমহলে রাতের আঁধারে,
অবসন্ন দেহে ঘুমিয়ে পড়ে পথের ধারে
করে ভাগাভাগি কুকুরের সঙ্গে।
টুটে নিদ পুলিশের বেত্রাঘাতে, মিটে তৃষ্ণা পথের কলে,
রাখে ঢেকে খামচানো মুখ ছেঁড়া আঁচলে
পতিতা অপবাদ ঘুচতে দিনের আলোতে।

কেবল প্রচন্ড ভালবাসি তখনই তাদের
যখন নিজের ন্যায্য অধিকার আদায়ে
দু'হাতে চেপে ধরে গলা ভদ্রবেশী জানোয়ারের।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০২১ রাত ১২:৪২

জটিল ভাই বলেছেন: কিন্তু আফসোস!
বিচারের কাঠগড়াতে আবার, তাদেরকেই দাঁড় করানো হয়!
লিখা ভালো লাগলো :)

০৬ ই মে, ২০২১ রাত ৯:২৮

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: এখানেই আমাদের দুর্ভাগ্য, দেখার কেউ নেই। আর যাদের দেখবার কথা তারতো আবার নবাবজাদা।
ভাল থাকবেন ভাইয়া।

২| ০৬ ই মে, ২০২১ রাত ১২:৪৫

রাজীব নুর বলেছেন: যে দেশ উন্নয়নের মহাসড়কে সেই দেশের এরকম অবস্থা হয় কি করে?

০৬ ই মে, ২০২১ রাত ৯:৪২

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জাতিয় উন্নয়ন সম্ভব নয়। বর্তমান উন্নয়ন ব্যবস্থায় দারিদ্রতা কমেনা বরং বাড়ে।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.