![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!
তিমিরাচ্ছন্ন ভয়ংকর সমাচ্ছন্ন রজনী
উত্তাল তরঙ্গ প্রবাহিণী
ক্রুদ্ধ হাওয়ায় নিরুপায় এ ধরিত্রী
জেগে আছি নির্ঘুম, গভীর ঘুমের আকুতি।
ভেসে আসে কানে ক্ষুধার্ত কুকুরের আর্তনাদ
উচ্চশব্দে করিতেছে দুরূহ প্রলাপ।
অকস্মাৎ নড়ে উঠে কবজা পিছনের দরজায়
কেঁপে উঠে বুক অজানা দূর আশঙ্কায়।
মৃদু পায়ে খুলি দরজা, দেখি আগন্তুক কদাকার এক ভয়ংকর রূপ!
গচ্ছিত শাঁস বিলিয়ে তাকে রিক্ত হয়ে পূর্ণ করি যত লোভ,
নির্বাক শিরা-উপশিরায় শুরু হলো বিদায়ের ধুম।
অনুভব করি অদৃশ্য হাতের তিগ্ম ছোঁয়া, এলো বুঝি গভীর ঘুম!
০৭ ই মে, ২০২১ রাত ১২:৫৯
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য অশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
চেষ্টা করছি, মনমতো হচ্ছে না। ভাল থাকবেন ভাইয়া।
২| ০৭ ই মে, ২০২১ ভোর ৬:৫৭
জটিল ভাই বলেছেন: কবিতার নিগূঢ ভাবে হইলাম আচ্ছন্ন,
কবিতার ভাবার্থ সত্যিই প্রসন্ন!
০৭ ই মে, ২০২১ বিকাল ৩:১৯
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
ভালবাসায় আচ্ছন্ন হয়ে থাকুন সর্বক্ষণ।
ভাল থাকবেন ভাইয়া।
৩| ০৮ ই মে, ২০২১ রাত ৮:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৯ ই মে, ২০২১ রাত ১:৩৮
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য অশেষ কৃতজ্ঞতা।
ভাল থাকবেন ভাইয়া।
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০৪
খায়রুল আহসান বলেছেন: অন্তিম ঘুমের ভাবনা থেকে বোধকরি রচিত হয়েছে এ কবিতা!
২৪ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১৯
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
হ্যা ভাইয়া, এই ঘুম আর ভাঙবার নয়। ভাল থাকবেন। শুভেচ্ছা নিরন্তর ।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০২১ রাত ১২:৩৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
কবিতার পাশাপাশি অন্য কিছু লিখতে চেষ্টা করুন।