![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শাকিল সহজ সরল
"""""""বড় ছেলে"""""""
""""রিয়া কেমন আছো,
আমি রাশেদ বলছি
""""জানো তোমাকে অনেক মিস করি।তোমার দেওয়া হাত ঘড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। আমি রোজ হাতে দিয়ে বের হই। তোমার দেয়া জিনিস আমার অপছন্দ হবে বলো।
এখন আমার মোবাইল এ সব সময় চার্জ থাকে। কারণ তোমার দেয়া পাওয়ার বেংক টা সব সময় সাথে রাখি। সবাই আমার ফোনে কল দেয়, শুধু তুমি ছাড়া গাড়ি দিয়ে যাওয়ার সময় যখন ঘামি তখন তখন তোমার দেওয়া আইস টিস্যু দিয়ে শরির মুছি।
,,,, সারা দিন কাজ শেষে বাসায় ফিরে তোমার দেয়া ডাইরির সাথে কথা বলি তুমি বলে ছিলে হুট করে এসে একদিন ডাইরিটা নিয়ে যাবে।। তোমার দেয়া চকলেট গুলা জেসির খুব পছন্দ হয়েছে।
,,,,,ওওহ তোমাকে বলতে ভুলেই গেছি আমার এখন চাকরি হয়েছে।ছোট ভাই টা H,s,c তে GpA পেয়েছে।তোমার আর আমার ব্যাপার টা শুধু জেসি ছাড়া কেউ জানে না।তোমার দেয়া চকলেট গুলা ওকে দিতেই ও খুশি হয়ে বলেছিল কে দিয়েছে মামা, তাই ওই অবুঝ শিশু টাকে মিথ্যা বলতে পারি নি।
তোমার কথা বলে দিয়ে ছিলাম। এখন সে বড় হয়ে গেছে ৩য় শ্রেণি তে পরে। আমাকে সব সময় বলে ওকে তোমার কাছে নিয়ে জেতে এখন তো সেটা আর সম্ভব না। এখন আমাদের পরিবার টা ভালোই চলে ।
কত তারাতারি ৫ বছর কেটে গেল জানো আজ আমি কোথায় বসে আছি? যেখানে বসে তোমাকে বাদামের খোসা ছারিয়ে দিতাম সেখানে।
সব আগের মতোই আছে, শুধু তুমি নেই। জানো খুব জানতে মন চায় কেমন আছো তুমি।
শুনলাম তোমার একটা মে হয়েছে, সে হয়তো তোমার মতোই কিউট তাই না, বড় অসময়ে চাকরি টা পেলাম যখন তুমি পাশে নেই। তুমি হয়তো সারা জিবন আমাকে দোষারপ করবে, কিন্তুু কি করবো বলো, আমি তো পরিবারের বড় ছেলে তাই আমার কাধে অনেক দায়িত্ব,।বড় ছেলেদের হয়তো প্রেম করতে নেই।
তোমার দেয়া সাদা শার্ট টা এখনোও পরা হয়নি কারণ তুমি তো আর দেখবে না। মায়া বারিয়ে কি লাভ বলো। এমন সময় সব পেলাম যখন তুমি পাশে নেই। এখন পরিবারের সবাই কে নিয়ে সুখেই আাছি। তবুও কোথায় জানি শুন্যতা অনুভব করি।
একটা অনুরোধ তোমার যদি কোন ছেলে হয় তাহলে তার নাম টা রাখবা রাশেদ (plz)
""""::: ( এটাই বাস্তবতা)
কারণ আমি আমার পরিবারের বড় ছেলে,,, ,
©somewhere in net ltd.