![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শাকিল সহজ সরল
কোন এক দিন চিঁকার সাথে কথপোকথন..................
-
--- তুই আমার খাটে হাগু করিস ক্যান
--- এ্যা এটা তোর খাট ?
--- হ ভাই কেন কি মনে হয়
--- তাইলে তোর বিছানা হইলে এটারে ডাস্টবিন বানাই রাখচোস ক্যান
--- মানে কি
--- মানে! এক পাশে দেখি তিনদিন আগের তোর খোলা প্যান্টটা পড়ে আছে.......
আবার আরেক পাশে দেখছি তোর ছিরা ফুডা ফুডু জাঙ্গিটা পড়ে আছে...
শেষ কবে বিছানা ঝারছিস তুই বলতে পারবি!
--- :-)
--- আর তোর এই প্যান্ট জাঙ্গি কি এ বছরে ধুইছিস এক বার ?
--- মানে হ ধুইছি এই মাসের আগের মাসের 4/5 তারিখে
--- আচ্ছা তুই ক ত দেখি এই বিছানায় থাকস কেমনে !
--- চিঁকা ভাই এমন বিছানা কিন্তু পৃথিবিতে আর নাই
--- সালা তুই পারিসও বটে! তোর ঘৃণা করে না এখানে শুইতে
--- ক্যান ঘৃণা করব ক্যান
--- তুই মানুষ না একটা খাটাস
--- কি মনে হয় তোর
--- খাটাস... যাই হোক বিছানা যতদিন পরিস্কার না করবি ততদিন হাগুম পারলে ঠেকাস
--- ভাই এটা কেমন বিচার
--- দেখ বিচার টিচার বুঝি না! তর মতন খটাস আর দুটো নাই!
--- আমারে খাটাস কইলি
--- হ আবার কইলাম তুই সত্যি একটা খাটাস
--- আমি কালি বাজারে যাব!
--- যা
--- ইঁদুর মারার কারেন্ট বিষ কিনমু
--- কস কি তুই ইঁদুর মারবি ক্যান
--- ইঁদুর মারুম না তরে মারুম
--- ধুর হালা এইডা কি কস! ইঁদুর মারা বিষে ইঁদুরি মরে না আর তো আমি চিঁকা
--- তাইলে কি বিষ কিনুম
--- ও সব বিষ ফিস লাগবো না
--- তাইলে
--- কাল থেকে বিছানা পরিস্কার রাখিস তাহলে আর হাগুম না!
---- আইচ্ছা
©somewhere in net ltd.