![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের এই ক্ষণস্থায়ী জীবনটা যেন কেমন!!কে আপন, কে পর, কে বাঁধিয়া রাখিবে বুকের পর তা বুঝা বড়ই দায়।
স্বর্ণের দাম এখন আকাশচুম্বী, কিনবেন কি কিনবেন না সেটা আপনার ব্যাপার।
স্বর্ণ সাধারনত পাওয়া যায় : ১০ ক্যারেট, ১৪ ক্যারেট, ১৮ ক্যারেট, ২০ ক্যারেট, ২২ ক্যারেট, ২৪ ক্যারেট
আমেরিকানরা সাধারনত পছন্দ করে ১০ এবং ১৪ ক্যারেটের স্বর্ণ এবং এশিয়ানরা পছন্দ করে ১৮/২২ ক্যারেটের স্বর্ণ।
ক্যারেট কি?
স্বর্ণের এফেক্ট, মূল্য, স্থায়ীত্ব, ব্যবহার এবং বর্ণের ওপর এর ক্যারেট নির্ভর করে।
১০ ক্যারেট স্বর্ণে আছে : ১০ অংশ স্বর্ণ + ১৪ অংশ এলোয় (খাদ বা ধাতু)
১৪ ক্যারেট স্বর্ণে আছে : ১৪ অংশ স্বর্ণ + ১০ অংশ এলোয় (খাদ বা ধাতু)
১৮ ক্যারেট স্বর্ণে আছে : ১৮ অংশ স্বর্ণ + ৬ অংশ এলোয় (খাদ বা ধাতু)
২০ ক্যারেট স্বর্ণে আছে : ২০ অংশ স্বর্ণ + ৪ অংশ এলোয় (খাদ বা ধাতু)
২২ ক্যারেট স্বর্ণে আছে : ২২ অংশ স্বর্ণ + ২ অংশ এলোয় (খাদ বা ধাতু)
২৪ ক্যারেট স্বর্ণে আছে : ২৪ অংশ স্বর্ণ + কোনো এলোয় (খাদ বা ধাতু) নেই
জুয়লারী হিসেবে পিউর গোল্ড (২৪ ক্যারেট) ভাল নয় কারন ইহা নরম, খাদ নেই এব সেই কারনে প্রায়ই পলিশ করতে হয়।
এই কারনে ক্যারেটভেদে স্বর্ণের দামে পার্থক্য পরিলক্ষিত হয়।
০৩ রা অক্টোবর, ২০১১ দুপুর ২:২৪
সািকল খান বলেছেন: আমিতো ভূইলাই গেছি
তারপরেও সাধারন জ্ঞানের জন্য, হা হা হা
২| ০৩ রা অক্টোবর, ২০১১ দুপুর ১:৫৬
রাজামশাই বলেছেন: ২১ ক্যারেট বইল্যা আরেকটা আছে মনে হয়
০৩ রা অক্টোবর, ২০১১ দুপুর ২:২৪
সািকল খান বলেছেন: ২১ অংশ স্বর্ণ + ৩ অংশ এলোয় (খাদ বা ধাতু)
৩| ০৩ রা অক্টোবর, ২০১১ দুপুর ১:৫৬
নীল-দর্পণ বলেছেন: আমরা যেগুলা ২২ক্যারট বলে ীনি সেগুলাতে আসলেই নাকি ২২ থাকেনা
০৩ রা অক্টোবর, ২০১১ দুপুর ২:২৫
সািকল খান বলেছেন: বাংলাদেশেতো একটু................
আর বলতে হ্ইবো!!!!!!!!!!!
৪| ০৩ রা অক্টোবর, ২০১১ দুপুর ২:০১
হেডস্যার বলেছেন:
বাজারের যা অবস্থা তাতে ৩/৪ ক্যারেটের সোনা থাকলে ভালো হইত।
০৩ রা অক্টোবর, ২০১১ দুপুর ২:২৫
সািকল খান বলেছেন: স্যারের মতই একখান কথা কইছেন
৫| ০৩ রা অক্টোবর, ২০১১ দুপুর ২:১১
হার্ট লকার বলেছেন: ভালো পোস্ট ক্যারেট নিয়া একদিন বেপক ভাবনায় পড়ছিলাম +
০৩ রা অক্টোবর, ২০১১ দুপুর ২:২৬
সািকল খান বলেছেন: ধইন্যে হইলাম, ভালো থাকুন
৬| ০৩ রা অক্টোবর, ২০১১ দুপুর ২:১১
শিক কাবাব বলেছেন:
হেডস্যার বলেছেন:
বাজারের যা অবস্থা তাতে ৩/৪ ক্যারেটের সোনা থাকলে ভালো হইত।
৩/৪ ক্যারেটের সোনা কিনলে মাসে মাসে ঘন ঘন ঝালাইর দোকানে যাইতে হইবো। তার চেয়ে পিতল বা তামা ধরেন।
০৩ রা অক্টোবর, ২০১১ দুপুর ২:২৭
সািকল খান বলেছেন: ৩/৪ ক্যারেট হইলে আমরা রংঙেও অভ্যস্ত হইয়া যাইতাম
একটু তামাটে তো হইতোই
৭| ০৩ রা অক্টোবর, ২০১১ দুপুর ২:১৬
তাবন বলেছেন: শিক কাবাবের কথাতে যুক্তি আছে...
০৩ রা অক্টোবর, ২০১১ দুপুর ২:২৭
সািকল খান বলেছেন: হি হি হি হি
৮| ০৩ রা অক্টোবর, ২০১১ দুপুর ২:২৪
রবিনহুড বলেছেন: গোল্ড প্লেটেড অলন্কারের উপরে জিনিস নাই।
০৩ রা অক্টোবর, ২০১১ দুপুর ২:২৮
সািকল খান বলেছেন: গোল্ড প্লেটেড এখনকার দি বস
৯| ০৩ রা অক্টোবর, ২০১১ দুপুর ২:২৫
১১স্টার বলেছেন: এখন সোনার থেকে ও বেশি মানুষ ঝুকেছে ইমিটিশান ও হাতের তৈরি গহনার প্রতি।
০৩ রা অক্টোবর, ২০১১ দুপুর ২:২৮
সািকল খান বলেছেন: না ঝুইকা উপায় আছে?
১০| ০৩ রা অক্টোবর, ২০১১ দুপুর ২:৩৯
ক্রন্দসী বলেছেন: গোল্ড কিন্না বিপদ।ডাকাত পাহারা দেয়া,তাছাড়া ক্রয় মুল্য বিক্রয় মুল্য ভিন্ন।কম দামে বেচতে হয়।এছাড়া স্যাকরা নাকি মার হারেও খাদ মারে।এজন্য বিয়া করুম ইউরো রে স্টান্ডার্ড ধইরা।এত ইউরো মোহরানা-----
০৩ রা অক্টোবর, ২০১১ দুপুর ২:৪৮
সািকল খান বলেছেন: ইউরো মোহরানা--খুবই মজার
১১| ০৩ রা অক্টোবর, ২০১১ দুপুর ২:৪১
অক্টোপাস বলেছেন: ধন্যবাদ।
স্বর্ণের পরিমাপের হিসেব টা কি বলতে পারবেন ? খুব উপকার হয় !!
০৩ রা অক্টোবর, ২০১১ দুপুর ২:৪৯
সািকল খান বলেছেন: 1 vori = 11.3 gram
১২| ০৩ রা অক্টোবর, ২০১১ দুপুর ২:৫৯
অক্টোপাস বলেছেন: ওয়াট !!
মাত্র ১১.৩ গ্রাম !!
০৩ রা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৩২
সািকল খান বলেছেন: হ হ হ হ
১৩| ০৩ রা অক্টোবর, ২০১১ বিকাল ৩:২৩
ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: white গোল্ড জিনিস টা কি তাইলে ১৪ ক্যারেট !@!!!!
০৩ রা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৩৩
সািকল খান বলেছেন: এইটা আমি ক্লিয়ার না
১৪ ক্যারেট হওয়ার কথা না
হুয়াইট গোল্ডের দাম অনেক বেশী
১৪| ০৩ রা অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩৯
শিপু ভাই বলেছেন: জানোলাম ক্যারেটের ব্যাপার্টা। থ্যাঙ্কু।
০৩ রা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৩৩
সািকল খান বলেছেন: ধন্যবাদ
১৫| ০৩ রা অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৬
আনিসুর র বলেছেন: এক আউন্স = কত ভরি?=
০৮ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:২৮
সািকল খান বলেছেন: 1 Ounce = 28.3495231 Grams
১৬| ০৮ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:১০
আনিসুর র বলেছেন: ।ভাইজান আপনার হিসেবে মনে হয় ভুল আছে।
৪৫৩.৬ গ্রাম = ১ আউন্স হলে=
১ আউন্স = ৪০.১৪ ভরি হবে।
বর্তমানে ১ আউন্সে দাম ১৬২৭ উ এস ডলার = ১২২০২৫ টাকা
অর্থাত প্রতি ভরি ৩০৩৯ টাকা।
আমি কার কাছে যেনেছিলাম ১ আউন্স = ২. ৬৭ ভরি। ৩০.১৭ গ্রাম = ১ আউন্স কিন্তু আমার আছে ডকুমেন্স্ট নাই।
দয়াকরে একটু চেক করবেন কি?
০৮ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৩২
সািকল খান বলেছেন: ধন্যবাদ, আমার একটু ভূল ছিল
ঠিক করে দিয়েছি
ভূল এর জন্য ক্ষমা.............................চাইলাম
ভূল তথ্য দেয়ার চেয়ে না দেয়া ভালো
১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২২
জুবায়েল বলেছেন: very informative
২৬ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:০৮
সািকল খান বলেছেন: ধন্যবাদ।
১৮| ১৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪১
সরকার আলী বলেছেন: ৬ রতি = ১ আনা,
১৬ আনা = ১ ভরি,
১ ভরি = ১১.৬৬ গ্রাম = ১ তোলা = ১৮০ গ্রেইন = ০.৩৭৫ ট্রয় আউন্স।
ছবির একেকটি মুদ্রার ওজন ১ তোলা হিসেবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই প্রথা চালু করে।
১৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:২২
সািকল খান বলেছেন: ধন্যবাদ।
১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
তন্ময় বনিক বলেছেন: আরও জানতে
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
সািকল খান বলেছেন: হুুুুুুুুুম, পাইলাম কিছুটা এ্যাডের মত
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১১ দুপুর ১:৫৪
শিক কাবাব বলেছেন: স্বর্ণের দিন ভুইলা যান। সংসদে বিল পাশ করতে হইবো। বিয়া শাদিতে স্বর্ণের ব্যবহার নিষিদ্ধ। লোহা লক্কর দিয়া গয়না বানাইতে হইবো। লোহা পছন্দ না হইলে তামা বা পিতল ও দিতে পারেন। কাছাকাছি কালার। কেউ বুঝবো না।